![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিরা যায়নি এখনো, আরো পেশীবাহু বেরেছে তাদের। পাকিস্তানীরা বেচে আছে অনেকের ভীতরে শয়তান হয়ে।
তারা ভেরার পালের মাঝে হায়না হয়েও ভেরার চামরা পরে ঘূরে বেড়ায় বলে আমরা তাগোরে চিনতে দেরী করছি কেবল, মার্ক করে ফেলুন এইগুলারে। ১৯৭১ সালে যেই মানুষগুলা আমাদের খতি করেছিলো তারাও তো আমাদের আশেপাশের চিরচেনা মূখ ছিলো, কেও ছিলো এই দেশের কেও ছিলো নাপাকী,দুই এ মিলে নিরীহ মানুষের উপর ঝাপিয়ে পরেছিলো। আপনার বাপ চাচারা তখন আপনার মা-চাচী, ভাইবোনদের নিয়ে যাদের কারনে নির্ঘুম রাত কাটাইতো, ঐ তারাই হলো তখনকার রাজাকার ও নাপাক বাহিনী। আর আপনি এখন যাদের কারনে নিজের বৌ, ছেলে-মেয়ে নিয়ে ঠেকায় পরে সমাজে নিরাপওাহীনতায় বসবাস করছেন, এরাই হলো এ কালের রাজাকার ও নাপাক বাহিনী। তখন আমরা রাজাকার গো চিনতাম একি এলাকার বলে, যারা পাকিদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশীদের খুন করতো, পাক বাহিনীরা অপরিচিতি ছিলো তাদের পোশাক ছাড়া আমগো আমগো কাছে।
এখনো আমরা ঐ রাজাকারদের ভক্তদের চিনি, যারা পোশাক বাহিনীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশীদের ফিটিং দিয়ে চলে। এই বাহিনীর কাওরেই আমরা চিনিনা অতীতের ন্যায় তাদের পোশাক ছাড়া। ১৯৭০ সালে আপনার দাদার আমলে যখন পাক বাহিনীর গাড়ি আসতো এলাকায়,তখন আপনার দাদা সহ তখনকার সবাই আতংকে থাকতো,আর রাজাকাররা ফারসি ভাষায় আতলামি করে হেগো চা খিলাইতো। আর এখন আপনার রোডে বাহিনীর গাড়ি ঢুকলে আতংকে থাকেন এই ২০১৮ তে, আর রাজাকার রা দেহাইয়া দেয় সহজ সরল আপনার প্রতিবেসী বাংলাদেশী কে, ( মনে মনে বলে মনে হয় " স্যার ৭০ সালের স্যারের মতো ভুল কইরেননা,একবারে মাইরেননা, তাইলে সবসময় blackmail কইরা পয়শা খাইতে পারবেন)।সাচ কাহা হে।
আমি ৭০ এর শাসক ফিল করি এবং বর্তমানের শাসক ও ফিল করি, তাই বলি " পাক বাহিনী এই বাহিনী - সবগুলা এক কাহিনী- বাংলাদেশীদের কেও ছারেনি, পাকরা মারতো একে বারে- এই বাহিনী মারে বারেবারে। ১৯৭০ সালে আপনার বাপ দাদার আতংক কি ছিলো! কখন জানি পরিবারের কারো উপর শকুনের নজর পরে,। আর ২০১৮ তে আপনার আতংক কি! একিরকম আতংক। ডেইলি কারো বোনকে ধর্ষন করার খবর পান পএিকায়, আপনার বোনের খবর ও আসবেনা কে বললো! আগে থেকে জানলে তো তনু বিদেশে চলে যেতে পারতো। এখন আর ঐ পাক ও রাজাকারের আচরন আগের মতো নাই, তারা মডার্ন হয়েছে, এখন হলো - মাদকের আচর। খুনের আচর। মিথ্যা মামলার আচর, গুমের আচর, কিডন্যাপ হওয়ার আচর, ধর্ষন হওয়ার আচর, ডাকাতির আচর। ফরমালিনের আচর,আরো কতো কি! আমার কথায় যদি ভূল ধরতে চান, তাহলে দয়া করে বলেন, ৭০ সালের তাকিমাছ ও ২০১৮ সালের তাকিমাছের পার্থক্য কি? শেখ মুজিবের কাছে ও ১৯৬৬ সাল বর্তমান ছিলো। ভাষানীর কাছেও ঐ আমল বর্তমান ছিলো। নজরুলের কাছে ও ঐ আমল বর্তমান ছিলো, আর আমরা তাদের কে পেয়ে ও বর্তমান বুজতে চাইনা। এমন দেশটা বাংলাদেশীরা কি কখনোই পাবেনা!!! যেখানে আগামী ৫০ বছর কোন বাংলাদেশী খুন হবেনা। কোন মা' তার মেয়েকে কাদতে দেখবে না। কোন বোন' তার ভাইয়ের খুনের পাবেনা। কোন বাবা' তার সন্তানের মাদক সেবনের খবর পাবেনা। কোন বাংলাদেশী কোন বাংলাদেশীর নামে মিথ্যা মামলার খবর পাবেনা, দেশের এক টাকাও লুট হবেনা আর যেই দেশে, ঐরক দেশের নাগরিক হতে চাই আমি ১৭কোটি কে নিয়ে। বিদায়,,,,,,,,,,,,,,,
১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০
আমি তনুর ভাই বলেছেন: ঠিক বলেছেন ভাই একদম।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
শামচুল হক বলেছেন: চাঁদগাজী ঠিক কথাই বলেছে
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ ও বিএনপি দেশ চালনাটা শিখেছে পাকিস্তান থেকে