![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাচ্চাদের ঘুম পাড়াতে এর চেয়ে মহৌষধ আমার জানামতে নাই। ভবিষ্যৎ এর কথা চিন্তা করে ;-) এবং গুগলে সার্চ দিয়ে কোথাও এই কালেকশন না পেয়ে ঠিক করলাম নিজেই একটা ঘুমপাড়ানি গানের কালেকশন তৈরি করি।
১।আয় ঘুম বায় ঘুম
পাইকোড়ের পাত
কানকাটা কুকুর আইল
ঝিত করিয়া থাক।
২। আয়রে নিন্দু আয়
শিয়ালে বেগুন খায়
হস্তি তলায় নিন গেল
আশি হাতের ঘোড়া
ত্যাল কুটি পায়
নুন কুটি পায়
বাঁশের আগালে বাঁশি
ডাডুব ডুবি বাজায়।
৩।ঘুমপাড়ানী মাসিপিসি মোদের বাড়ি এস
খাট নাই,পালং নাই, পিড়ি পেতে বস
বাটা ভরা পান দেব, গাল ভরে খেও
খোকা/খুকির চোখে ঘুম নেই, ঘুম দিয়ে যেও।।
(বহুল প্রচলিত, বইয়ে পাওয়া)
৪।আয় ঘুম আয়
ভালুকে তেঁতুল খায়
তারা নুন কোথা পায়
তারা তেল কোথা পায়
আলূন মালূন খেয়ে বনে তে পালায়।
৫।আয় ঘুম ঘুম,যায় ঘুম ঘুম,
ঘুমোলো গাছের পাতা
রান্না ঘরে ঘুমোলো রে দুটো মাগুর মাথা।
দেউড়ীতে ঘুমোলো রে কালো কুকুর,
বিছানাতে ঘুমোয় খোকা-খুকী ঠাকুর।
৬।আয় ঘুম যায় ঘুম
দত্তপাড়া দিয়ে
দত্তের বৌ পান দিলো
লঙ এলাচি দিয়ে।
৭।গোল করোনা গোল করোনা
খোকন ঘুমায় খাটে,
এই ঘুমকে কিনতে হলো
নবাব বাড়ির হাটে।
সোনা নয় রূপা নয়
দিলাম মোতির মালা
তাইতো খোকন ঘুমিয়ে আছে
ঘর করে উজালা।
৮।আয় ঘুম যায় ঘুম দত্ত পাড়া দিয়ে
দত্তদের ছেলেগুলো পথে বসে কাঁদে
আর কেঁদো না আর কেঁদো না ছোলা ভাজা দেব
আবার যদি কাঁদো তবে তুলে আছাড় দেব।
৯।মাসী পিসি বনগাঁ বাসী বনের ভিতর ঘর
কখনো মাসী বলে না তো ক্ষীর মোয়াটা ধর
কিসের মাসী কিসের পিসি কিসের বৃন্দাবন
এতদিনে বুঝিলাম মা বড় ধন।
সাতস্বর্গের সিঁড়ি কাটতে
রাবণরাজা মরে,
খোকার চোখে স্বর্গ নামে
যখন ঘুমের ঘোরে।
১০।আয় আয় আয়
শেয়ালে বেগুন খায়
তারা নুন কোথায় পায়
নদীর চরের বালিগুলো
নুন ভেবে খায
©somewhere in net ltd.