নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'m very simple Bangladeshi Citizen. Making the world a better place Taking action, getting Results with resolve You want great results, wants great resolve You will find more change with for (Office) than in your pocket

আমি তনুর ভাই

Bangladeshi Citizen

আমি তনুর ভাই › বিস্তারিত পোস্টঃ

যারা এখনো সাধীনতা পায়নি বাংলাদেশে, তবুও নাকি সবাই সাধীন, হা হা হা

০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০২


আমি খুব সহজ সরল হিসাব করতে ভালোবাসি সব সময়, পৃথিবীর শুরু থেকে কোটি কোটি বছর একটা সূর্যই আলো দিয়ে আসছে, সূর্যের আলো পাওয়া অনেক মানুষ, জাতী হারিয়ে গেছে নাম করা মানুষের ভীরে, আমরা ও হারিয়ে যাবো ইতিহাসের অতল গহবরে, তারপর ও এই সূর্যটাই আলো দিবে নতুন নতুন জেনারেশন কে। কি হয়েছে, কি অহচ্চে- এটা কেবল সূর্যই ভালো জানে, কারন -সূর্য তখনো দেখেছিলো হেন করেংগা,তেন করেংগা মার্কা পশুর বাহাদুরি, এখনো দেখছে হেন করেংগা,তেন করেংগা মার্কা পশুদের বাহাদুরি,। সূর্যের দেখায় উভয় আমলের পশু ও ভেরা একি, শুধু নাম আলাদা আলাদা যাতে পশুকে দেখে ভেরারা না চিনতে পারে, কিন্তু সূর্যের চোখ উভয় আমলেই খোলা।
বর্তমানে যদি আগের আমলের অপরাধীরা(নাপাক) থাকতো, তাহলে তারা বর্তমানের কোন কোন কার্যকালাপের সাথে যুক্ত থাকতো বলে আপনি মনে করেন!!! যেহেতু তারা নাই সেহেতু আপনার মনে করা কার্যকালাপের সাথে যারা জরীত দারা ভুক্তভোগী তারাই বর্তমানে সাধীনতা পায়নি এখনো,এবং এদের সংখা ৮ কোটির অনেক বেশী জরীপে।

একটা ছোট উদাহরন :- মনে করি, ABCD বসবাস করতো ৬০ দশকে, A ছিলো গভর্নমেন্ট, B ছিলো তাদের বিরোধী, এবং CD ছিলো জনগন। A সব সময় BCD কে নির্যাতন করে টিকে থাকতো,কখনো তাদের কথা শুনতোনা। ,সবসময় A তার পু বাহিনী কে হাতিয়ার হিসেবে ব্যাবহার করে BCD কে ভোগ করতো। এখন তো ABCD কেও নাই, এখন আছে EFGH,
মিলিয়ে দেখতে হবে আগের ন্যায় E দারা কি FGH ভুক্তভোগী কিনা!!! ABCD ও EFGH একি। A এর মতো যদি E ও আচরণ করে যেকোন কৌশলে,মডার্ন রুপে, খাজনা,বাহিনী দিয়ে তাহলে FGH কই যাবে।????♠

♦ পাকিস্তানি নাপাক আমলে যদি বর্তমানের পারিপার্শ্বিক বিষয়গুলা থাকতো তবে নাপাকিদের দারা আমরা কোন কোন বিষয়ে বিপদআপদে পরতাম ও মুক্তি চাইতাম? ♦

