নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।

মি.সিম্পলম্যান

সিম্পলভাবে বাচঁতে চাই।

মি.সিম্পলম্যান › বিস্তারিত পোস্টঃ

Qubee ডবল অফার। ব্যপারটা কি আসলে ?

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪

গত মাসের শেষ কয়েকদিন ( এক সপ্তাহের মত ) মনে হচ্ছিল কিউবির আপলোড স্পিড অন্যান্ন সময় যা পাই তার অর্ধেকেরও কম পাচ্ছিলাম। কি আর করা হজম করে যাচ্ছিলাম, কেননা কাষ্টমার কেয়ারে ফোন দিলে শুধু ফোনের বিলটাই যেত তার বাইরে কিছুই হত না।

তো এই মাসে ব্যাপারটা একটু ভিন্ন আমার নরমাল স্পিডের চেয়ে ডবল। প্রথেমে ভাবলাম কোনো প্রবলেম। কিন্তু না, বেশ কয়েকদিন একই অবস্থা। তাহলে ব্যাপারখানা ভিন্ন !!!

ফোন দিলাম কাষ্টমার কেয়ারে যে ঘটনা কি? তারা বললো যে " এই মাসে ডবল অফার "। এটা নাকি কিউবির জন্মদিনের জন্য। আমি মনে মনে বলি, তা এই জন্মদিন এত দিন কই আছিলো ?

ডবল অফার !! তাও কোন মেইল ,এসএমএস ছাড়া। এমন কি ব্লগেও এটা নিয়ে এমন কিছু চোখে পড়লো না।



আমি এখনও ভাবছি ,ঘটনা কি সত্যি নাকি ভুল শুনলাম।

আমি ষ্টুডেন্ট প্যাকেজ ১০ গিগা ইউজ করি ২৫৬ কেবিপিএস এ।



পরে আবার বাড়তি ইউজ করে যেন মাস শেষে বিলের বাশ না খেতে হয় আমি আছি সেই ভয়ে। আপনারা ব্যাপার খানা একটু ক্লিয়ার করে দিন।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০২

রাজীব দে সরকার বলেছেন: আমিও স্টুডেন্ট পাকেজটা ইউজ করি - ১০ জিবি

২| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০

ভোরের সূর্য বলেছেন: ঘটনা সত্য আমাকে মেইল দিয়ে জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.