![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানেও কারো কেও খুন হলে তাদের ও মনে চায় কবরের পার্শে একিভাবে শুয়ে থাকতে।
1st world war শেষ হয়েছিলো ১১/১১/১৯১৮ তে। এখনকার মতোই ভাগ ছিলো ঐ সময়ে, এই যুদ্ধের নাতীরাই ২য় ওয়ার ঘটিয়েছিলো। শেষ হেয়েছিলো ১৯৪৫ এ। একসাথে বিরাজমান অনেকগুলা দেশের যুদ্ধ কে ww বলে।
একটু খেয়াল করলেই দেখা যায় ---
পৃথিবীর অনেকগুলা দেশের অশান্তিপূর্ণ আচরণ কালেই ww এর ঘোশনা আসে। আর বর্তমানে তো ফরজ হয়ে গিয়েছে ঘোশনার, কারন - পৃথিবীর এমন একটা দেশ কেও দেখাতে পারবেনা, যেই দেশে শাসক বাহিনীর থেকে বিরধী ভোট বেশী নাই। ww 1 + ww 2 তে সরাসরি সোভিয়েত ইউনিয়ন, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ব্রিটিশ যুদ্ধ করেছে ফেস টু ফেস। আর এখন তলে তলে, কারন টা ও সিমপল- পৃথিবীবাসী আছে ৩য় ww এর ঘোশনার অপেক্ষায়, এর তলে তলে ১/২টা করে ১৫/২০ টা দেশ গোছানো চলছে। একদিনে ৩০ টা পাখি মারা আর ৩০ দিনে ৩০ টা একি তো।
আমার কাছে প্রমান আছে যে ৩য় ww এখন বিদ্যমান, ww তো আর OLYMPIC /FIFA/ICC world cup না -- যে আগে থেকেই সময়+ভেনু সেট করা থাকবে, তাহলে তো বল খেলা আর কামান খেলা একি হতো, মানুষের জীবন যেতো না, সবাই উপভোগ করতো, ww তো কোন মেলা না, মতুন মুভি না, কোন রেজাল্ট না, এটা মানুষ হত্যার নেকরে খেলা। এটা খেলার মাঠের ঝগরার কারনে, বলের আঘাতে কোটি কোট দর্শক খুন হওয়ার খেলা, অথচ ঝথরাটা কেবল ২ টিমের, ২ কোচের, ২ টিম পরিচালকদের। একটা উদাহরণ দিয়ে বলি - আপনি যদি নিজে একজন কে পিটান বা তিন হাত ঘূরিয়ে অন্যলোক দিয়ে পিটান, এরমাঝে কি কোন পার্থক্য আছে পিটনি খাওয়া লোকের? মনে হয় নাই, বরং নিজে ফেস হলে সমস্যা, নিজ দেশেই সমস্যা, নিউজ এর হেডলাইন হতে হবে, হিটলারের মতো ঘৃনা দেখাবে পৃথিবীবাসী, আইনি সমস্যা ইত্যাদি, তাই হিটলারের নাতী জতে চায়না কেও, তাইতো গোপনে হিটলারের কার্য করা, সাপ যাতে মরে, লাঠি যাতে না টুটে । ফিলিসতিন ও ইসরাইল যুদ্ধ, এটা কি কেবল ২টা দেশের যুদ্ধ চলছে, কোন দেশের বেকাপ কারা এটা সবাই জানে। আফগানিসতান, সিরিয়া, লিবিয়া, মিশর, ইরাক, মায়ানমার, কাশ্মীর, ইউক্রেইন, নাইজেরিয়া, কোন দেশটায় নিজেদের যুদ্ধ চলছে বা হয়েছে! সবগুলার পিছনেই বাঘা দেশ গুলার ইশারা আছে। যেই দেশেই সমস্যা চলছে, যেই দেশেই পলিটিকাল ক্রাইসিস সবগুলাতেই খমতাধরদের উপর হাত আছে ইসরাইল, আমেরিকা, ভারত, সৌদিআরব, জার্মান। এর বিপরীতে জোগান আছে রাশিয়া, কোরিয়া, চিনা, ইরান, তুর্কী। ww 3 যদি তাদের মাঠেই হতো তাহলে বাগান নষ্ট হতো, তাইতো অন্য বাগানে যেভাবে ইচ্ছা খেলা চলছে, বাগান নষ্ট হলেই কি।
আরেকটা উদাহরন দিয়ে শেষ করি - মাশরাফি টিম এবং ভিরাট কলির টিম সাউথ আফ্রিকা গিয়ে খেললেও সবাই বলে "বাংলাদেশ vs ভারতের খেলা" চলছে, আমার মতে এটা বলে নলেজের অভাবে। অথচ আমেরিকান কামান ও রাশিয়ান কামান সিরিয়াতে গিয়ে গোলাগুলি করছে, এটাকে আমরা বলছি সিরিয়ান নিজস্ব যুদ্ধ। এটা বলছি অতিরিক্ত শিক্ষিত হবার কারনে।
বর্তমানে মানুষ খুন হলে এইভাবেই পরে থাকে, ডিজিটাল ভাবে পরে থাকেনা। ছবিটা দেখি কেবল রঙিন, এই আর কি,,,,,,,,,
২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
আমি তনুর ভাই বলেছেন: আরো ভাবতে future নিয়ে
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১২
চাঁদগাজী বলেছেন:
পুটিন, চীনের শী জিনপিং, কোরিয়ার কিম, ট্রাম্প, নাতিনিয়াহু ও ইরানের আয়াতোল্লাহ মানব ইতিহাসের ভয়ংক রভয়ংকর লোকজন, ভয়ংকর কিছু ঘটা সম্ভাব।
২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
আমি তনুর ভাই বলেছেন: বিগ বেং ও হয়ে যেতে পারে
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৮
বাংলাদেশের ভবিষ্যৎ বলেছেন: আপনার লেখা আমাকে মানব গবেষণায় ফেলে দেয়, উদাহরন দিতে পারেন আপনি খুব ভালো