![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেহেতু কম্পিউটার ব্যাবহার করি, তাই নানা সময় নানা পার্টস কেনা লাগে। যার ওয়ারেন্টি হয় নিম্নরুপ :
১* কোনই Warranty থাকে না ।
২* নির্দিষ্ট সময়ের ওয়ারেন্টি থাকে । যেমন , (১,২,৩,৪,৫ বছর) ইত্যাদি মেয়াদের ওয়ারেন্টি।
৩* Lifetime Warranty
আপাতত, আমি এই তিন প্রকারই জানি তবে, গুগল সার্চ করে আরও কয়েক প্রকার দেখলাম। লিংক এখানে
তবে বাংলাদেরশের প্রেক্ষিতে সব গুলোর সংজ্ঞা এক না'ও হতে পারে।
তাই আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে Life Time Warranty বলতে আসলে প্রডাক্ট লাইফটাইম বোঝায় কিনা ! অর্থাৎ আমি যে পন্যটা আজ কিনবো সেটা যদি এক মাসের মধ্যেই মার্কেটে বিক্রয় বন্ধ হয়ে যায় বা শেষ হয়ে যায় তবে একমাসই আমার ওয়ারেন্টি আর ১০ বছর থাকলে ১০ বছরই ওয়ারেন্টি ? নাকি বিষয়টা আলাদা।
দয়া করে এ বিষয়ে নিশ্চিত জানা থাকলে ব্যাপারটি খুলে বলুন ।
যেমন পেনড্রাইভ এর ওয়ারেন্ট আজকাল লাইফ টাইম দেয় ...
সকলকে ধন্যবাদ। দেশের অবস্থা নিয়ে টেনশনে আছি।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
মি.সিম্পলম্যান বলেছেন: কোন সমস্যা হলে যদি দোকানে নিয়ে যাই আর দোকানদার বলে যে এটা মার্কেটে নাই, তা হলে তো আমাদের কিছুই করার নাই দেখছি।
তাহলে সাধারন মানুষ কিভাবে বুঝবে যে প্রডাক্ট টি মার্কেটে আছে কি না নাই।
দোকানদার যা বলবে সেটা মেনে নেওয়া ছাড়া তো কোন উপায় দেখছি না।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
সফিকুর বলেছেন: life time warrenty বলতে বোঝায় সেই প্রোডাক্ত যতদিন মার্কেটে থাকবে ততদিন warrenty থাকবে।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫
মি.সিম্পলম্যান বলেছেন: কোন সমস্যা হলে যদি দোকানে নিয়ে যাই আর দোকানদার বলে যে এটা মার্কেটে নাই, তা হলে তো আমাদের কিছুই করার নাই দেখছি।
তাহলে সাধারন মানুষ কিভাবে বুঝবে যে প্রডাক্ট টি মার্কেটে আছে কি না নাই।
দোকানদার যা বলবে সেটা মেনে নেওয়া ছাড়া তো কোন উপায় দেখছি না।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
হেডস্যার বলেছেন:
জানামতে, ঐ একই প্রোডাক্ট যতদিন বাজারে থাকবে ততদিন এই ওয়ারেন্টি প্রযোজ্য। কালকে থেকে এইটা বাজারে না পাওয়া গেলে এই ওয়ারেন্টি ভ্যালুলেস।
লাফটাইম ওয়ারেন্টি আমার কাছে একটা প্রহসন।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
মি.সিম্পলম্যান বলেছেন: কোন সমস্যা হলে যদি দোকানে নিয়ে যাই আর দোকানদার বলে যে এটা মার্কেটে নাই, তা হলে তো আমাদের কিছুই করার নাই দেখছি।
তাহলে সাধারন মানুষ কিভাবে বুঝবে যে প্রডাক্ট টি মার্কেটে আছে কি না নাই।
দোকানদার যা বলবে সেটা মেনে নেওয়া ছাড়া তো কোন উপায় দেখছি না।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪০
বিষণ্ণ বালক বলেছেন: Lifetime warrantyঃ
A lifetime warranty is usually a guarantee on the lifetime of the product on the market rather than the lifetime of the consumer, although it can be defined in various ways.[6] If a product has been discontinued and is no longer available, the warranty may last a limited period longer. For example:
the Cisco Limited Lifetime Warranty currently lasts for five years after the product has been discontinued.[7]
HP Networking products lifetime warranties last for as long as you own the product.[8]
জেনেনিন warrenty -এর রকমফের- http://en.wikipedia.org/wiki/Warranty
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬
মি.সিম্পলম্যান বলেছেন: ভাই দেখছি, আপনি আমার লিংক ই আমাকে দিয়েছেন।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: যতদিন বাজারে থাকবে, ততদিন ওয়্যারেন্টি, এখনকার বাজারের সবচেয়ে বড় ফাজলামি হলো "লাইফটাইম ওয়ারেন্টি"।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১
সুমন কর বলেছেন: হেডস্যার যা বলেছেন, তার সাথে সহমত।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪০
ফলক বলেছেন: আমার কাছে এই একটা ভাঁওতাবাজি মনে হয়েছে। সাধারণত কোম্পনী বলে তারা ঐ প্রডাক্টের ততদিনই ওয়ারেন্টি দিবে যতদিন তারা তা প্রডাকশন করবে।