নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।

মি.সিম্পলম্যান

সিম্পলভাবে বাচঁতে চাই।

মি.সিম্পলম্যান › বিস্তারিত পোস্টঃ

হেল্প প্লিজ ! একটি প্রিন্টার কেনা বিষয়ক পরামর্শ ও হেল্প সংক্রান্ত পোষ্ট

০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:০১

আসসালামু আলাইকুম।

কেমন আছেন ? যখনই টেকনোলজি বিষয়ে কোন হেল্পের প্রয়জনীয়তা অনুভব করি তখনই সামুর ব্লগাররা আমার বিপদে পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ সামুকে ও সম্মানিত ব্লগারদের।

আজকেও তেমনই একটা উপকার করা লাগবে আর তা হল আমার অফিশিয়াল কাজের জন্য একটা প্রিন্টার কেনা লাগবে কিন্তু প্রিন্টার এর ব্যাপারে আমি একেবারেই অভিজ্ঞতা শূন্য। তাই যারা প্রিন্টার ব্যাবহার করছেন বা প্রিন্টার সম্পর্কে ভালো জ্ঞাত তাদের কে রিকয়েষ্ট করবো আমার রিকয়েরমেন্ট অনুযায়ী আপনারা প্লিজ পরামর্শ দিবেন যে কোন প্রিন্টার টা ভালো হবে।পাশাপাসি সেই প্রিন্টার এর ভালো-মন্দ দিক নিয়ে একটু হলেও বলবেন। এতে যেমন আমি উপকৃত হব তেমনি আরও অনেকে উপকৃত হবেন আশা করি।

*****************************************************



যে ধরনের কাজের জন্য লাগবে ...

১* বড় সাইজের পেজ প্রিন্ট ( ১৮" / ২৫") এর কাছাকাছি সাইজ প্রিন্টের জন্য ।

২* কালার ফটো প্রিন্ট (খুব হাইফাই হতে হবে এমন না যাষ্ট অকেসনাল ছবি প্রিন্ট করার জন্য)।

৩* ফটোকপি ও স্ক্যানিং সুবিধা। ( এটাও অকেসনাল )

৪* কালির খরচ কমানো ( ড্রাম জাতীয় সুবিধা )

৫* কমদামি কাগজে প্রিন্ট করার সুবিধা।

৬* এছাড়া একটু দ্রুত যাতে প্রিন্ট করা যায় সেই সুবিধা কেননা অনেক প্রিন্টারে দেখেছি একটা প্রিন্ট দেওয়ার পর প্রায় এক মিনিট বিরতি নেয়।



বাজেটের ব্যাপারে আমি যেটা বলব সেটা হচ্ছে যদি উপরোক্ত সুবিধা সম্বলিত প্রিন্টার যদি ১০ হাজারের ভেতরে পাওয়া যায় তবে সেটাই আমার প্রথম পছন্দ আর যদি একটু ভালো মানের নিতে কিছু দাম বাড়িয়েও কেনা লাগে তবে আমার কোন আপত্তি নাই। তবে ২০ হাজারের বেশী যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন প্লিজ। সবাইকে আবারও ধন্যবাদ।



আসসালামু আলাইকুম।

কেমন আছেন ? যখনই টেকনোলজি বিষয়ে কোন হেল্পের প্রয়জনীয়তা অনুভব করি তখনই সামুর ব্লগাররা আমার বিপদে পাশে এসে দাঁড়ান। ধন্যবাদ সামুকে ও সম্মানিত ব্লগারদের।

আজকেও তেমনই একটা উপকার করা লাগবে আর তা হল আমার অফিশিয়াল কাজের জন্য একটা প্রিন্টার কেনা লাগবে কিন্তু প্রিন্টার এর ব্যাপারে আমি একেবারেই অভিজ্ঞতা শূন্য। তাই যারা প্রিন্টার ব্যাবহার করছেন বা প্রিন্টার সম্পর্কে ভালো জ্ঞাত তাদের কে রিকয়েষ্ট করবো আমার রিকয়েরমেন্ট অনুযায়ী আপনারা প্লিজ পরামর্শ দিবেন যে কোন প্রিন্টার টা ভালো হবে।পাশাপাসি সেই প্রিন্টার এর ভালো-মন্দ দিক নিয়ে একটু হলেও বলবেন। এতে যেমন আমি উপকৃত হব তেমনি আরও অনেকে উপকৃত হবেন আশা করি।

*****************************************************



যে ধরনের কাজের জন্য লাগবে ...

