নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল রং এর চিন্তা ভাবনা

ছেলে ভাল ..

পলাশের লাল রঙ

ছেলে ভাল ....

পলাশের লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

রাত পাখি

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

অাকাশ জোড়া মেঘ করেছে
ডাকছে গুড়ু গুড়ু
অামি জানি মেঘে তোর ভয়
বুক কাপে দুরু দুরু
ভয় নেই ওরে আমি আছি না
তবুও যেত না ভয়
বলতি অামায় পাশে থাকি যেন
হোক, যা কিছুই হয়

ও রাত পাখি তুই রাখলিনা, তুই রাখলিনা তোর কথা
ও রাত পাখি তুই বুঝলিনা, শুধু বাড়ালি বুকের ব্যাথা
ও রাত পাখি তুই জানলিনা, এখনও চায় মন যে তোকে
ও রাত পাখি তুই ফিরে আয়, প্লিজ ফিরে আয় এ বুকে

বাইরে এবার বৃষ্টি নামলে
নামবি আমার সাথে?
যত ব্যাথা আর যত কষ্ট
ধুয়ে যেতো এই রাতে
ঝমঝমেতে বৃষ্টি নামল
আসবিনা তুই জানি
মেঘগুলো সব করে কলোরব
ঝরে যাক সব পানি।

ও রাত পাখি তুই মানলি না, তুই ভেঙে দিলি স্বপ্ন টাকে
ও রাত পাখি তুই নিয়ে গেলি সব, নিয়ে গেলি ভেতরটাকে
ও রাত পাখি জানিস কি তুই, একা নেই আমি সুখে
ও রাত পাখি তুই ফিরে আয়, প্লিজ ফিরে আয় এই বুকে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

যাযাবর জিয়া বলেছেন: খুবই সুন্দর একটি কবিতা। আমি বিমোহিত।

২৮ শে মে, ২০১৫ রাত ১২:০১

পলাশের লাল রঙ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ :)

২| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভাল লাগা।

২৮ শে মে, ২০১৫ রাত ১২:০১

পলাশের লাল রঙ বলেছেন: ধন্যবাদ

৩| ১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

এফ.কে আশিক বলেছেন: ভালো লিখেছেন......।

২৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৩২

পলাশের লাল রঙ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.