![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের শত্রু সবসময় নতুন শত্রুদের পিছনে কাজ করে। সবাই নতুন শত্রুকেই বড় ভাবে, আসলে পিছনের শত্রুই বড়,হাইলাইট না হলেও।
মনে করেন, আপনার ফ্লাট আপনার চাচাতো ভাই দখল করে বসবাস করছে থানা পুলিশ মেনেজ করে, আপনি কি ফিরে পাওয়ার আশা ছেরে দিবেন চিরতরে! নাকি চেষ্টা চালাবেন ফিরে পাবার যে কোন উপায়ে? এমতাবস্থায় - নতুন করে আপনার সাথে কারো ঝগরা হলে আপনার চাচতো ভাই খুশি হবে, তার বেলায় হলে আপনি খুশি হবেন। ঠিক যেভাবে হচ্চে - কাশ্মীর ইশুতে, ভারত,আমেরিকা, ইসরাইল, মায়ানমার, ফ্রান্স, অপরদিকে - পাকিস্তান,বৃৃৃিটেন, রাশিয়া, চীন, তুরস্ক,। এই ভুমিটা আগে যাদের শাসনে ছিলো, তারাই হয়তো দূর থেকে আমাদের দেশের অশান্তির কলকব্জা নারছে, তাইতো সসবাই মিলে সূখে থাকতে পারিনা,কেও কেও না কেও কষ্টে থাকেই। ঠিক তেমনি -
৪৩ এর পিছনে এমেরিকান দের হাত আছে, ৪৭ এর
পিছনে ভারতের হাত ছিলো, তবুও পেয়ে যায় পাকিস্তান। তাই, ৭১ এর পিছনে কাজ করেছে ভারত, ৭৫ এর পিছনে কাজ করেছে ব্রিটিশ ও পাকিস্তান। এর ফলে ৭৭ পিছনে কাজ করেছে পুনরায় ভারত। পুনরায় ব্রিটিশ ও পাকিস্তান ৮১ পিছনে কাজ করেছে। এরশাদ এর পিছনে কাজ করেছে ভারত ও আমেরিকা। ৯০ এর ইলেকশনের পিছনে কাজ করেছে ব্রিটিশ ও পাকি। ৯৬ এর পিছনে কাজ করেছে ভারত ও আমেরিকা। ২০০০ সালের পিছনে ছিলো পাকি ও বৃটিশ হাত। ১/১১ এর পর থেকে এখনো হাত রয়েছে ভারত ও আমেরিকার এই দেশ কে ঘীরে। তাহলেতো এখনো ব্রিটিশ ও পাকিস্তানি মাথারা কাজ করছে ভারত ও আমেরিকার দাবার গুটির পিছনে। আমার কাছে মনে হয়, ২৩৩ টা দেশের ২৩৩ টা গুটির কোন খেলা আছে, যেটা কেবল খেলে আমেরিকা, ইসরাইল ইউনিয়ন ও রাশিয়া, বৃৃটিশ ইউনিয়ন,: বাকী দেশ প্রধানরা মনে হয় এই খেলায়
মামুলী, আর জনগণ তো পিপরার থেকে ও ছোট বিষয় ঐ খেলায়, আমি, আপনি তো ঐ খেলার বাহিরের আগাছা,তাই আমরা মরলেই কি! তনুর জন্যও কিছু করা হলোনা।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২
আমি তনুর ভাই বলেছেন: মনে হয়
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৭
শামচুল হক বলেছেন: কথা মন্দ বলেন নাই।