১* বড় সাইজের পেজ প্রিন্ট ( ১৮" / ২৫") এর কাছাকাছি সাইজ প্রিন্টের জন্য ।

২* কালার ফটো প্রিন্ট (খুব হাইফাই হতে হবে এমন না যাষ্ট অকেসনাল ছবি প্রিন্ট করার জন্য)।

৩* ফটোকপি ও স্ক্যানিং সুবিধা। ( এটাও অকেসনাল )

৪* কালির খরচ কমানো ( ড্রাম জাতীয় সুবিধা )

৫* কমদামি কাগজে প্রিন্ট করার সুবিধা।

৬* এছাড়া একটু দ্রুত যাতে প্রিন্ট করা যায় সেই সুবিধা কেননা অনেক প্রিন্টারে দেখেছি একটা প্রিন্ট দেওয়ার পর প্রায় এক মিনিট বিরতি নেয়।

৭* প্রিন্টিং খরচ কম হবে (কালি কম খরচ হবে)

৮* আচ্ছা লেজার আর মনো লেজার এর মধ্যে পার্থক্যটা কি ?



বাজেটের ব্যাপারে আমি যেটা বলব সেটা হচ্ছে যদি উপরোক্ত সুবিধা সম্বলিত প্রিন্টার যদি ১০ হাজারের ভেতরে পাওয়া যায় তবে সেটাই আমার প্রথম পছন্দ আর যদি একটু ভালো মানের নিতে কিছু দাম বাড়িয়েও কেনা লাগে তবে আমার কোন আপত্তি নাই। তবে ২০ হাজারের বেশী যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন প্লিজ। সবাইকে আবারও ধন্যবাদ।





দয়া করে নির্দিষ্ট মডেল বলে দিলে ভালো হবে, বাজেটের কথা উপরে বলা হয়েছে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৩৪

রাতুল রেজা বলেছেন: ক্যানন কিনে ফেলেন। এটা সব চেয়ে ঝামেলা মুক্ত প্রিন্টার এবং সহজেই এটা মেরামত করা যায়। পার্টস এভেইল্যাবল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ন। ড্রাম সুবিধাও পাবেন আর সবচেয়ে বড় কথা হল ক্যাননের কার্ট্রিজ সহজেই রিফিল করে চালানো যায় কয়েকবার। অন্যান্য প্রিন্টার এ এই সুবিধা খুব ই কম। মোটকথা ক্যাননের মত সুবিধা অন্যান্য প্রিন্টারে পাবেননা। অন্যান্য গুলা অনেক মশলাদার হয় কিন্তু নষ্ট হলে হা হুতাশ করতে হয়। আমি ব্যাবহার করছি ক্যানন MP280 । এটায় ফটোকপি, স্ক্যান আছে। দাম নিয়েছিল ৬০০০ টাকা, তবে মার্কেটে দাম বেশি, আমি কম পেয়েছিলাম পরিচিতির কারনে। ১০০০০ এ ক্যাননের ভাল প্রিন্টার পাবেন।

০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫২

মি.সিম্পলম্যান বলেছেন: ধন্যবাদ।কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী সুবিধা থাকতে হবে।

২| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১২:৩৭

মশিকুর বলেছেন:
ভাই দাম যাই হোক, লেজার প্রিন্টার কিনার পক্ষে আমি। বিরতি ছাড়া অনেক প্রিন্ট দেয়া যায়। তবে কালি শেষে ড্রাম লাগিয়ে ফটোকপি মেশিন বানানোর পক্ষে আমি। সাবধানে, নিয়মিত ব্যাবহার করলে অনেকদিন টিকে, তাই প্রথমে দাম এক্তু বাশি পরুক না।

০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৩

মি.সিম্পলম্যান বলেছেন: ভাই লেজার আর মনো লেজার এর পার্থক্য কি ?

৩| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:৩৬

হেডস্যার বলেছেন:
:D :D :D :D কি কইলেন ভাইডি?
বাজারের প্রিন্টার সম্পর্কে আপনার কোন ধারনাই নাই।

যে রিকয়ারমেন্ট দিছেন তাতে লাখ টাকা লাগবে।

তবে ফ্লোরার যে কোন ব্রাঞ্চে একবার নক করে দেখেন .... তারা ভালো সাজেশন দিবে।

০৭ ই মে, ২০১৩ বিকাল ৪:৫৯

মি.সিম্পলম্যান বলেছেন: আপনারও যে ধারনা নাই তাই মনে হচ্ছে !!
ফ্লোরার ব্রাঞ্চ কোথায়, ফোন নাম্বার দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.