নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল রং এর চিন্তা ভাবনা

ছেলে ভাল ..

পলাশের লাল রঙ

ছেলে ভাল ....

পলাশের লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

(seen)

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ২:২৭

ছেলে- হাই...

মেয়ে- (seen)

ছেলে- হ্যালো...

মেয়ে- (seen)


দুই মাসপর.......

ছেলে - হাই...

মেয়ে- (seen)

ছেলে- আপনার এত ভাব কেন?

(ছেলে ব্লকড)

(এক মাসপর ছেলে নতুন আইডি থেকে)

ছেলে- হাই..

মেয়ে- (seen)

ছেলে- আপনি খুব কম কথা বলেন তাই না?

মেয়ে- (seen)

ছেলে- আমিও কম কথা বলি। আপনি আমি একই ক্লাশে পড়ি, তুমি করে বলতে পারি?

মেয়ে-(seen)

ছেলে- তোমার প্রোফাইলের ছবিটা খুব সুন্দর। প্রেমে পড়ে গেছি।

মেয়ে - (seen)

ছেলে- কি বলা যায় আজ?

মেয়ে- (seen)

ছেলে- কিছুক্ষণ অাগে আমার ভাতিজা হল। কি নাম রাখা যায় বলোতো?

মেয়ে- (seen)

ছেলে- আচ্ছা তোমার নামটাই রাখলাম তাহলে, আমি সিন বলেই ডাকব আমার ভাগনেকে। বাকিরা কি ডাকে ডাকুক।

মেয়ে- অঙ্কুর

ছেলে- আচ্ছা অঙ্কুর। তবে প্রথম প্রথম নাম লিখতে গেলে সমস্যায় পড়বে। যুক্তাক্ষর তো।

মেয়ে- (seen)

ছেলে- আজ বাংলাদেশের খেলা দেখছো?

মেয়ে- (seen)

ছেলে- হা হা হা। সিন,তার মানে দেখছো।

মেয়ে- (seen)

ছেলে- আমার বাবার সাথে আজ ঝগড়া হল। বাসা থেকে একেবারে বের হয়ে এসেছি। নদীর পাড়ে বসে ঘাস চিবাই। খাবা?

মেয়ে- (seen)

ছেলে- বাড়ি যাবো?

মেয়ে- (seen)

ছেলে- আচ্ছা।

মেয়ে- (seen)

ছেলে- আব্বাতো বাসায় ঢুকতে দিল না। বলল যেখানে খুশি সেখানে যাইতে ,বাসায় যেন আর না ফিরি। :-( :'(

মেয়ে- (seen)

ছেলে- ধুরবাল, সেই কবে থেকে ছাতার মাথা এক seen seen seen। আর কথা কমু না।

মেয়ে- (seen)

(দুই দিন পর)

ছেলে- কি অবস্থা?

মেয়ে- (seen)

ছেলে- হুম আমিও ভাল।

মেয়ে- (seen)

ছেলে- কি নিয়ে কথা বললে তুমি কথা বলবা?

মেয়ে- (seen)

ছেলে- তোমার রিলেশনশিপ স্টাটাস হাইড কেন?

মেয়ে- (seen)

ছেলে- ছেলে হিসেবে আমি কেমন বলোতো?

মেয়ে- (seen)

ছেলে- আচ্ছা বলতে হবে না। আমি যদি তোমাকে প্রপোজ করি তাহলে?

মেয়ে- (seen)

ছেলে- আচ্ছা দাঁড়াও। সহজ করে দিচ্ছি।
I love u... রাজি?

মেয়ে- কিসে?

ছেলে- রিলেশনে?

মেয়ে- (seen 10:35 pm )

ছেলে- আচ্ছা রাজি থাকলে ১ চাপুন, রাজি না থাকলে ২ চাপুন।

মেয়ে- ২

ছেলে- আমি দেখতে খারাপ তাই রাজি না- হলে ১ চাপুন, আমার যোগ্যতা নেই রিলেশনের - হলে ২ চাপুন, আমার সাথে তোমার যায় না - হলে ৩ চাপুন , তুমি আরেকজনের সাথে এঙ্গেজড- হলে ৪ চাপুন, অন্যান্য হলে ৫ চাপুন।

মেয়ে-৫ :3

ছেলে- আমাকে ওয়েট করতে বলতে চাইলে ১ চাপুন, চোখের সামনে থেকে দূর হতে বলতে চাইলে ২ চাপুন, তোমাকে ভুলে যেতে বলতে চাইলে ৩ চাপুন।

মেয়ে- ৩

ছেলে- ফ্রেন্ড হবার অনুমতি দিলে ১ চাপুন, এমনি সাধারণ ভাবে থাকতে বললে ২ চাপুন।

মেয়ে- ৩

ছেলে- ধুরবাল। ৩ আবার কি?

মেয়ে- ২

ছেলে- আচ্ছা আমার মরা লাশ টিভিতে দেখতে চাইলে ১ চাপুন, পেপারে দেখতে চাইলে ২ চাপুন আর বাঁধা দিতে চাইলে ৩ চাপুন।

মেয়ে- ২

ছেলে- বুঝছি, তোমার বাসায় টিভি নাই তাই পেপারে আমার লাশ দেখতে চাও। তুমি যে একটা বিরাট ফাজিল মেয়ে সেটা কি তুমি জানো?

মেয়ে- :-D

ছেলে- :'( কারও পৌষ মাষ কারো সর্বনাস।
এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে
রবে
সুন্দর এই পৃথিবী ছেড়ে এখন চলে যেতে হবে

মেয়ে- থাক। মরতে হবে না।

ছেলে- কার জন্য বাঁচব?

মেয়ে- আপনার মত মানুষ মরে গেলে আমাকে জ্বালাবে কে?

ছেলে - আমি তোমাকে জ্বালাচ্ছি?

মেয়ে- হুম।

ছেলে- আচ্ছা আর জ্বালাবো না, স্যরি।

মেয়ে- এভাবে বললে তো হবে না। শাস্তিতো পেতেই হবে।

ছেলে- আচ্ছা শাস্তিটাই দেন। :-(

মেয়ে- আপনার নম্বরটা দেন। এতদিন আপনি আমাকে জ্বালিয়েছেন দেখি এবার আমি আপনাকে জ্বালাতে পারি কিনা।

(ছেলেটা এরকিছুদিন পর সবার অলক্ষে Facebook ছেড়ে Whatsapp এর বাসিন্দা হয়ে গেল। কে জানত এই দিন থেকে ঠিক দুই বছর চার মাস তিন দিন পর তাদের ধুমধাম করে বিয়ে হয়ে যাবে এবং তাদের ঘরে ফুটফুটে একটা মেয়ে হবে। মেয়েটার নাম হবে........)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



হাহাহা! মজার লেখাটিতে একটি মন্তব্য রেখে দিলাম।

লিখতে থাকুন...... :)

২৪ শে আগস্ট, ২০১৫ রাত ১:২৪

পলাশের লাল রঙ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.