![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরি আমার বন্ধুর নাম আবুল।
আবুল আজ স্কাইপে কল দিল। কল দিয়ে হ্যানত্যান বগের ঠ্যাঙ জাতীয় কথার পর বলল দোস্ত একটা ঘটনা ঘটছে।
কি ঘটনা?
অনেক বড় ঘটনা।
শুরু কর।
কেম্নে যে বলি। আমি এক মেয়ের সাথে রিলেশন করে ফেলছি।
কে সেই মেয়ে? কবে প্রেম হইল? আমি জানিনা কেন?
তুই চিনিস জন্য বলি নাই।
আমি চিনি! উমমমমম কুদ্দুছের বইন ফুল্টুস?
না।
বুলবুলের বোন পুতুল?
না।
কে বলতো?
আমার... আমার... আমার...
হুম তোর?
বলিস না কাউকে।
ওকে। বলুম না।
আমার জান। পারু।
পারু! পারুর সাথে?
হুম পারুর সাথে।
ধাক্কাটা সামলে নিয়ে আমি ফ্লাশ ব্যাকে চলে গেলাম।
পারু আহা। যার নামটা শুনলেই বুকের ভেতরে কিসের যেন শিহরন বয়ে যায়। যার কথা ভাবতে গিযে দুই রাত সিনেমা দেখা বাদ দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম!
এই সেই পারু যার উপর ক্রাশ খেয়ে দুই মাসের উপর রিসার্চ চালিয়েছি। তার স্থাবর অস্থাবর সকল বয়ফ্রেন্ডের খোজ খবর বের করে ফেলেছিলাম। কি বিচিত্র সব চয়েস ওর। প্রতিটা বয়ফ্রেন্ডই ইউনিক। প্রাইভেট টিচার থেকে শুরু করে বাড়ির সামনের দোকানের সুদর্শন ছেলেটা সকলের সাথে কেমন সুনিপুণ ভাবে প্রেম করত পারু।
আমি প্রাইভেট টিচার থেকে মুদি দোকানের হেল্পার কারো মন ভাঙায় বিশ্বাসী না। মন ভাঙা এখনকার এসিযুক্ত টাইল্সের মসজিদ ভাঙার সমান না হলেও মসজিদের দরজা থেকে জুতা চুরির মত নিকৃষ্ট কাজ। চলমানদের সাথে ব্রেকাপের সময় দিয়ে অপেক্ষায় রইলাম। একদিন মেয়ে সিঙ্গেল হবে। আমার সাথে প্রেম করার ফুসরত পাবে, আমি হব তার এগারতম বয়ফ্রেন্ড, কতশত পরিকল্পণা ।
এরপর টুকটাক খোজ খবর নিয়ে রাখতাম। কথা হত।
এখন শুনলাম তার সাথে আমার বন্ধুটির প্রেম হয়ে গেছে! শালা মীর জাফর ঘোড়া ডিঙিয়ে ঘাস খেয়ে ফেলছে আমি টেরটিও পাইনি।
আমি আবুলকে বললাম অস্থির দোস্ত। তুই তলে তলে এতদূর! (মনে মনে শালা ব্যাং, ইঁদুর, টিকটিকি)
হুম দোস্ত। তোরও অবদান আছে।।
আমি! আমি কি করছি?
মনে নাই!
কিসের কথা! আসলে মনে নাই।
তুই একদিন ফেসবুকে ওর কথা বলে বললি না।
বলছিলাম!?
হুম।
তাইনাকি!? (নিজের পায়ে নিজে কুড়াল মারছি)
ফেসবুকে ওর ছবি দেখেই ক্রাশ খেয়ে ফেলছি। তোর ফ্রেন্ড পরিচয় দিয়েই ওর সাথে ফ্রেন্ডশীপ করছিলাম।
ভালত। তারপর?
তারপর হোয়াটসঅ্যাপ। নাম্বার পেয়ে গেলাম।
সিনেমাও ফেল দেখি। তবে সমস্যা হয়েছে আরেক যায়গায়। তোকে একটা কথা রাখতে হবে। আগে পিছে কিছু না ভেবেই কিন্তু।
তাইনাকি! তুই বলবি আর আমি রাখব না এটা ভাবলি কেম্নে?
তোর পারুরে ছাড়তে হবে দোস্ত।
কি! বুঝলাম না!
পারুর ক্যারেক্টার খুব খারাপ। আমি জানি।
এসব বানানো। আমাকে নিয়ে তোর ভাবতে হবে না।
ও তোর টাকা দেখে তোর সাথে প্রেম করছে বুঝতেছিস না কেন।
করলে করুক। তুই বুঝবি না দোস্ত ও কতটা আপন আমার। ও যদি চায় আমাদের সব সম্পত্তি লিখে দেব ওকে।
তাহলে সত্যিটাই বলি। আমিও পারুকে চাই।
বুঝলাম না!
বুঝতে হবে না।
পারু আমার সবকিছু।
পারু অারেকজনেরও সব কিছুর মত।
কি বলছিস কিছুই বুঝতে পারছি না। তুইও কি পারুকে ভালবাসতি?
বাসতি না বাসি।
সিরিয়াসি!
অামার কথা তোর ছ্যাবলামি মনে হচ্ছে!
দেখ তুই আমার ফ্রেন্ড। আমি চাই না তোর সাথে ভ্যাজাল হোক।
আমিও চাই না। তাই তোকে সরাসরি বললাম।
মাথা ঠান্ডা কর। পারু আমাকে ভালবাসে।
তো কি হইছে।
পারু আমাকেই ভালবাসে।
বারবার এককথা বলছিস কেন?
পারু আমাকে ভালবাসে এটা তোর কাছে ইম্পরটেন্ট না!
হাহ ভালাবাসা! ভালবাসার মর্ম বুঝিস?
ভালবাসার মর্ম কি?
এত কিছু জানতে হবে না। যা বলছি তা কর।
তোর সাথে পরে কথা হবে। সামনাসামনি।
না আজকে এখন সব মিটমাট করব।
মিটমাটের কিছু নাই। তুই পারুকে চাইতেই পারিস।কিন্তু পারুকেও তো তোকে চাইতে হবে ।
এজন্য তোকে আমার আর পারুর মাঝ থেকে সরে দাঁড়াতে হবে।
তুই যা করতে পারিস কর।
সর্বপ্রথম তোর প্রেমকাহিনী তোর বাপ মার কানে যাবে কথাটা, তোর বিদেশী মাল খেয়ে মাতলামির ভিডিও সারা এলাকা হবে। আর তারপর এলাকায় ছড়াবো যে তোর আর পারুর এক্স বেরিয়েছে। বেষ্ট অফ লাক।
দেখ এসব করার কথা ভুলেও ভাববি না। আর আমাদের মাঝের সমস্যার মাঝে পারুকে ঝামেলায় ফেলবি না।
তাহলেতো সর্ব প্রথম তোর আর পারুর এক্সের কথা ছড়াতে হয়।
প্লিজ দোস্ত, এমন কিছু করিস না।তুইও তো ওকে ভালবাসিস।এমন কথা বাজারে ছড়ালে ও রাস্তায় বেরোতে পারবে না। ও যদি আমার কারণে সমস্যায় পড়ে আমি নিজেকে কোনদিনো ক্ষমা করতে পারবো না।
ওকে ছেড়ে দে। সমস্যা শেষ।
না।
কি আর করার।
ঠিকআছে, আমি ছেড়ে দেব। আমাকে সময় দে। তবু এমন কিছু করিস না।
সত্যিতো?
হুম।
তোকে আমি ভাল বন্ধু ভাবতাম। কিন্তু তুই তার এই প্রতিদান দিবি ভাবতে পারিনি।
আর কিছু।
না। রাখ। আর শোন পারু তোর মত বাজে ছেলের সাথে কোনদিনো রিলেশন করবে না।
মুখ সামলায় কথা বল।
যা সত্যি তাই বললাম।
আমি বাজে এইটা সত্যি?
তুই জানিস সেটা।
যাক এতক্ষণে সত্যিটা বের হল। ছাগল। তোকে আমি টেষ্ট করলাম তুই পারুকে কতটা ভালবাসিস। আর এতদিনের বন্ধুত্বে এই আমাকে চিনলি! আমি তোর রিলেশন ভেঙে দেব!
তুই পারুকে ভালবাসিস না?
ধুর। নাহ।
তুইও না। ভয় পাওয়ায় দিছিলি পুরা।
হুম আমিতো বাজে ছেলে, খারাপ ছেলে ।আমাকে ভয় পাওয়াই স্বাভাবিক।
দেখ এইসব বলবি না। কি যে টেনশনে ফেলছিলি, আমি কি না কি ভাবছিলাম ।
ভাল। দেখা হলে খাওয়া দিস।
অবশ্যই। খাবিতো।
আচ্ছা। ভাল থাকিস।
বাই।
আমি অন্যদিকে তাকিয়ে দীর্ঘনিশ্বাস ছেড়ে বললাম বাই বন্ধু, বাই।
©somewhere in net ltd.