![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[১নং] বাজার থেকে সবচেয়ে দামী খাবার তৈল কিনে আনলাম, ফ্রাইপেনে গরম করে মাছ দিতেই তেল উধাও হয়ে যায়,বারবার একরকম হয়,কি জালা। আরো দামি তেল কিনে আনলাম নগত পয়সা দিয়া, ডিম দিতেই তেল নাই হয়ে যায়, আমার তেলের টাকাটাই বৃথা গেলো জলে। যার উদাহরণ>
তৈল = নিরাপত্তায় নিয়োজিত সকল পোশাকের বাহিনীরা, মাছ= হাজার হাজার সাগর রুনি,তনুরা, ডিম=নাগরিক অধীকার, দামী=জনগণের ট্যাক্সের টাকা, বারবার= এই যূগ ঐ যূগ। একটা উদাহরণ সবার জানা> এক বালতি দূধে একফুুুটা চুুনা পরলে জানি কি হয়!
[২নং] একজন মানুষ যদি যাএী আনা নেওয়ায় বাস,ট্রাক, পিকআপ,লেগুনা, সিএনজি, বেবী, টেম্পু, রিকশা, বাইক, সাইকেল,ইজি বাইক চালাতে পারে 'তাহলে একজন মন্ত্রী মাএ ১টা মন্ত্রণালয় চালাতে পারেনা কেন গুনাহ ছারা? ১৭বছর আগে মোবাইলে খালি মিসড কল,ডায়ালড কল, রিসিভ কল, ও মেসেজ ছারা কিছুই করা যাইতোনা, ঐ টাইমের জন্য আলাদা আলাদা মন্ত্রণালয়ই যথাযথ ছিলো, আর, এখন এক মোবাইলে কতকিছু করা যায় হিসাব নাই, এক মন্ত্রনালয় দিয়েই সকল জনসেবা দেওয়া যায় যদি ইচ্ছা থাকে, ইচ্চ্ছা না থাকলে ৯৯৯ টা মন্ত্রণালয় দিয়েও লাভ নাই বীল খাওয়া ছারা। না পারলে বলেন, শরমের কিছু নাই, আমি কইরা দেখাইয়া দেই। আপনারা আগের রাজাদের পরিচালনা সিস্টেমস বদলাইছেন কেন! আমি এই একি কারনে এই সিস্টেমস বদলাইতে চাই। নাকি সব দেশে এমন ভাবে চলে বলেই তাদের নকল করছেন, সিনেমা, গান নকল করার মতো,!নিজেদের মাথায় কিছু নাই তাইতো। (সকল মুুুুরুব্বিয়ানরা একটা কথা কয়> হেয় গু খাইলে, তুই গু খাবি!)।
©somewhere in net ltd.