নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লাল রং এর চিন্তা ভাবনা

ছেলে ভাল ..

পলাশের লাল রঙ

ছেলে ভাল ....

পলাশের লাল রঙ › বিস্তারিত পোস্টঃ

গল্প

৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০৪

একটা গল্প শুনবা?

না।

কেন?

গল্প না।

কেন গল্প না?

না বলছি জন্য না।

আচ্ছা থাক।

গল্প শুনবো না বলছি জন্য মন খারাপ করলা?

না। গল্প শোনার মুড সব সময় থাকবে না এটা স্বাভাবিক।

আচ্ছা তুমি কি বলতে পারবা আমাকে এপর্যন্ত কতগুলো গল্প শুনিয়েছো?

কখনও তো গুনি নি। কেন?

তাও আন্দাজ কর।

আচ্ছা অনেকগুলো। কেন?

এমনি।

সত্যি এমনি! কোন কারণ নাই?

হুম সত্যি এমনি।

তুমি যদি চাওতো গুণে বের করতে পারব।

থাক গুনতে হবে না। একটা সিরিয়াস কথা বলি?

বল।

তুমি কি সারাজীবন এমন গল্পই বলে যাবা?

মানে?

মানে পৃথিবীতে গল্প বলা বাদ দিয়ে তো অনেক কিছু আছে।

বুঝলাম না।

থাক বাদ দাও।

বাদ যাবে কেন?

বাদ দিতে বলছি জন্য বাদ যাবে।

বল। আমিতো শুনছি।

বলে যদি কোন লাভ হত তাহলে না বলা যেত।

বলেই দেখ। লাভ লোকসানের হিসেব তারপর না হয় করব।

তোমাকে চেন্জ হতে হবে।

কি রকম?

গল্প বাদ দিতে হবে।

গল্প! কেন?

দিতে বলছি জন্য বাদ দিবা। আমি কি তোমাকে কিছু করতে বলতে পারি না?

তুমি তো জানো তুমি আমার সব কিছু। আচ্ছা দিলাম। আর কিছু?

জীবন নিয়ে সিরিয়াস হতে হবে। প্রতিদিনের নিয়ম মানতে হবে।

ওকে।

সত্যি মানছো তো?

হুম।

কি জানি! বুঝতে পারছি না। সত্যি হলেই ভাল।

কাল থেকে তো ভাল হচ্ছি আজকের গল্পটা শোনাই?

না।

আজকেরটা শোনো শুধু?

না বলছি না।

কেন শুনবা না?

তুমি গল্পটা কাকে শোনাতে চাচ্ছ বলত?

তোমাকে!

আমি কে বলত?

তুমি!

হুম এই আমি, আমিটা কে?

সত্যি বলতে তুমি নেই। তুমি আমার কল্পণা।

তোমার কল্পণাকে গল্প শোনাতে চাচ্ছ! ব্যাপারটা শুধু একবার বাইরের অন্য একটা মানুষ হিসেবে চিন্তা করে দেখ।

কিন্তু তুমিতো আছো।

আছি আবার নেই।

তুমি আছো। তুমি অবশ্যই আছো। তুমি নেই একথা কোন দিন বলবা না প্লিজ।

আমি আছিতো। কিন্তু আসলেতো আমি তোমার কল্পণা। কল্পণার বাইরে কিছু না।

তুমি আছো। কথা দাও আমাকে ছেড়ে কোথাও যাবা না।

কথা দিলাম। আচ্ছা ওসব কথা বাদ এবার তোমার গল্প শোনাও।

থাক।

থাকবে কেন?

ভাল লাগছে না।

মাথা ধরেছে তাই না?

হুম। তোমার কি মনে হয় আমি সত্যি পাগল?

না।

প্লিজ তুমি সবাইকে বল যে আমি পাগল না। আমি কি জানি না পাগলরা কেমন হয়! পাগলরা পাগলামি করে, মারতে আসে, কাঁমড় দেয়। আমিতো কাউকে মারি না।

আমি জানি।

তবু ওরা আমাকে বেঁধে রেখেছে!

আমি যদি বলতে পারতাম তাহলে অবশ্যই বলতাম।

আমি এত বলি আমি পাগল না, ওরা শোনে না।

ওসব চিন্তা বন্ধ কর। এবার ঘুমাওতো। খালি কথা বলে। পাগল একটা।

তুমিও পাগল বললে!

আরে এ পাগল সে পাগল না।

তাহলে?

কিছু না। ঘুমাওতো, আমি ঘুমিয়ে গেলাম। বাই।

কিন্তু গল্পটাতো রয়ে গেল। শোনো না। শোনো। ঘুমালে? এখন গল্পটা কাকে শোনাই!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৪

ব্লগ সার্চম্যান বলেছেন: এটা কি রকম গল্প ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.