![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপমহাদেশের প্রক্ষাত মুক্তমনা মানব কারিগর লালন সুফি সিনহা বলেছেন " আদম থেকে শুরু করে এখন পরজন্ত সর্বশেষ জন্মগ্রহণকারী মানব শিশু ও এক কারখানার products, একি materials দারা তৈরী""
আগেকার মানব দেহদের ভোগ / ভেদাভেদ করার কৌশল ছিল - হাবিল কাবিল দন্দ, ফেরাউন- মূসা দন্দ। কাফের - মুসলিম যুদ্ধ। হোসাইন - ইয়াজিদ দন্দ। ব্রিটিশ - ভারত দন্দ। বাংলাদেশ - পাকিস্তান যুদ্ধ।
তার মানে বুঝাই যায় প্রতি যুগেই ঝগরা ছিল কোন না কোন নামে। এখন তো উপরের কেও ই জীবিত নাই প্রায়, তাহলে এখন দন্দ কিশের? আগের দন্দই বর্তমানে মডার্ন রুপে রাজনীতি নামে চলছে, এইটাই টপ বিষয় ২০১৭ তে পৃথিবী বাসীর জন্য। মাজখানে জাতাকলে আমি আপনি পানের পিক হয়ে গেলাম। তাহলে ৫০ বছর পর তো আমরা থাকবো না, নতুন রা থাকবে, তাদের কে ঝগরা করার কোন কৌশল দিয়ে যাবেন বর্তমানের আপনারা? যাতে তখনো মাজখানের মানুষ গুলাকে বা vat/tax পরিশোধ করা মানুষ গুলাকে পানের পিক বানানো যায়। এ কোন জাদুর রাজনীতি রে ভাই? এ কোন জাদুর আমলে এসে পরলাম আমরা মানব জাতী? আমাদের রেলগাড়ি টা ২০১৭ নামের station এ বিরতি নিচ্ছে কেবল, বগি হলো ২৩০ টা, আমরা কেবল ১৭ কোটি এক বগির পেসেনজার। আমাদের আগে ও এই রেলগাড়ি তে লাখ লাখ জাতী একবার করে উঠেছে ও নামতে ও হয়েছে নিজের মতের বাহিরে। আর রেলগাড়ি টা আসছে আদম হাওয়া কে বহন করার পর থেকেই, এখনো চলছে, ১৯/ ২০ পার করে পর্জায়ক্রমে চলে যাবে ৩০১৮ নামের stations এ। মাজপথে কি জাদুর রাজনীতি শুরু হলো বাংলাদেশ নামক রেলগাড়ির বগিতে? যে যেই জাদু ও ফন্দিফিকির ই করুক না কেন,রেলগাড়ি চলবেই, কারন Driver ও ইনজিন পরিচালনা তো ৭ আকাশের উপরে। তবুও আমরা চাই, আমাদের বগীর মালামাল জেন বৃটিশ, হিন্দু রাজা, ও পাকিস্তানিদের নেয় হজম না করা হয়।
যাই হোক, ১৭ কোটির ১টা গল্প বলি - জনগনের জমানো ১বস্তা টাকা পরে আছে, সেই টাকা নিলে জনগণ বলবে চোর, তাই জনগনের সামনে ৩/৪ জন সেজেগুজে যাএা পালার নেয় ঝঘরা রিহার্সাল করে অভিনয় আকারে দেখায়, জনগন যখন অভিনয় এ ডুব দিয়ে থাকে পতুল নাচের পরের দৃশ্য দেখবে বলে, ঠিক তখনি অভিনেতাদের মরামর্শে কলাকৌশলীরা বস্তা সাফাই করে দেয়, অভিনয় যখন শেষ হয়, তখন জনগন হায়হায় করে বলে টাকা গেল কই, সাথে সাথে অভিনেতারও বলে হায় হায়, বলে টেনশন এর কোন কারন নাই, আমরা দেখতেছি বিষয় টা, হয়তো আপনাদের শত্রু কুদ্দুস এ এই কাজ ঘটাইছে, তাকে ধরার জন্য লোক নিয়োগ দিব, ৩ সদস্যের কমিটি গঠন করা হবে কোন টেনশন নাই, আবার ভরসা রেখে টাকা রাখেন সবাই মাজখানে। বর্তমানে ১৭ কোটির ১নং মার্কা হলো নৌকা, দিতীয় মার্কা ধান, ৩য় লাঙল, ৪ র্থ দারিপাল্লা। আমরা তো ২০১৭ সালের বাড়ির ভারাটিয়া, একশো বছর আগেতো ছিলাম না বা একশো পরে ও তো থাকবো না, নাকি কারো থাকার প্রটোকল আছে? মূল কথায় আসি আমরা, উপরের মার্কা গুলার বয়স তো ১শ বছরের বেশী হবে না কোন ভাবেই, তাহলে ১শ বছর আগের টপ মার্কা কি ছিল,? ২শ বছর আগের? ৩শ বছর আগের? ৫শ বছর আগের নির্যাতন কারীদের টপ মার্কা কি ছিল? তখন ও তো কোটি কোটি মানুষ ছিল আমাদের অবর্তমানে। ঘোরার ডিম হলেও বা হাতির ডিম হলে ও দুনিয়া কাপানো মার্কা ছিল, যেই মার্কা গুলাকে বর্তমানের ফকির ও তার চুলের সমান মনেই করেনা, কেও জানেই না ঐ অতীত কে। তাহলে ১শ বছর পরের বা ৫শ বছর পরের টপ মার্কা কি হতে পারে! যেই মার্কা নিয়ে হই হই খাই খাই করবে নাটক সাজিয়ে বর্তমানের মার্কগুলাকে চিরতরে ভুলে। আমরাই যেহেতু ১শ বছর আগের মানুষের দাপটশীল মার্কা গুলাকে মনে রাখতে পারিনা, তাহলে ১শ বছরের পরের মানুষ মনে হয় বর্তমানের দাপটশীল মার্কগুলাকে খুব মনে করবে? এই হলো খমতার বাহাদুরি আমাদের। মেড ইন চায়না, বরজোর ১/২ মাস যায়, বেশীদিন যায়না। একশো বছর পরের মার্কাগুলা কেমন হবে শোশন কারীদের কেও বলতে পারবে ১৭ কোটির মধ্য থেকে? জানি বেশীরভাগ ই বলতে পারবে, কারন বাংলাদেশীরা বোকা সেজে থাকে, কিন্তু চালাক। নৌকা যখন মার্কা হয়েছিল, তাখন নৌকা ছিল সকলের প্রধান বাহন, ধান ছিল প্রধান কৃষি জাত, লাঙলা, দারিপাল্লা ও ছিল সবার ঘরে। এখনকার যুগে সকলের প্রধান বিষয়াদি কি? তেমনি মার্কা ও হবে বাস, চা-কফি, চামচ ও চিকেন মার্কা। তখনো এইসকল মার্কার যাতাকলে সাধারন পাবলিক টি ব্যাগ এর মতো নির্যাতীত হবে নতুন রুপে।
২| ২০ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: লিখতে থাকুন
শুভ ব্লগি.....
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৪৮
চাঁদগাজী বলেছেন:
এমনভাবে লিখবেন যেন নিজকে প্রকাশ করতে পারেন সহজে