![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Gross Domestic Products
আমাদের সবার জীবনের সত্য একটা অতীত বলি,
যখন আমরা স্কুলে পরতাম, তখন সবসময় মা- বাবা বলতো, যার রুল নং এক সবসময় তার আশেপাশে বসবি, তাহলে বেশীবেশী শিখতে পারবি,অন্য কারো সাথে মিশবিনা,যাতে না শুনি কখনো, ভালো রে ফলো করবি সবসময় তাহলে নিজে ভালো কিছু করতে পারবি।
এক জরিপে আমরা ২৩৩ টা দেশের মাঝে ১৭৮ নং জিডিপিতে, আরেক জরিপে ১৮৩ টা দেশের মাঝে ১৫৬ নং আমরা। যারা এক,দুই নামবার তাদের তো ৩টা করে কিডনি না, তাদের রক্ত তো নীল না, তারা যেমন মানুষ, আমরা ও তো ঐ একিরকম মানুষ, তারা ও যেমন এই ২হাজার শতকে হারিয়ে যাবে, আমরা ও তো হারিয়ে যাবো এই দুনিয়া থেকে। এখন যেই জামানা, আজকে আমেরিকা তে নতুন কিছু বাহির হলে, আমরা কালকেই তা পেয়ে যাই, তাহলে জিডিপিতে এতো পিছনে নিজেদের দেখতে ভালো লাগেনা। এমন অনেক দেশ আছে, যাগো নাম ও আমরা জানিনা,শুনিনাই,চিনিওনা, তবুও তারা আমগো থেকে অনেক উপরে আছে,ঐসব দেশের নাম শুনলে আমরা হাসাহাসি করি।বারমুডা ৬নং ৮৫.৭০০ ডলার এ। ৪৪নং মালটা ৩৭.৯০০ ডলার।৬০নং গুয়াম ৩০.৫০০ডলার।১২৫নং কসোবো ১০.০০০ ডলার।ভুটান, ফিলিপাইন, বোলিভিয়া, ভিয়েতনাম, বার্মা, নাইজেরিয়া,মলডোভা, পাকিস্তান, ঘানা, এই দেশগুলাও জিডিপিতে আমগো উপরে, ১৭৮/ ১৫৬ নং দেশের মাএ ৩.৯০০ ডলার রে তো ডিজিটাল বলেনা, কিছু খারাপ চরিএের ন্যাশনাল আইডি ধারী লোকের রাজনীতির কারনে আমরা সিরিয়ালে এত পিছনে আছি,, ক্লাস ক্যাপটেইনের মতো যদি জিডিপির ক্যাপটেইনরে ফলো করা হতো, তাহলে আমরা ও ১-১০ এ থাকতাম। কিভাবে খমতা খাটাইয়া সিরিয়াল ভাংতে হয় এটা আমরা খুব ভালো পারি, বাসে পারাপারি করে আগে উঠা,ব্যাংকে লাইন ভেংগে আগে সেবা নেওয়া, কে কার আগে নেতা হবে, কে কার সিনিয়র, কার দল ভারি, হোটেলে ঢুকে জোরে জোরে অর্ডার করা, এগুলা আমরা খুব ভালো পারি। খালি পারিনা জিডিপিতে লাইনের সামনে দাড়াতে, হুমকি, ধামকি, দখল, পোস্টার দিয়ে জিডিপি ১নং হওয়া যায়নারে পাগলা। হুদাই রাজনীতি মারায় সবখানে মুর্খরা।
কথায় বলেনা,ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা যাগাতে হবে।
একটা সত্য বানি, with gun you can kill terrorist, with education you can kill terrorism.
এটা বলার কারন, যারা জিডিপির টপে, তাদের এডুকেশন পলিসি কি, হিউমেন রাইটস পলিসি কি, পলিটিকাল পলিসি কি, ওয়ার্ক পলিসি কি,নাগরিক সেবা কতটুকু, মূল কথা, তাদের কে ফলো করা উচিত আমাদের , তা নাহলে দিনে দিনে নিচে নামতে হবে আমাদের। তাই বলি, দেশ নিয়া মাথা না ঘামাইলে, বিদেশে ভিক্ষুক হইতে হবে আমাদের। পৃথিবীর সব মানুষ সমান এই শতকের হিসাবে।
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩
আমি তনুর ভাই বলেছেন: ইসরায়েলের হলুদ নকশার experiment চলছে দেশে
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৭ ভোর ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদেরকে লেখাপড়া থেকে বন্চিত করে, আফগানদের দলে নিয়ে যাচ্ছে