![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাএ ১ বছর হিংস্র সিংহকে রিহার্সাল করাইলেই সার্কাস বানিজ্য শুরু আজীবনের জন্য রিহার্সাল পরিচালনা কারীদের। সিংহ তার পরিচর ভুলে হয়ে যায় বিলাই, বোধাই। তেমনি পড়ালেখার নামে
বাচ্চাকাচ্চাদের ১থেকে ৫ম শ্রেণী তে যা রিহার্সাল দেওয়া হয়, এর ফলে বাচ্চাকাচ্চারা বড় হয়ে ভোদাই ভোটার / বোধাই জনগণ হওয়ার প্রথম ধাপ পাশ করে ফেলে ফ্রি তে, কারন, যারা শিশুদের রিহার্সাল দেয়, তাদের অনেক সার্কাস রানিং আছে, শিশুরাই বড় হয়ে সার্কাসে পারফর্ম করবে বর্তমান পারফর্ম করাদের মতো। একটু বেমিল আছে, যে কয়টা সিংহ রিহার্সাল পায় সে কয়টাই পারফর্ম করতে পারে,
ওয়টিং এ থাকেনা একটা ও। শিক্ষার নামে যে মানুষ গুলাকে রিহার্সাল দেওয়া হয়,সবগুলা কিন্তু সার্কাসে পারফর্ম করতে পারেনা, যারা পারেনা তাদের কে বলা হয় বেকার। সার্কাস করা সিংহের ঘড়ে জন্ম হবে বিললি, সার্কাস করা মানবের ঘড়ে জন্ম হইবো রোবট, তারা প্রতিবাদ কাকে বলে এটাই বুজবেনা।কোনটা তার পরিচর, এটাই ভুলে গেছে। psc রিহার্সাল করতে মানবের লাগে ১২ বছর। ১২ বছরে ২৪ জাতের প্রাণী রিহার্সাল দিয়া সার্কাস জমানো যায়, বোকাসোকা জনগণ তৈরীর আরো রিহার্সাল আছে psc,ssc, hsc, bba,mba,llb আরো কতো ফর্মের সার্কাস রিহার্সাল আছে মানবকে ঘিরে।
সামান্য কুকুর ১বছর কোর্স করলেই dog squads জব পেয়ে যায়, আর মানবরা পড়ালেখার নামে ৩০ বছর রিহার্সাল নিয়াও সার্কাসে পারফর্ম করতে পারেনা, বেকার হয়ে বসে থাকে হতাশায়। বেকারদের দেখেও নতুনরা একি রিহার্সাল নিতে খুব বিজি, বড় হয়ে সার্কাসের মতো যেকোন একটা পেশা বেছে নিবে বলে। [ ডগ- তু গ্রেট হো, জাঁহাপনা কবুল করো ]
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫
টেকনাফ টু তেতুলিয়া বলেছেন: ডগ তু গ্রেট হো, জাঁহাপনা কবুল করো,, অস্থির
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩
বাংলাদেশের ভবিষ্যৎ বলেছেন: অসাধারন আপনার লেখার বিষয়, আপনি সবসময় বর্তমানের লেখা লিখেন, এটা খুব ভালো বিষয়। লিখে যান আজীবন।