নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।

মি.সিম্পলম্যান

সিম্পলভাবে বাচঁতে চাই।

মি.সিম্পলম্যান › বিস্তারিত পোস্টঃ

ক্যামেরা বিষয়ক হেল্প। ১৫ এর মধ্যে যারা ক্যামেরা কিনে খুব ভালো ফলাফল পেয়েছেন তারা প্লিজ কমেন্ট করুন।

১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:০১

চোট খাট কাজের জন্য একটা ক্যামেরা কেনা লাগবে। কিন্তু ক্যামেরা সম্পর্কে খুব বেশী নলেজ নাই, আর থাকলেও কিন্তু ইমেজ কোয়ালিটি কেমন তা কেনার আগে জানার উপায় নাই। আর কিনেই যদি ফলি আর তার পর পছন্দ না হয় তাহলে কপালে হাত রাখা ছাড়া কোনো উপায় নেই।

এখানে অনেকেই আছেন ভালো ভালো ক্যামেরা ইউজ করেন তাদের প্রফেশন বা শখের জন্য। যদিও আমার প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ার কোনো প্লানিং নেই তাই আমার ক্যামেরার বাজেট ও খুব বেশী না।



আমি জাষ্ট, এমন একটা ক্যামেরা চাই যেখানে খুব জুম বা পিক্সেল বা ভিডিও রেজুলেশন অনেক বেশী না থাকলে তিনটা জিনিষ অবশ্যই থাকতে হবে......



১/ বিভিন্ন অনুষ্ঠানে এবং টুকিটাকি ঘুরতে গেলে সেই স্ম্বিতিগুলো ক্যামেরা বন্দি করতে চাই। আর তার জন্য ছবির মানের সাথে কোনো আপোষ নয়. অর্থাৎ ফোটো কোয়ালিটি খুব ভালো হতে হবে একদম জীবন্ত।



২ / ফ্লাসটা খুব ভালো কাজের হতে হবে যাতে ১০ হাত দুর থেকেও রাতের ছবি গুলো ও সুন্দর ভাবে ওঠে।



৩/ পেছনে একটু বড় ইসক্রিন থাকতে হবে টাচ সহ





আমার বাজেট নিচে ৮ হাজার উর্ধে ১৫ হাজারের মধ্যে।



ভাই আমাকে একটু হেল্প করুন , ভালো একটা ক্যামেরা কেনার ক্ষেত্রে।



আপনারা যারা এই বাজেটের মধ্যে ক্যামেরা কিনে খুব ভালো ফলাফল পেয়েছেন তারা প্লিজ কমেন্ট করুন।



যারা Samsung WB250F ক্যামেরাটা কিনেছেন তারা একটু বলুন এটার ছবির মান কেমন, একজন এটাকে কম দামের মধ্যে খুব ভালো বলেছে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২০

পরান বলেছেন: Sony cyber sort টা ভালো।

২| ১৯ শে মে, ২০১৪ বিকাল ৫:২০

পরান বলেছেন: Sony cyber sort টা ভালো।

৩| ২০ শে মে, ২০১৪ রাত ২:৪৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ক্যানন পাওয়ার শুট এসএক্স৫০ এইচ্এস, সব পাবেন, সব কিছু (ওয়াইফাই নাই), একেবারে কড়া ছবি। কিন্তু দামটা ডাবল।

২৪ শে মে, ২০১৪ রাত ১১:৫৪

মি.সিম্পলম্যান বলেছেন: দামটা ডবল হলে তো ভাই কিনতে পারবো না

৪| ২০ শে মে, ২০১৪ সকাল ১১:১৩

হেডস্যার বলেছেন:
এই ধরনের পোষ্টে কমেন্ট করার ইচ্ছা হয় না কারন পোষ্টদাতা পোষ্ট দিয়ে গায়েব হয়ে যায়। কমেন্ট দেখলে ও জবাব দেয় না।

যাই হোক....Samsung WB250F একটা থার্ড ক্লাস ক্যামেরা।
আমার একটা আছে। খালি Samsung WB250F না, Samsung এর ক্যামেরা কেনা আর টাকা বুড়িগঙ্গায় ফালানো একই কথা।

কম দামের মধ্যে ক্যামেরা কিনতে চাইলে সনি'র উপরে কথা নাই।

২৪ শে মে, ২০১৪ রাত ১১:৫৩

মি.সিম্পলম্যান বলেছেন: সরি। আপনার কমেন্ট এর উত্তর একটু দেরীতে দিলাম।
আমি কমবেশী আপনার কমেন্ট দ্বারা উপকৃত হয়েছি। আসলে কম বাজেটের মধ্যে ১০-১৫ এর মধ্যে কেউ বলে ক্যাননের থেকে ভালো নাই, আবার আপনি বলছেন সনি।

ভাইয়া আমার যাষ্ট ভালো কোয়ালিটি দরকার, আর ভালো ফোকাস লাইট।
বাকী জুমিং বা পিক্সেল নিয়ে তেমন সমস্যা নেই।

তবে আধুনিক অর্থাৎ ২০১৪ সালে বের হওয়া কোন একটা-দুইটা ক্যামেরার মডেল বলে দিলে আমি আরও উপকৃত হতাম। এবং শেষ পর্যন্ত কোনটি কিনলাম আপনাকে মেইল করে জানাবো। সো প্লিজ ডোন্ট মাইন্ড।

৫| ২৫ শে মে, ২০১৪ সকাল ৯:২৪

হেডস্যার বলেছেন:
মাইন্ড করি নাই :)
অভিজ্ঞতা বলে বেশিরভাগ সাহায্য চাইয়া পোষ্টেই পোষ্টদাতা রিপ্লাই করে না। তাই কথাটা বললাম।

যাই হোক.....আপনার যেহেতু জুম আর মেগাপিক্সেলে আপত্তি নাই সেহেতু ক্যাননই ভালো হবে মনে হচ্ছে।

আপনি মনে হয় একবার আইডিবিতে ঘুরে আসা উচিত তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে।

২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৮

মি.সিম্পলম্যান বলেছেন: আমি চাচ্ছি আপনারা যারা কোন একটি ইউজ করে ভালো পারফমেন্স পেয়েছেন তাদের মতামত নিয়ে কিনতে।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.