নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I\'m very simple Bangladeshi Citizen. Making the world a better place Taking action, getting Results with resolve You want great results, wants great resolve You will find more change with for (Office) than in your pocket

আমি তনুর ভাই

Bangladeshi Citizen

আমি তনুর ভাই › বিস্তারিত পোস্টঃ

বাবা হয়েছি,তবুও সঠিক একজন বাবা হতে চাই নিজ সন্তানের কাছে

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৭

৯ দিন আগে ০৮/১২/২০১৭ইং তারিখে আমি একদম নতুন বাবা হয়েছি। আমি চাই আমার সন্তানের কাছে একজন সঠিক বাবা হতে। আমি চাই, আমার সন্তান যেন দুনিয়াময় mind control দারা নিয়ন্ত্রিত হয়ে না যায়। আমি চাই - আমার সন্তান যেন বেতনের বিনিময়ে কোন কম্পানির চাকর না হয়,সে যাতে কোটি লোকের একদম নতুন জব create করতে পারে।সে যাতে কোটি মানুষ কে বুজাতে পারে মানব কাহিনী।  সে যাতে জাতীর উদ্ধারকর্তা হতে পারে।সে জাতে জীবনে এক প্রফেশনে আটকে না যায়- সকল বিষয়ে যাতে কমবেসি নলেজ রাখে। বাবা হিসেবে আমি চাই, আমার সন্তান যাতে তার অধীকার বিষয়ে সব জানে,এবং সকল কে যাতে জানাতে পারে। বাবা হিসেবে আমি চাই,  সে যাতে - সঠিক মানুষ হয়,সে যাতে তার মাথা খাটিয়ে দিন যাপন করে।
  বাস চালক ও চিকিৎসক এর বেতন যদি সমান হতো তাহলে আমাদের দেশী কমিউনিটি সন্তান কে চিকিৎসক বানানোর জন্য এতো লাফালাফি করতোনা কখনোই। একটা বাচ্চা যখন জন্ম হয়, তখন সে কিছুই বুঝেনা,ধীরে ধীরে বুজতে শিখে সে।  বর্তমানের বাবা মা তার সন্তান কে যেভাবে পরিচালনা করেন, ইতিহাসের কোথাও কোন বাবা মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে এতো হতাশায় ছিলোনা। আমাদের দেশের বাবা মা সবসময় চায় তার সন্তান doctor engineers, pilot হোক, এটা চাওয়ার কারন হলো- এই প্রফেশনে টাকা কামানো যায় বেশী। কারো  সন্তান তো টাকা উতপাদনের মেশিন হবার জন্য দুনিয়াতে আসেনি, তারপর ও বাবা মা তার পারিপার্শ্বিক কারনে সন্তান কে এমনি বানাতে চায়,আর এই নিয়ম টা একদম গোড়া থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। মানুষের সমস্যার উদ্ধারকর্তা হিসেবে নিজ সন্তান কে দেখতে চায়না বর্তমান সময়ের মা বাবা,তারা চায় কেবল তাদের সন্তান টাকা ইনকাম আছে বেশী যেখানে, সেটাই করুক এটা চায়। 
সবাই যদি doctor, engineer হয়, তাহলে সমাজ সেবক হবে কারা।
আগের মানুষরাই অনেক ভালো ছিলো, তারা সকল বিষয়েই কমবেশি জানতো। জানতো 'এটা হলে কি হয়, ওটা হলে কি হয়, এইা টা হলে কি করতে হয়, ঐটা হলে কি করনীয়।  আর বর্তমানের সময় খুব শে োচনীয় আমাদের,   একজন pilot জানে কেবল বিমান, অন্য সবছুই যেন তার কাছে গুরুত্বহীন। দুনিয়াতে সবচেয়ে সফল কমিউনিটি হলো Texas এর শিশুরা, সেখানকার বাবা মা কখনো তার সন্তান কে একট বিষয়ে আটকে দেননা, তারা যাতে সকল বিষয়ে কমবেসি জানতে পারে সেটার দিকে খেয়াল রাখেন।  একটা বিষয় আমাকে খুব ভাবায়,  প্রফেশন,উপাধী যাই থাকুক না কেন যেতে হবে এক মাটির নিচেই,পচতে হবে একি নিয়মে, কি লাভ মরিচিকাময় জীবনের পিছনে ছুটে।  সব বিষয়েই নলেজ দিতে হবে সন্তান কে,যাতে কোথাও গিয়ে যাতে ঘাবরে না যায় নতুন কিছু দেখে। এই সন্তানরাই একদিন দেশটাকে বদলে দিবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.