![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতো ছোট পৃথিবীটা যাদের খমতায় চলে, তাদের কথায় মনোযোগ দিওনা কখনো, ওতো বড় সূর্যটা যার ইশারায় চলছে কোটি বছর ধরে, তার কথা মানো সবাই সর্বদা, যতো ভুলবা' ট্যাক্স বারবে ততো।
শাসকরা হলো মোমবাতির মতো, মোমের ফুটা যতো পরবে গরীবের গায়ে, ততো তারাতারি গলে যাবে।
জনগণ হলো চা পাতার মতো। কতো চা ইতো আমরা খাই - রং চা, দুধ চা, মালাই চা, মালটা চা, মাসালা চা, চায়না চা, দার্জিলিং চা। চা পাতা যদি না থাকতো?♠
তেমনি মানব দেহ দিয়ে কতকিছু বানানো যায়:- সরকারি দল, বিরোধী দল, সেনা, সন্ত্রাসী, মাদক সেবী, রাজাকার, শৈরাচার, নাট্যকার, গীতিকার, সন্দেহ ভাজন, ব্লগার, আস্তিক, নাস্তিক, ভিক্ষুক, চাকরিজীবী, প্রতিবাদ কারী, সরকার বিরোধী। আরো কতোকিছু যে বানানো যায়, এটা কেবল পলটিবাজরাই ভালো জানে তারার নিজ প্রয়োজনে।
কখনো বলে ১৭কোটি, কখনো বলে ভোটার, কখনো বলে জনগণ, আবার বলে জনতা, আবার বলে বিদ্রোহী, কখনো বলে বাংলার মানুষ, কখনো বলে সাম্প্রদায়িক, কখনো বলে উসকানি দাতারা। আজব এক দুনিয়া। চা পাতার মতো যদি মানব দেহ না থাকতো, তবে কে কি বানাতে পারতো শুনি?♠
কেনো মানুষ ভুলে যায়, তোমার দেহ ও শেখ মুজিবের দেহ একি। কেন বুঝেনা মানুষ;- চেহারার মিল থাকলেই কেবল আইয়ুব খান হয়না, কর্মের মিল থাকলেই তাকে আইয়ুব খান বলতে হয়, বীরাঙ্গনা হওয়ার শাসনামলের সাথে শাসনামল ((যেই নির্যাতন হবার ফলে তাদের বীরাঙ্গনা উপাধী দেয়া হলো,ঐরকম নির্যাতন যদি এখনো কোন বাংলাদেশী নারী হজম করে)) মিল থাকলেই তাকে আইয়ুব আমল বলা যায়। নিজেকে চিনতে শিখো বারংবার, জানো নিজের অধীকার। ""তুমি তিতুমীরের যায়গায় থাকলে, তোমাকেও হত্যা হতে হতো, তোমার যায়গায় তিতুমীর থাকলে, সে কি করতো???♠ তুুুমি জনগন, তুমি পক্ষেও যেতে পারো, বি পক্ষেও যেতে পারো এটা তোমার বিষয়, এতে কেও নাক গলাতে এলে নাক ভেঙে চিকিৎসা করিয়ে দিবো বলে দিচ্ছি আমি। এই দেশে ৪৯দল মিলিয়ে রাজনীতি করে কেবল মাএ ২কোটি ১০ লাখ, তবুও দেখলাম না কোন দল একসাথে ১৫ লাখ হাজির করতে পারছে কোনকালে, ২ কোটি হিসাব ও মনে হয় গলদ, ভয় পাও কেনো, তোমরা জনগনরাতো ১৪ কোটি ৯০ লাখ,কি লাগে আর অপরাধের বিষদাত ভাংতে♥?
ভুলে যাও কেনো বারবার, কাজী নজরুল ইসলাম ও ঐ টাইমের সরকার বিরোধী ছিলো, শেখ সাহেব ও ঐ সরকারের বিরোধী ছিলো, ভাষানী ও তার আমলের সরকার বিরোধী ছিলো,তারা কি চাইলে পারতোনা, খমতার সাথে আতাত করে চলতে তোমার মতো, তনু কে দেখে ও না দেখে তুুুুমি আতাত করছো, শৈরাচারের হাতে খুন হইছে, কয়জনের নাম জানো তুমি, জানি তো নুর হোসেন ছারা খুজে পাবানা, আর এই এক নাম নিয়েই গলা ফাটিয়ে চলো, তাহলে :- আমার বোন তনু, তোমার ভাই তকি, তোমাদের বোন রিশা, আপনাদের ছেলে রাজন, কত নাম শুুুনতে চাও? ততোই নাম বলতে পারবো আমি। তুমি কাপুরুষ, তাই তুমি ৭ নাম বাদ দিয়ে ১ নাম নিয়া লাফাও, নাচো, গান গাও, সুনাম গাও, পোস্টার লাগাও, ভেটকি মারো আগেকার রাজার উজির,নাজির ও বেকুব খানের গো আযমের মতো।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৬
আমি তনুর ভাই বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন ।