![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবুল শুয়ে শুয়ে ফেসবুকিং করছিল। হঠাৎ একটা জ্বিন তাকে তাকে মেসেজ পাঠালো যে সে তার তিনটা ইচ্ছা পূরণ করবে। আবুলতো মহা খুশি। কি চাইবে, কি চাইবে ভাবতে ভাবতে সে জ্বিন কে আদেশ দিয়েই ফেলল - আমাকে ফেসবুকের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে দেখাও।
জ্বিন - সে মেয়ে আপনাকে ব্লক লিষ্টে রেখেছে হুজুর।
আবুল- কেন।
জ্বিন- তার একটা প্রোফাইল পিকচারে আপনি কমেন্ট করেছিলেন "কয় কেজি ময়দা মাখছো? তারপর থেকে আপনি ব্লক।
আবুল- আচ্ছা আচ্ছা তাহলে এক কাজ কর, আমাকে এলিয়েন দেখাওতো। আমি স্কিনশট নিয়ে রাখি পরে সবাইকে দেখিয়ে তাক লাগিয়ে দেব।
জ্বিন- ইয়ে মানে, হুজুর।
আবুল- কি হল?
জ্বিন- আপনি তো এলিয়েন দেখে ফেলেছেন আগে।
আবুল- কিভাবে?
জ্বিন- একজন ছবি তুলে পোষ্ট করেছিল আপনি তাকে "ফটোশপ তোরে ইন্সটল করে দিসে কেডা?" বলে গালি দিয়েছিলেন।
আবুল- তাই নাকি! আচ্ছা যাইহোক। তাহলে শেষ ইচ্ছে পূরণ কর। এমন ব্যবস্থা কর যেন লাখ লাখ লাইক কমেন্ট আসে।
জ্বিন- হুজুর যদি ভাল কিছু চাইতেন?
আবুল- উহু এটাই আমার চাই।
জ্বিন আবুলকে সানি লিয়নের ফেক আইডি খুলে দিল।
২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৩
পলাশের লাল রঙ বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে মে, ২০১৫ সকাল ৯:০৮
লাবিব ইত্তিহাদুল বলেছেন: আরেকটা বলেন
২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৪
পলাশের লাল রঙ বলেছেন: আর নাই
©somewhere in net ltd.
১|
২৮ শে মে, ২০১৫ রাত ৯:০৫
প্রামানিক বলেছেন: চমৎকার জোক