![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাক বাহিনী পুলিশ বাহিনী
২টাই হলো এক কাহিনী
বাংলাদেশীদের কেও ছারেনি
করে শুধু মান হানি,
আগে মারতো একে বারে
এখন মারে বারে বারে
উহ করলে আসে তেরে
লাঠি দিয়ে মারে জোরে
পকেটে দেয় ইয়াবা ভরে
জনগন দেখে হা করে
পুলিশ কি তামশা করে
জনগন যখন লরে চরে
-পুলিশ যায় ফাপরে পরে
বন্দুক হাতে লারে চারে
ওয়াকি টকি মুখে ধরে
আবোল তাবোল স্যার কে বলে
জনতা ভয় পাবে বলে,
জনতা তখন একটু ভয়ে
শত জনতা আসে সিংহ হয়ে
কথা বলে বাঘ হয়ে
"কিশের পুলিশ কিশের নালিশ
খামাখা কেনো হয়রানি করিশ
তুই কি বেটা পাকি পুলিশ
আইয়ুব খানরে দিবি নালিশ!
প্রজাতন্ত্রের বাংলাদেশ
- জনতার সাথে বেয়াদবি
পুটকিতে লাথি খাবি
জনতার কেনা পোশাক হারাবি
আইয়ুব খানের মতো তুই ও পালাবি
এখনি হ সাবধান,
এই বাংলায় সবাই সমান
আর যাতে না শুনি জনগনরে অপমান।
ও জনতা কেমন লাগে!
জনগন একসাথে হলেই ভাললাগে,
ব্যাপার টা আমগো মনের মিল,
হইতে লাগেনা সরকারি বিল
০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪
আমি তনুর ভাই বলেছেন: ধন্যবাদ, ২সপ্তাহ ৬ দিন, এভারেজ ১টা করে প্রায়।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৬
টেকনাফ টু তেতুলিয়া বলেছেন: এমন কবিতা দরকার বর্তমান প্রেক্ষাপটে, ভালোই মিলিয়েছেন।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
আমি তনুর ভাই বলেছেন: অনেক ধন্যবাদ টেকনাফ টু তেতুলিয়া
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছড়া মোটামূটি ভাল।
২ সপ্তাহে ২২ টি পোস্ট অনেক বেশি হয়ে যায় না !