নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল রং এর চিন্তা ভাবনা

ছেলে ভাল ..

পলাশের লাল রঙ

ছেলে ভাল ....

পলাশের লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

লেক

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩৮

কত কিছু লেকের জলে ভাসে
বোতল, পলিথিন, আবোর্জনা তার পাশে
লেকের পানি ময়লা হয়ে যায়
ময়লা পানি তবু পাখিরা খায়
পাখি খেয়ে যায় উড়ে ওই আকাশে
আকাশ মাঝে মেঘেরা ভাসে বাতাসে

বাতাস আজ বইছে খুব কম
লেকের পানি নিচ্ছে অনেক রং
কালো,খয়েরি,কিছু জায়গায় খুদি পানায় সবুজ
লেকের পানিতে ঢিল ছোড়ে এক অবুঝ
ঘুরে দেখি সেও দেখছে আমায় তাকিয়ে
ড্যাবড্যাব চোখে, ঘাড়টা একটু বাকিয়ে
চোখ পাকিয়ে দেখলাম তার দিকে
ভয় পেয়ে তার মুখ হয়ে গেল ফিকে
ফিকে মুখ আর ভীত দুটি চোখ
আমার মাঝে পেয়ে গেল কেমন শোক
আহা বেচারা, পাচ্ছে কত ভয়
আর কতক্ষণ সে গাছের আড়ালে রয়
মিষ্টি হাসিতে ডাকলাম হাত নেড়ে
কিজানি কি হল পালালো সে আড়াল ছেড়ে
হয়ত কাছেই বাসা এই বাচ্চার
সমাজে এরা পায়না কখনও সুবিচার
সবার মত বাঁচা তাদের সাজে না
অনেক লোকই তাদের দুঃখ বোঝে না
না বুঝুক তাতে আমার কিসের যায় আসে
জীবন যুদ্ধে সব সুবিধা থাকে না পাশে
দুঃখ থাকে হাজার রকম
তাদের আবার হাজার সকম
কারও দুঃখ ভাতে আবার কারও দুঃখ কারে
যারা বেশি পায় তাদের দুঃখই দেখি বেশি বাড়ে
দুঃখ লুকাতে অনেকে আসে এ লেকে
দুঃখ বিলায় এ ঢেউহীন জল দেখে
প্রেমিকা আমার চলে গেল হাত ছেড়ে
সেদিন থেকেই দুঃখ গেল বেড়ে
কষ্ট জমে পাহাড় হল ভালবাসা
একা থাকতেই আজ আমার লেকে আসা
একাকিত্বে অনেক কথার বাঁকে
সে থাকে আমার সকল কথার ফাঁকে
এতবড় লেকে দুঃখ দিলাম মেলে
জানি না লেক, কতটুকুন তুমি পেলে
হাসি কান্না কত কিছু যে তোমার কাছে আসে
তাইকি তোমার জলের উপর এত
খুদি পানা ভাসে
দুঃখ নাও, দুঃখ নাও হে জল
আর যে পারি না চোখ করে ছলছল

চলে যেতে হবে সন্ধ্যে হয়ে এল
জানি না লেকটা দুঃখ কত টা নিল
সব কিছু ফেলে হাঁটা ধরলাম রাস্তায় দেখি এক
খেলনা গাড়ি ফেলে গেছে সেই বাচ্চায়
গাড়িটা থাকল সেই লেকের ধারে
গাড়ির দুঃখে সেও হয়ত
আমার মত আসবে লেকের পাড়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.