![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যদি মন্ত্রী হতে চাও, তবে আমি ভাসানী, শেরে বাংলা, সোহরাওয়ার্দী হতে চাই।
তুমি যদি এমপি হতে চাও, তবে আমি মাহাত্ম্যা গান্ধী হবো।
তুমি যদি সচীব হতে চাও, তবে আমি তাজ উদ্দিন হবো।
তুমি যদি কুকুর পোশ মানাও, তবে আমি মনে, নিরবে বিশাল সিংহদয় পালি।
তুমি যদি রাজনীতিক নেতা হও,তবে আমি সর্নযুগের রাজা গোপাল,ধর্মপাল,দেবপাল হতে চাই।
তুমি মেয়র হলে, আমি মাদার তেরেসা হতে চাই।
যদি তুমি মাদবর হও, তবে আমি, তোমার হাত থেকে বিচার না পাওয়া মানুষ কে বাচাতে চাই তীতুমীরের মতো।
তুমি যদি মুভি নির্মাতা হও,তবে আমি জহির রায়হান, তারেক মাসুদ, সালমান শাহ হবো।
তুমি যদি বিচারক, উকিল হও, তবে আমি বলি - ""পাখী আরেক পাখীর বিচার করতে পারেনা, তেমনি মানুষ ও আরেক মানুষের বিচার করলে মানায়না" আব্রাহাম লিংকন হবো এখানে আমি।
তুমি যদি ২৩০ টা দেশের ১টায় কাটা তার লাগিয়ে অহংকার দেখাও, তবে আমি অক্সিজেন নিয়ে গর্ব করি,বলি আকাশ আমার সীমানা, আমি নজরুল, আমি রবি ঠাকুর।
তুমি যদি ব্লগার হও, তবে আমি সেটেলাইটের উপর বসে চা ও ধুমপান করতে চাই।
যদি তুমি বলো,"" আমার কি করার আছে!!!""" তবে আমি বলি, শেখ মুজিব, জিয়া, তুমি একি কারখানার, তোমার মনে পেতনি ঢুকেছে,তাই নিজেকে দুর্বল ভাবো।
তুমি যদি রাজনীতিক বিলবোর্ড দিয়ে আকাশ ঢেকে ফেলতে চাও, তবে আমি বলি, শাক দিয়ে মাছ ঢাকো তুমি।
বল বীর, বলো উন্নত মমশীর।
তুমি যদি কাশ্মীরে বিলাশীতা করে ঘুরতে যাও, তবে আমি, কাশ্মীরের সাধীনতা এনে দিতে চাই।
তুমি যদি মানবদের মাঝে অতীতের ন্যায় মিথ্যা রাজনীতি ঢুকিয়ে দিয়ে হানাহানি করিয়ে থাক, তবে আমি বলি, কুকুর বুঝেনা তাই খাবলা খাবলি করে, তোমরা ও কি বুঝনা?
তুমি যদি আমাকে ভয় পেয়ে অতীতের রাজসেনাদের মতো সেনা দিয়ে গুম, খুন করতে চাও, তবে আমি মুচকি হাসি সিগার টানের ধুয়া ছারার সময় এটা ভেবে যে, এত ভয় পায় আমাকে আগে জানতাম না। আমি শেখ মুজিব, ফেদারেল castro.আমি দালাই লামা,আমি জন লেনন, আমি নচিকেতা, এটা তুমি জান, তাইতো এত ভয় তোমার।
একটা কথা ভুলনা কভু হে পৃথিবী বাসী "" তুমি যদি প্রধান মন্ত্রী হবার Dream দেখ, তবে আমি মার্টিন লুথার কিং হবো। মনফরিং ( তুমি মানে কালো, আমি মানে সবুজ সংকেত)
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১:১৬
আমি তনুর ভাই বলেছেন: