নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'m very simple Bangladeshi Citizen. Making the world a better place Taking action, getting Results with resolve You want great results, wants great resolve You will find more change with for (Office) than in your pocket

আমি তনুর ভাই

Bangladeshi Citizen

আমি তনুর ভাই › বিস্তারিত পোস্টঃ

ব্লগার হতে পারে দেশের সবচেয়ে বড় প্লাটফর্ম, লাগবে কেবল ব্লগার প্রীতি দলীয় প্রীতির ন্যায়♥

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩০


যারা পএিকায় লেখালেখি করে, টিভি নিউজ পাঠ করে সবাই তাদের কে সাংবাদিক বলে, আর যারা ব্লগে লেখালেখি করে, সবাই তাদের কে ব্লগার বলে। আমার কাছে সকল মানুষরাই এক জাতের ফল' কে বড় কে ছোট, কে ফুলিশ কে পুলিশ,কে হাজী কে আইজি এতোকিছু আমি মানিনা, আমি মানি কেবল,বুঝি কেবল -মানুষ ২ কিছিমের, ভালো ও মন্দ। এই দুই ই সকল শ্রেণী পেশায় বিদ্যমান। এছারা যতো উপাধী আছে- সকল উপাধী হইতেছে এক্সট্রা পোশাকের মতো।

এবার আসি ব্লগের ভবিষ্যৎ ও ব্লগ মালিকের দায়বদ্ধতা ও নতুন আইডিয়ার প্রতিফলনে উপায় বাহির করা সকলের সাথে মিলে।

১০জন মানুষের ১০ জন ই যাতে মত দিতে পারে সকলের সহযোগীতায়। দেখতে একি রকম হলেও সবাই তো এক লেভেলের না,এক প্রফেশনের না, এক ইনকামের না, বসবাসের পরিবেশ এক না, ভিন্নমত থাকবেই, ভিন্নমত কে ওয়েলকাম জানিয়ে পরামর্শ দেওয়া মানেই ভিন্নমত কে সম্মান জানানো। জোর করে একমতের করা যায় না। এক পাখি যদি মোটা শুরে ডাকলে ৯ পাখি যদি তাকে পাকরাও করে, তবে ১ পাখি তো আরো নেগেটিভ হয়ে যায় ৯ পাখির বিবেক হীনতার কারনে। সকল কে সাহস দিতে হবে জোরে কথা বলার। পৃথিবী কে বদলানো যতো মানুষের নাম জানি, তারা সবাই ভিন্নমত ছিলো যে যার যূগে। রাজনীতিক দলের মতো ৯/৬ নিয়ে ঝগরা করা বিবেকবান মানুষের কাজ না, ব্লগার রা যদি ঝগরা করে তবে পাঠকরা হারিয়ে যায়।

যেই যেই পদক্ষেপ অবলম্বন করলে আমার মতে ব্লগ কে সবার কাছে সঠিক ভাবে পৌছানো যাবে সহজে।
★সাপ্তাহিক এডমিন ও ব্লগারের বার্তা আদান প্রদান করা।
★ডেইলি শেরা লেখার পুরস্কার
★সাপ্তাহিক শেরা লেখার পুরস্কার
★মাসিক শেরা লেখার পুরস্কার
★শেরা লেখা দিয়ে একুশে বই মেলায় বই মুদ্রণ করা
★লেখকদের সাথে এক পয়শা হলে ভাগাভাগি করা,
( টাকা কারো কাছেই তিতা লাগেনা)
★ব্লগার কমিটি করা (এর ফলে নিজেদের কে দায়িত্ববান মনে হবে)
★পএিকার মতো আলাদা আলাদা বিষয়ের ব্লগার তৈরী করা( এর ফলে আলাদ আলাদ পেইজে sponsorship চাহিদা বারবে)
★ছবি যখন কথা বলে, এমন ছবি আপলোড করার প্রতিযোগীতা করা।
★অন্যের লেখা পরার points রাখা, মাস শেষে points অনুযায়ী পুরস্কার রাখা।
★শেরা মন্তব্য ডেইলি বাছাই করা।
★শেরা পাঠক বাছাই করা।

যদি সবাই জানতে পারে সামুতে লেখে, পাঠ করে এতো সুবিধা। তাহলে সবাই হুমরি খাবে সামু তে। ফিরে আসবে ব্লগের সুদিন পজিটিভ ধারনা নিয়ে এই আশায় বিদায়। সুদিনের আশায় আমি একজন সকলের অপেক্ষায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.