![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারি লোকের নতুন নতুন ওয়াও ওয়াও জিপ গাড়ি মানেই কি দেশ ডিজিটাল হয়ে গেছে?রিকশা ওয়ালারা কি বিমান চালক হয়েগেছে নাকি ডিজিটালের ছোয়ায়? ♠ জনতার টাকায় গোলামের বাহাদুরি, এই টা নতুন কিছুনা এই ভূমিতে,আয়ুব খান,ভুুট্টু, ইয়াহ ইয়া খান ওতো তাদের নাপাক বাহিনী নিয়ে বাংলার জনতার টাকায় মোজ করেছিলো, গত ১শ বছর ধরেই জনতা দেখতেছে শাসকের রুুুপ বদল, পুরান শোসনই Fear & lovely মাখে খালি,আর মিডিয়া - ঐটাকেই প্রকৃত রুপ বলে হাজির নাজির করায় বিযি।
শৈরাচার যে পুতুল নাচ দেখাবে, এটা কি নুর হোসেন রা জানতোনা??? আজকাল রাস্তাঘাটে জিপ গাড়ির গাধার ডাকে চলা দায় হয়ে গেছে। নাপাক রা ও যা ভোগ করতে পারেনি। গোলাম চলে জীপগাড়ি তে, আর মনিবরা চলে লোকাল বাসের handle ধরে। Salute to u holly democracy.
মূল কথায় আসি:- আমাদের সবার এক ভোট, নেতারা সব ৯/৬ জোট, এটাই বাংলাদেশীদের কাছে মহা সংকট। কাকে ভোট দিমু বুজতে পারতেছিনা। দিমু এক জায়গায় ভোট,খমতা লুটবো ইনুুুর মতো লোক, এইটা কেমনে হয়? আবার জাতীয় ইশুতে ভোট দিতে দিতে আমরা লোকাল(নিজ এলাকা) ইশুর কাছে দায়বদ্ধ হয়ে আছি। আমরা ভোটাররা জাতীয় ইশুর দিকে হা করে তাকাইয়া থাকতে থাকতে তলেতলে অনেক খতি হয়েছে, মাদক ইশু, প্রতিবেসী অচেনা, ঘরের পাশে পতিতালয়, গুুম, কিডন্যাপ, সরকারি বাহিনীর জিম্মি জিম্মি খেল, জ্যাম, ফরমালিন, বাবা মাকে দেখতে হয় মেয়ের ধর্ষন হওয়া লাশ,। লোকাল সমস্যার সমাধান লোকালিই করতে হবে, জাতীয় সমাধান জাতীয় ভাবেই করতে হবে। দুুইটা মিলে ঝগাখিচুরি হয়ে আছে এখন এই দেশে।
মার্কা দেখে ভোট দিয়ে অনেক দেখছি,কারো জীবনের নিরাপত্তা নাই জাহেলাত ও নাপাক যূগের মতো, আর না। যেহেতু বর্তমান যামানায়, জুতা চোর মুসুল্লি সাজে, তাহলে সরকার দলে ও খারাপ আছে গনহারে,যারা সেবকের ভান ধরে থাকে চোরের ন্যায়। জনতার হিসাব হওয়া দরকার একদম সরল সহজ, বর্তমানের কোন কোন বিষয়গুলা আয়ুব খান, ভুট্টু, ইয়াহ ইয়ার বাহিনী ও গো আযম করলে আমরা নাপাক বলতাম, আর এখন ঐগুুলাকে পাক মনে করতেছি কিনা?[বিগ কোয়েশচেন♠] তাদের আমলে সাধারন বাংলাদেশীরা কতটুকু টেনশন নিয়ে ২৪ ঘণ্টা পার করতো? আর এখন, সাধারন বাংলাদেশীরা কতটুকু টেনশন নিয়ে ২৪ ঘণ্টা পার করতেছে? [বিগ কোয়েশচেন♠]।
খোজখবর নিয়ে ভোট দিবো
এবার, যেই দলের ই হোক না কেনো, """"""আমার ভোট আমি দিবো,যাকে খুশি তাকে দিবো,মন না চাইলে ছাদে বসে মার্লবোরো জালাইয়া টাইম পার করবো, মন চাইলে আকাশের দিকে ভোট কার্ড ধরে রাখবো,এটা ভোটারের বিষয়। """"" খোদা হাফেজ।
©somewhere in net ltd.