নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল রং এর চিন্তা ভাবনা

ছেলে ভাল ..

পলাশের লাল রঙ

ছেলে ভাল ....

পলাশের লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

আমার মা

১০ ই মে, ২০১৫ রাত ৯:৪০

আমার মা আমাকে ছোট থেকে "বাবা,এটা করে না", "বাবা এদিকে আসো", "এইতো আমার লক্ষ্মী বাবা" এমন করে ডাকে।
এতদিনেও এর গুরুত্ব বুঝতে পারিনি। আমি আগে ছোট ছিলাম, অক্ষম ছিলাম,সাহায্যের জন্য আমার পাশে মা ছিল । এখন মায়ের দিনদিন বয়স হচ্ছে, অক্ষমতার দিকে এগোচ্ছে, ছোট মেয়ের মত হয়ে যাচ্ছে, তার পাশে একজন বাবা দরকার। যেই বাবা তার পাশে থেকে সব কাজ করে দেবে, ঘুরতে নিয়ে যাবে, অসুখে সময়মত পানির গ্লাস সমেত অষুধ এনে দেবে, গল্প করে সময় কাটাবে তার সাথে, কখনই তার অক্ষমতা বুঝতে দেবে না। সেই বাবাটা যে আমি এখন ধীরেধীরে বুঝতে পারি। আমার মা এখন আমার মেয়ে। তাকে সামলে রাখার দায়িত্ব আমার।
কিন্তু খুব খারাপ বাবা আমি। মেয়েকে একা শত মাইল দূরে রেখে আনন্দে দিন কাটাচ্ছি। আমার মেয়ে মাঝে মাঝে অসুস্থ হয়। ডায়বেটিক্স, উচ্চরক্তচাপ আরও নানা কিছু কানে আসে। মেয়েটা আমাকে বুঝতে দেয় না।একা আমার ছোট ভাইটাকে নিয়ে বাসায় থাকে। অফিস থেকে এসে একা ঘর গোছায়, বাজার করে, রান্না করে সব একা করে। যেন খুব মজা করে রান্নাবাটি খেলা হচ্ছে সেখানে! কিন্তু মেয়েটা নামাজ পড়ে মোনাজাতে হয়ত শুধু আমার মঙ্গলই কামনা করে। তার চাওয়া এখন একটাই বাকি - আমার ভাল কিছু একটা হোক।
আমি জানি না আমার মেয়ের জন্য আমি কোনদিন কিছু করতে পারব কি না। ইদানিং খুব চিন্তা হয়। কিছু করার জন্য মন ছটফট করে। আমার মেয়েটা তখন ফোন করে উল্টো আমাকে বলে তার জন্য নাকি চিন্তা করতে হবে না!
তা কি আর হয় নাকি! মেয়ের জন্য আমার বড্ড চিন্তা হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.