![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক লিখতে পারছে না,
কারণ তার হাতে লেখে লেখে কাগজ ভরানোর মত সময় নেই ।
লেখক লিখতে পারছে না,
কারণ পাশে মা,কাজের ফাঁকে কথা বলছে ,সেগুলো শুনতে হচ্ছে ।
লেখক লিখতে পারছে না,
ধৈর্য বলেও একটা জিনিস আছে যেটা তার অল্প ।
লেখক লিখতে পারছে না,
নতুন কলম তাই লিখতে কষ্ট হচ্ছে ।
লেখক লিখতে পারছে না ,
কারণ ভবিষ্যত্ বলছে কোন লাভ নেই ।
লেখক লিখতে পারছে না ,
বাইরে রাত পোকারা ডাকছে"অসহ্য ,চোপ রও বেজন্মারা" ।
লেখক লিখতে পারছে না ,
তার মনের মাঝে খুঁতখুতানি,তার হাতের লেখা ইদানিং খারাপ হয়ে গেছে।
লেখক লিখতে পারছে না ,
আজ কলমখাতা সব কেমন যেন বিট্রে করছে ।
লেখক লিখতে পারছে না ,
মা সবাইকে ডেকে বাড়ি ভর্তি করিয়েছেন ।
লেখক লিখতে পারছে না
তার শরীর খারাপ ,সে অনেক অসুস্থ ।
লেখক লেখতে পারছে না ,
তার ছোট্ট মেয়ে বাম হাতটা শক্ত করে ধরে রেখেছে ।
লেখক লিখতে পারছে না
কারণ সে জানে এটাই তার শেষলেখা ।
©somewhere in net ltd.