♠[ ঘূষ প্রথা ] নাপাক আমল কম বছর ছিলোনা,২৪ বছর। ঐ টাইমে যদি বাংলাদেশীদের ঘূষ দিতে হইতো নাপাকদের, তবে আমরা কি করতাম আর এখন ঘূষ দিয়েও অবুজ সেজে আছি? যাদের এই ২০১৭ তেও ঘূষ দিতে হয়, এরা কেও ই সাধীন না,যে ঘূষ নাপাকরা নিলে আমরা রাগ করতাম,এখন কাকে দিয়ে সুখে থাকার ভান করতেছি???
♠১৯৬০ থেকে যদি ১৯৭০ এ এখনকার মতো মাদক থাকতো, তবে আমরা কাকে দোশ দিতাম? দেশে এখন কমবেশি ৪ কোটি মানুষ ছোট বড় মাদকের সাথে জরীত। ৪ কোটি ১৫ বছর আগে ছিলোনা, এদের কে কারা নেশা করা শিখালো? মাদক ব্যাবসা যদি কোন পাকিস্তানি লোক করতো তবে সরকারের কি ভূমিকা হতো?
★মিথ্যা মামলা আছে কম বেশী ৩০লাখ লোকের নামে, এর কেও ই সাধীন না, পাকিস্তান আমলে এমন মামলা হলে কি করনীয় হতো সবার শুনি? আর এখন মনে করতেছি, কিছুই করার নাই আর।
♠শেয়ার লুট এ ১কোটি বাংলাদেশীর খতি হয়েছে, এরা ও সাধীন হয়নি, এই লুট টা যদি গো আযম করতো, তবেও কি আমরা হা করে থাকতাম?
♠পকেটে মাদক ঢুকিয়ে দিয়ে জিম্মি জিম্মি খেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় কারা? এইগুলা যদি পাক বাহিনীর লোকেরা করতো, তখন কি করতো বাংলাদেশীরা?

♠বাংলাদেশ ব্যাংকের ১শ কোটি ডলার যদি সাকা নিতো, তবে আমাদের কর্মসূচি কি হতো?

♠ডেইলি পএিকায় দেখি ৪/৫টা ধর্ষন, ৬/৭ টা খুন। এগুলা যদি এখন কোন পাক বাহিনীর লোকেরা করতো, তবে কি বুজতাম আমরা।

♠ পাক আমলে যদি হকাররা রোডে ব্যাবসা করতো, তাদের থেকে কি পাক বাহিনীরা টাকা খাইতো?

♠ ৭২ থেকে এখনো যাদের লোক মরছে, খুন হচ্চে, ধর্ষন হচ্চে,লুট,গুম, ডাকাতি হচ্চে এদের সংখা কতো হবে, এরা ও এদের আত্তীয়সজরা কেওই সাধীন না, এরা পেয়ছে শুধু সাধীনতার কুফল, সুফলের বদলে।
আমরা হলাম মুর্খের জাত, বই পড়ি, সার্টিফিকেট পাই তবুও আকাশ চিনিনা। আমরা সাফাই দেই, পাকরা হো*া মারলে সর্বনাশ, আর ঘরের লোকে মারলে বিচ্ছিন্ন ঘঠনা, এই হলো আমাদের বিবেচনা।

একটা কথা বলে যাই, ঘড়ের শত্রুই বড় শত্রু। পাকিস্তান আমল ই কি আর আওয়ামীলীগ আমল ই কি ও ব্রিটিশ আমল ই কি যদি তনুরা পশুর আঘাতে খুন হয়। আরো হবে খুন তোমারা আমার বোন, কিছুই করতে পারবোনা আমরা যদি এক না থাকি। [ তোমার দাদা, তোমার বাবাকে মারতো, তাই তোমার বাবা রাগ করে দাদা রে বাড়ি থেকে বাহির করে দিছে। ২০১৭ তে এসে তোমার বাবা তোমাকে আরো বেশী মারে,তবুও তুমি চুপ,দেখি কয়দিন চুপ থাকতে পারো?]
তাই আজ থেকে বলবো:- যাদের খতি হয়েছে জান মালের, তারা বাদে গুটিকয়েক সাধীন, মিথ্যা বলতে পারবোনা, কারো পা চাটা গোলাম না আমরা ভোটারা। কথাটা মনে থাকে যাতে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.