![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বান্দর চলে ডালে ডালে
ভোটার চরে লোকাল বাসে, হেনডেল ধরে ঝুুুলে ঝুলে,
সেবকরা চলে প্রোটোকলে
কালো গ্লাস দিয়ে তুলে,
অফিস করে খেলে ধুলে
বাড়ি ফিরে ঘুমে ঘুমে,,,,,,
ও জনতা কেমন লাগে! আমার দিলে চোট লাগে।
মন্ত্রীর বাড়ি বিলাশবহুল
পাশেই থাকে সুইমিংপুল,
জনতার বাড়ির পাশেই ডোবা
মশার কামুরে জনতা রক্তজবা, জনতা হলো পুরাই হাবা। ও জনতা রাগ লাগে! করবা কি! ভাবো আগে।
সরকারি লোকের খরচ নাই
তবুও বলে "আরো চাই,ঘূশ খাই
যতো পাই ততো খাই
মাগনা পাইলে টেনশন নাই।
ভোটার বলে - " দিনে রাতে রিকশা চালাই
দিন এনে দিন খাই
পেটের দায়ে রোডে যাই
পু পুলিশের মাইর খাই
রিকশা রেখেই দৌরে পালাই "।
ও জনতা কেমন লাগে?
খমতা কি আজীবন
ডেইলি হয় কতো মরণ
খমতা তখন কই থাকে
শয়তানের কাধে ভর করে
পুনরায় আবার বাচে
মরন ও থাকে তার সাথে সাথে।
ভোটের দিন মায়া লাগে
পরের দিন আফসোস লাগে
পরের দিন রাগ লাগে
তার পরেতে নিরুপায় লাগে
কখন জানি নেতা ভাগে।
ও জনতা কেমন লাগে ।
খারাপ হলে খমা চাই।
©somewhere in net ltd.