নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।

মি.সিম্পলম্যান

সিম্পলভাবে বাচঁতে চাই।

মি.সিম্পলম্যান › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটারে মনিটরের লাইন পাচ্ছে না। মনিটরের সবই ভালো আছে আমি অন্য পিছিতে চালিয়ে দেখছি।

২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৫৯

পিছি খুলে একটু ঝাড়াঝাড়ি করেছি অনেক ময়লা হয়েছিল। কিন্তু এখন দেখি কম্পিউটারে মনিটরের লাইন পাচ্ছে না। মনিটরের সবই ভালো আছে আমি অন্য পিছিতে চালিয়ে দেখছি। কম্পিউটারও রীতিমত অন হচ্ছে। কিন্তু মনিটরেই লাইন পাচ্ছে না । ভালো করে মাদারবোর্ডটা আবার দেখলাম, কিন্তু কোন প্রবলেমই খুজে পেলাম না। মাদারবোর্ডে সমস্যা হল নাকি :((:((:(( !!! আমি তো কিছুই কুল কিনারা করে পারছি না। তবে কি আবার ডাক্তারের কাছে নিতে হবে নাকি। ৫০০ টাকার গচ্ছা হবে আর কি।

আপনাদের কাছে কোন সমাধান আছে নাকি ? অথবা কি প্রবলেম গেস করতে পারছেন কি ?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:০৩

তানিম তানভীর বলেছেন: গ্রাফিক্সের প্রবলেম হতে পারে।

২| ২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১২

কাউসার রানা বলেছেন: কুনু অসুবিধা নাই, RAM খুলে টিসু পেপার হালকা ভিজিয়ে পাত গুলো মুছে লাগান। হয়ে যাওয়ার কথা, আমার পিসিতে মাঝে মাঝে এই রকম হত।

আর না হলে ডাক্তার দেখানো অবশ্যই জরুরী।

৩| ২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৯

ধৈঞ্চা বলেছেন:
মনিটরে লাইন পাচ্ছে না বলতে কি বুঝিয়েছেন? ইলেক্ট্রিসিটি পাচ্ছে না নাকি ভিজিএ পাচ্ছেনা?
বাসায় এক্সটার্নাল টিভি কার্ড থাকলে মনিটর টেষ্ট করে নিতে পারেন।

পিসি থেকে ভিজিএ না পেলে পিসি অন হওয়ার সময় বিপ সাউণ্ড করবে না আর রেম ভালভাবে কানেক্ট না হলে অনবরত বিপ সাউণ্ড হবে এবং ২ ক্ষেত্রেই মনিটর স্ক্রীন ব্ল্যাক থাকবে।
গ্রাফিকস কার্ড ও রেম আবারো আনপ্লাগড করে পরে প্লাগড করে দেখতে পারেন।

৪| ২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২৯

দিশেহারা আমি বলেছেন: সবার আগে অন্য মনিটর দিয়ে পিসিটা চেক করে দেখুন।অথবা মনিটর এবং পিসির মধ্যে যে কানেকশন কডটা আছে সেটা খুলে ফেলুন। তারপর কড এবং কর্ডের পোর্ট ফু দিয়ে ভালভাবে পরিস্কার করুন।আর মাদারবোর্ডের কানেকশন/ জয়েন্ট গুলো নাড়াচাড়া দিয়ে দেখতে পারেন। যেহেতু রানিং পিসি তাই সম্ভববত পরিস্কার করার সময় কানেকশন গুলো লুজ হয়ে গেছে।

৫| ২৫ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৫৪

প্রকৌশলী আতিক বলেছেন: র‌্যামে সমস্যা, ডিসপ্লেস হইছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.