নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল রং এর চিন্তা ভাবনা

ছেলে ভাল ..

পলাশের লাল রঙ

ছেলে ভাল ....

পলাশের লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির ফোটা

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৪৯

বৃষ্টিটা আরো বাড়ল তাই না

বলছি তোমার বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে

আমার কথাগুলো একটু ন্যাকা শোনাবে ,প্লিজ হেসে দিও না


তোমাকে শোনাতে চেয়েছিলাম কোথাও লেখা অল্প কিছু কথা

কথা গুলোর-না অবুজ এক অর্থ আছে

অর্থের মাঝে গান আছে ,কবিতা আছে ,কিছু জীবন আছে-

তুমি আছো ,আমি আছি ,আর আছে ধর একটা বৃষ্টির ফোটা

আমার মাঝে তোমার জন্য যে বৃষ্টির ফোটা জমা হয়ে আছে তা কখনও বলিনি

আমি বোকার মত ভাবি ফোটা হয়ত নিজে নিজেই তোমার ঐ চোখের পাপড়িতে পড়বে ,তুমি চোখ বুজে নেবে

পাপড়ি থেকে গড়িয়ে পড়বে গালে ,গাল থেকে বুকে

বুকে এসে মিশে যাবে তোমার সাথে

তোমার সাথে থাকবে ,মিশবে ,তোমাকে ছুয়ে দেবে সর্বক্ষণ

কি হল অমন করে কি ভাব ,ফোটাটাকে তুচ্ছ ভেবে উপহাস কর না

তোমরা তো আবার উপহাস করে ভাল মজা পাও

তোমার বলা প্রতিদিনের চিরকুটে আমি বার বার আমাকে খুজি

সব সময় বৃষ্টির ফোটা নিয়ে অপেক্ষায় থাকি

ভাগ্যে থাকলে হয়ত সারা জীবনও বয়ে বেড়াতে হতে পারে ওটাকে

তবে জানত ,ফোটাটা এখন খুব টলছে

কচুর পাতার উপর জল যেমন টলমল করে ঠিক তেমন

হঠাত কেন জানি ছটফট করে ,দিগন্ত খুজে বেড়ায়

এর ছটফটানির নমুনা দেখতে চাইলে প্লিজ একটু ব্যালকনিতে আসো

হুমম একটু এগিয়ে ডানদিকে তাকাও

দেখবে দাঁড়িয়ে আছি এই ঝুম বৃষ্টিতে তোমায় ভালবেসে ।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.