![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাগর- রুনির কথা হয়তো মনে আছে আমাদের সকলের, শুধু মনে নাই নির্দিষ্ট লোকেদের। সাংবাদিক খুন হলেও যদি বিচার না মিলে, তাহলে আমি আপনি খুন হলে বিচার পাবো কে বলে? মিথ্যা বলা খুব সহজ,আর সত্য নিয়ে টিকে থাকা সবচেয়ে কঠিন। কোন যায়গাতে জংগীদের গোপন বৈঠক চলে ঐটা টের পেয়েযান পাশের বাসার লোকে জানার আগে,আর কোন যায়গাতে আমি খুন হবার পর আমার খুনিরা লুকিয়ে থাকবে ঐটা টের পাবেননা, এইটা কোন ধরনের বিচক্ষণতা আপনাদের আমার বুঝে আসেনা।
সাগর-রুনি কি সরকারী ভ্যাট পরিশোধ করতোনা? করে থাকলে কি তাদের নিরাপত্তা দিবার কথা ছিলোনা সরকারের??
তাদের পরিবারের কাছে কি খমা চাওয়া উচিত ছিলোনা নির্দিষ্ট মন্ত্রণালয়ের?
বলা উচিত ছিলোনা- আমরা তোমার ভ্যাট খাইছি বেশরমের মতো, তারপর ও তোমাদের নিরাপত্তা দিতে পারিনাই, আমাদের কে মাফ করে দাও। পএিকায় দেখি প্রতিদিন ১৫/২০ জনের হত্যার খবর কোন না কোন ভাবে এই দেশে, তাদের আসলে কপাল খারাপ, এই টাইমেই খুন হইতে হইলো তাদের। ৭১ সালে আল্লাহ আমগোরে পাঠইতো, তাইলে পাকিস্তানি গো হাতে মরতে পারতাম, তাইলে দেশে অনেক সুবিধা পাইতো আমার পরিবারের লোকেরা, উপাধী পাইতো, কোটা, ভাতা পাইতো। জাহানারা ইমামের উপর যেই পশু আচর কেটেছিলো ঐ পশুই তো তনুকে আচরে ছিরে ফেলেছে। তনু ধর্ষন হবার পর কি চেতনা কাজ করেনা? খারাপ লোকের হাতে হত্যা হইলে বিচার আছে, আর নিজের লোকে হত্যা করলে বিচার নাই, এর থেকে বেশী কি আর আশা করা যায় আপনাদের থেকে।?
অধীকার হরণ মূল কথা, সেটা যেই করুক না কেন। আমার সোজা কথা, ১৯৭১ সালের সেই টাইমটা আমরা যেই যেই ইশুতে ভয়ে ছিলাম, ঐরকম ভয়ে যাতে না থাকা লাগে ঐটাকে সাধীনতা বলে, সোজা হিসাব :- ২০১৭ তে যাতে জীবনের নিরাপত্তা, অধীকার নিয়া কোন টেনশন না থাকে, এইটাকে বলে সাধীনতা পরবর্তী নাগরিক সেবা।
আর এখন সত্যি বলতে কি, জনগন খুব টেনশনে আছে, নিজের জীবন, সন্তানের জীবন, সামাজিক জীবন সকল বিষয়ে।
দেশের সার্বিক বিষয় দেখেলে বুঝাই যায়, কোন ভরশা নাই,কার কখন কি হয়ে যায়। সাগর- রুনির পরিবারের কাছে ৪৭ ই কি, ৭১ ই কি, আর ১৩ই কি,। তনুর বাপ, মায়ের কাছে সব একি। যার যখন যায়, ঐটাই তার কিয়ামত, ঐটাই ৪৭, ঐটাই ৭১, ঐটাই ১৭। ইতিহাস এই জন্য না যে, ইতিহাস বলে বলে ইতিহাসে হওয়া অপরাধ বর্তমানে চালু রাখা। ইতিহাসে যা হয়েছে ঐটা থেকে শিক্ষা নিয়ে পথ চলাই ইতিহাসের অর্থ।
©somewhere in net ltd.