![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পএিকাটা খুললেই দেখা যায় এমন কতিপয় শিরোনাম, ★ডেমরায় শিশুর বস্তাবন্দী লাশ ★গাজীপুরে ২ বছরের শিশুকে ধর্ষন ★ কুমিল্লায় গলা কেটে শিশুকে হত্য,★কাফরুলে নিজ ঘরে শিশুর গলাকাটা লাশ, ★ রামপুরায় ৬বছরের কিশোরী কে ধর্ষনের পর হত্যা, ★ খুলনায় মা ও শিশুকে জবাই, ★ রংপুরে টিচারের লালশার শিকার এক কিশোরী, ★সিলেট মাজারের পাশে শিশুর হাত পা কাটা লাশ উদ্ধার, ★ রাজশাহী তে চাদা না দেওয়ায় নার্সারির ছাএীক শাসরোধ করে হত্যা,★ আজিমপুরে কিডন্যাপ হওয়া শিশুর মরা দেহ পাশের ডোবায়।
এ কোন জগতে বসবাস করি আমরা, আগে পশুর হাত থেকে বাচতে সবাই সমাজ গরেছিল, পশুঘাত থেকে আরালে বসবাস গরেছিল, আর এখন দেখি মানুষ পশু থেকেও খারাপ। এভাবেই কি একটা জাতীকে ভেনিশ হতে হবে! আপনি আজকে ছাএ, একসময় বিয়ে করবেন, বাবা হবেন, হঠাত যদি বাবা ডাক না শুনতে পান তখন কেমন লাগবে আপনার??? ♠
শিশু আগে না ছাএ আগে! ছাএ আগে না টিচার আগে,! টিচার আগে না কলেজ আগে! আগে যারা শিশু ছিল,এখন তারা দুনিয়া চালায়, এখন যারা কিশোর আছে, পরে তারা জগত চালাবে, আগের শিশু আগে যাবে,পরের শিশু তার চেয়ারে বসবে, একেই বলে, আজকের তরুণ আগামী দিনের ভবিষ্যৎ। মা আগে না শিশু আগে,!মুরগী আগে না ডিম আগে! কথা না বাড়িয়ে দেখা উচিত, এখনো মুরগী ডিম পারেকিনা ও মা শিশুকে আদর করেকিনা! ডিম ও আদরই যদি না থাকে তাহলে তর্কই তো বৃথা অযথা। সকল নাম করা লোকেরাই শিশু হয়েই এসেছিল এই জগতে। শিশু হয়ছে আব্রাহাম লিংকন, শিশু হয়েছে শেখ সাহেব, শিশু হয়েছে মার্টিন লুথার কিং, শিশু হয়েছে মাহাত্ম্যা গান্ধী, শিশুতে হয়- - - তিতুমীর, মাদারর তেরেসা, শরীত উল্লাহ, শাহ পরান, শাহ জালাল, ভাসানী, সোহরাওয়ার্দী, শেরে বাংলা, জহির রায়হান, জিয়া, সালমান শাহ, তারকে মাসুদ, রাজা গোপাল, ধর্মপাল, দেবপাল, দালাই লামা, জন লেনন,আজম খান, জন ডেনভার,,নচিকেতা। রাজন,রাকিব,রাহাত, তনু,তকি,রিশা,সাথী। আমি মনে করি, একজন শিশুকে হত্যা করা মানে উপরের মহামানবদের নাম থেকে কাওকে হত্যা বা নির্যাতন করা। """"" শিশু নির্যাতন কে শুধু শিশু নির্যাতন বলোনা, বলো আগামী দিনের মহামানব কে নির্যাতন বা হত্যা করোনা আর আজ থেকে।"""""
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩০
আমি তনুর ভাই বলেছেন: