![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২য় ওয়ার্ল্ড ওয়ারের নিদর্শন এখন জংগলে পাওয়া যায়, একশো বছর পরে হয়তো বর্তমানের বিমানগুলা এমনি হবে। তখন মানুষের পরিবহন হবে আরো অত্যাধুনিক। বিমানের ই যদি এই হাল হয়, তাহলে আমগো রিকশা, অটো,বেবি, টেম্পু কই পাওয়া যাবে শত বছর পরে? আমরাই তো এখন জাদুঘরে গিয়ে শত বছর আগের নাট,বলটু দেখি, আমগো সবকিছুই এমন হবে পরবর্তীদের কাছে। আমার জিনিশ গুলা কোন যাদুঘরে দিয়া যামু ভাবতাছি আমার পুতিগো লিগা।
আমি চাই আমার সবকিছুই জমা রাখবো শতো বছর পরের মানুষদের যন্য,তারা যাতে মেপে দেখতে পারে ২০১৭ তে কতটুকু ডিজিটাল ছিলাম আমরা তাদের তুলনায়।
©somewhere in net ltd.