নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল রং এর চিন্তা ভাবনা

ছেলে ভাল ..

পলাশের লাল রঙ

ছেলে ভাল ....

পলাশের লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

অচেনা আমি

২৫ শে জুন, ২০১৫ রাত ৯:৪২


আমাকে খুজে পাচ্ছি না!

ভেতরে খুজলে শুধু তোমার উঁকিঝুকি দেখি!

রাত দিন সকাল বিকেল

অথবা নেশার মত প্রতিক্ষণে

ফিরে অাসছো, শুধু বেড়ে যাচ্ছো

ভেতরে ভেতরে। টানা ফিতেয় বাঁধা হৃদয় কেটে

উদ্ভোদন হয়ে গেছো আমার ভেতরে, ব্যবসার লাল বাতির আলোয় খাতা মেলে তোমার জন্য প্রেমপত্র লিখি এখন।

সেসব মেঘের দেশ, পরীর দেশ ঘুরে সকালে বুয়ো এসে ময়লার ভাগাড়ে ফেলছে। তোমাকে দেবার সাহস পাইনা। তবু তোমাকে কত কিছু যে বলতে চাই!


আমি রাজরাজরা নই তো!তোমাকে বলতে চাওয়া কথাতে কোন রূপকথা নেই! মধ্যবিত্ত ঘরকুনো ব্যাঙের গল্প বেশি। বৃষ্টিটা কি সুন্দরের গল্প, জানো আজ না কি হইছের গল্প, আমার আজ এত্ত খুশি লাগছের গল্প, একটুর জন্য কিভাবে বেঁচে গেলাম তার গল্প অথবা আজ একটা বন্ধুকে খুব মনে পড়ছের গল্প, ভাইকে অনেকদিন দেখিনার গল্প অথবা একটা মেয়েকে গল্প শোনাতে চাওয়ার গল্প। এত গল্প ঠাকুমার ঝুলিতেও নেই।

গল্প শোনানোর জন্য হলেও আমার প্রেমপত্র দেয়া খুব জরুরী। প্রতিদিন লিখি কিন্তু দিতে পারি না। এত প্রেমপত্র ময়লা ভাগাড়ে পড়ছে, ভয় পাচ্ছি জানো, কোন দিন না জানি ময়লার ভাগাড় আমার প্রেমে পড়ে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.