![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়াশায় ঢাকা এ শহর
কুয়াশায় ঢাকা এ শহর, বদলায় তার চাদর, কেমনে পাই হাসিমাখা আদর,অনুভুতি জুরে প্রিয় প্রহর,,, বদলায়না দেখো তভু এ মাতাল অনুভব, কুয়াশায় ঢাকা এশর।
রাত হতেই শুরু হয় শহরের উপরে কুয়াশার চাদর বিছানো, চাদর উঠেনা সূর্য না উঠা অবধি, সূর্য উঠলেই শহরের গায়ে নতুন আলোর চাদর। এভাবেই চলছে আমাদের শহরের শীতকাল।
মেঘ যখন কুয়াশা হয়ে নেমে আশে আমার ঘরের সামনে, তখন আর দেখা যায়না তোমার বারান্দা, শীতে কাপি, শীতে হাসি, আর ভাপা, চিতই খাই। খেজুরের রশের লোভ পায় মনে আমার। রাত পোহালেই মনে হয়, কুয়াশার চাদরিতো ভালো ছিলো গাড়ির কালো ধুয়া থেকে, বিকট হর্ণ থেকে, তাইতো আমার মন চায় কুয়াশায় ভাসি,কুয়াশায় উরি,,, ,,,
২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১
টেকনাফ টু তেতুলিয়া বলেছেন: আপনার হাইপোথেটিক লেখা ও ছবি ২ টাই খুব মিনিংফুল মেসেজ পাঠকদের কাছে। অনেক দিন লিখে যান সামুতে, শুভ কামনা থাকলো ভাই
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:২০
আমি তনুর ভাই বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৮
সুমন কর বলেছেন: লেখা ভালো লাগল। +।
কিছু টাইপো ছিল।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
আমি তনুর ভাই বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২২
তারেক_মাহমুদ বলেছেন: ভাল লাগলো, আপনার জন্য আবারো শুভ কামনা, আশা করি প্রথম পাতায় স্থান পাওয়ার জন্য কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে না।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
আমি তনুর ভাই বলেছেন: ধন্যবাদ তারেক ভাই, আপনিতো ভাই তাই হয়তো ভাইয়ের কথা বলেছেন
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪
আমি তনুর ভাই বলেছেন: