![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
র্বতমানে যারা শিশু-কিশোর, তরুণ-তরুনী, ছাএ-ছাএী, যুবক-যুবতী সবাই এই দশেরে র্কণধার, তরুন প্রজন্ম। কেবল এই তরুন প্রজন্ম যদি চায় দশেটাকে বদলাতে,তবইে দেশ বদলাবে,যদি তারা চায়, তবে এমন একটি দেশ গরার কথা বলবো আমি যুবকদরে সাথে থেকে ---- যেই দেশে ১ বছরে কোন একজন বাংলাদশেী খুন,গুম হবনো।
যেই দেশ ২বছরে কোন একজন বাংলাদশেী তরুনী র্ধষন হবনো পশুর যৌন লালশায়।
যেই দেশে টানা ৩ বছরে কোন বাংলাদশেী মাদকরে পাতা ফাদে ফেশে যাবেনা।
যেই দেশে ৪বছরে কোন বাংলাদেশী নাগরকি ফরমালনিরে নাম শুনবেনা আতংক নিয়ে।
এমন দেশ গরবো, যেই দেশে ৫বছরের ভীতরে কোন ধনী-গরীব ভেদাভেদের খবর পাওয়া যাবনো।
যেই দেশে ৬বছরে শোনা যাবেনা কারো সন্তান কিডন্যাপ হয়ছে।
যেই দেশে ৭ বছরওে কোন বেকার আছে বলে শোনা যাবেনা।
যেই দেশে ৮ বছরে কেও শুনবেনা, কোন বাংলাদেশীর নামে মিথ্যা মামলা হয়েছে।
যেই দেশে ৯ বছরে কোন বাংলাদেশী নাগরকিরে ভোট খোয়া যাবার খবর পাওয়া যাবনা।
যেই দেশে১০বছর থেকে আজীবন কোনদিন দশের টাকা লুট হয়েছে বলে শোনা যাবেনা, এমন দেশ গরতে চাই, কয়জন বাংলাদেশী আমার সাথী হবে!একসাথে বলবো " আমি একজন বাংলাদেশী, এটাই আমার পরচিয়।
©somewhere in net ltd.