![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সখের বশে কমের মধ্যে সেটটি কিনলেও এখন পর্যন্ত বড় সাইজের কোন গেমই খেলতে না পারায় আমি হতাশ।
কয়েকবার ট্রাই করেও লাভ হয়নি। যে গেমই ডাউনলোড করি,সেটার ক্যাশ ফাইল যেখানে রাখার কথা রাখলেও গেম ওপেন করলে কয়াশ ডাউনলোড করতে বলে। আর আমার পিছিতে ওয়াইফাই রাউটার না থাকায় ওভাবে নামাতে পারিনা।
ঠিক এমুলেটর গেমেরও একই অবস্থা !!
আপনারা যারা ইতিমধ্যে মোবাইলটি কিনেছেন তারা কি কোন বড় গেম বা এমুলেটর দিয়ে গেম চালিয়ে খেলতে পেরেছেন ? পেরে থাকলে একটু জানাবেন।
হয়ত এই সেটে এই দুটো ফাংশন নাই অথবা আমার কোথাও ভূল হচ্ছে।
যদি কেউ পারে থাকেন প্লিজ আপনার ফোন নাম্বার টা দিয়েন কাইন্ডলি। আর যদি পাবলিকলি দিতে না চান তাহলে ভাই আমকে ই-মেইল করে পাঠিয়ে দিন।
[email protected]
ধন্যবাদ। আপনাদের কমেন্টের আশায় থাকলাম।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩
অল্পভাষী বলেছেন: ফ্ল্যাশ, ভিটামিও প্লাগিন্স ইত্যাদি ইন্সটল্ড থাকলে আমার মনে হচ্ছে কেবল হাই কনফিগারেশন গেমস ছাড়া এন্ড্রয়েড সাপোর্টেড সব গেমস সাপোর্ট করার কথা। তবু্ও কোন গেমস্ প্লে করার সময় যদি কোন প্লাগিন চায় তাহলে তা প্লে-স্টোর থেকে সরাসরি ডাউনলোড করলে আশা করি চলবে।