![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রজার দেশে তোমরা কারা
নাকি সব সর্বহারা!
প্রজা যখন এক হবে
বলবে তোদের একটু দারা
তখন তোমরা দেশ ছারা।
প্রজার দেশে তোমরা কারা
সেবক নামের রাজারা
ভোটার দেয় তোমগো ভারা
তোমরা ভাবো- ভোটার কেবল
পালের ভেরা।
৯০ এর শৈরাচার
বর্তমানের হাতিয়ার
জনগণ বলো আমরা কার
পতন হয়নি শৈরাচার।
নুর হোসেন লাথি মার
শৈরাচার তুই গদি ছার।
৯০ এর শৈরাচার
তার হাতেই দেশের ভার
ভোটার বলো মুক্তি চাই
নূর হোসেন হত্যার বিচার চাই।
শৈরাচারের পতন হলো
দেশের মানুষ মুক্তি পেলো,
ও জনতা আবার বলো
শৈরাচার কেমনে খমতা পেলো!
নূর হোসেনের রক্ত বৃথা গেলো!
হায় জনতা হায় জনতা
শৈরাচার দেখি এখন অভিনেতা।
আছে কি কারো মাথা ব্যাথা!
নূর হোসেন কৈ গেলো
এসে একটু দেখে যাও
তোমার গলায় পারা দিয়েও
শৈরাচার কেমনে খমতা পেলো।
হায় জনতা হায় জনতা
শৈরাচারের মূখে মানবতা
৯০ এর রক্ত গেলো বৃথা।
তনুরা তার নতুন প্রথা।
৯০ এ জনতা চালাক ছিলো
এখন জনতা বিবেক হারালো,
না হারালে কে গেলো কে এলো
শৈরাচার কেমনে সংসদে এলো।
৯০ এর আন্দোলন
ঐ টা কি ছিলো বিনোদন
তাইলে এরশাদ করে কেমনে ঢং
বর্তমান সরকার শৈরাচার গং।
জনগনরে ভুতে ধরেছে
জনতার ভাগ্যে শৈরাচারই জুটেছে
কিছু লোকের সখ মিটেছে
জনতার বিবেক কি একেবারেই গেছে।
ও রাজাকার ও রাজাকার
এখনো আছে ঐ শৈরাচার
তার কাধেই নাকি জনতার ভার
তা না হলে জনতার রক্তে সাঁতার কাটে
কেমনে ৯০ এর শৈরাচার?
হায় জনতা হায় জনতা
কৈ গেলো আমগো সাধীনতা
শৈরাচার ফিরে পেলো
চিরচেনা তার হরিন খমতা।
আছে কি কারো মাথা ব্যাথা
©somewhere in net ltd.