![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুঝলেন ভাই ,জীবনটা ,
কখন যে শুরু হল দিনের শুরুর রং ছটায়-
ছিল কুয়াশায় সব ধোয়াসা
হাটি পা-পা ভোরে চলে আসা
যেন খুশির রংটা ছুটছে অনেক দূর ।
চেয়ে দেখো সূর্য-উঠছে
হাফ পান্টে জামায় জুড়ছে
ক্লাশে ফার্ট হবে এই করে শৈশব ।
ছোট ছোটর বড়-আশা
ফোটে ফুল ,এটা কি ভালবাসা
প্রশ্নের মাঝে সূর্যের তেজ বেড়ে যায় ।
আলোর মাঝে আলেয়ায়
সবি রঙিন আলোয় ভরে যায়
স্বপ্ন শিখি ,কি দেখি তার হাসির মাঝে ।
আলো মাঝ-গগণে এলো হায়
আমি থাকি ,সে চলে যায়
সবি ভুল ছিল কে বলে যায়
স্বপ্ন ভাঙে আমি তুমির ভুলে ।
ভাবি এইভাবে দিন কাটবে
নিয়ে সবাই আমাকে ভাববে
শেষবেলার কবুলে আসবে
(শুধু তুমি কেন না ভাবলে )
সারাদিন ভেবে-ভেবে যাই ।
যখন দিনটা থামছে
সন্ধ্যা অল্প নামছে
সাথীরা সামনে হাসছে
চেয়ে দেখি আমি আছি এই কোথায় !
রাত আধার নিয়ে হাসছে
সে আস্তে আস্তে আসছে
প্রাণ অন্য কিছু মানছে
সময় স্রোতে আমি নিরুপায় ।
চোখ হল কেন ঝাপসা
চাঁদটা দেখছি আবছা
কেউ চলে যায়
কেউ থেকে যায়
চশমায় গুণি ,
অংকে কত পেলাম ।
চশমা দাড়ি পাকছে
সব সাদা রঙে ভাসছে
আমি যাচ্ছি এ কোন ঠিকানায় ?
হাটি-হাটি ,পা-পা করে যায়
দাদা-দাদা কেউ বলে যায়
চোখ ভিজে ওঠে কি মায়ায়
দাদু এস আমরা ফিরে যাই সেই দেশে ।
দেখি হঠাত্ আমায় বিছানায়
তোমরা আছ কামনায়
যেতে যেতে যেন আবার ফিরে আসি এইবারে ।
ভাবি জীবন কেন অল্প
শুধু ছোট্ট ছোট্ট গল্প
গল্প ছোটে নতুন গল্পের নেশায় ।
ফিরে দেখতে থাকি নিজেকে
কি ছিলাম ,কি আজকে
বুঝি সময়ের কাছে আমি অনেক ছোট ।
©somewhere in net ltd.