নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।

মি.সিম্পলম্যান

সিম্পলভাবে বাচঁতে চাই।

মি.সিম্পলম্যান › বিস্তারিত পোস্টঃ

মেমোরি কার্ড এর প্রাপাটিস এ গিয়ে দেখি জায়গা ঠিকই দখল করে আছে। আবার পার্টিশনে/মেমোরি কার্ডে ঢুকলে ফাইল শো করে না।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৪

মেমোরি কার্ড এ হঠাৎ কি হলো কিছুই বুঝলাম না। কম্পিউটারে ঢুকিয়ে প্রাপাটিস এ গিয়ে দেখি জায়গা ঠিকই দখল করে আছে। আবার পার্টিশনে/মেমোরি কার্ডে ঢুকলে ফাইল শো করে না। ভাবলাম ফাইল হিডেন হয়ে গেছে কিনা , তাই ফোল্ডার অপশনে গিয়ে হিডেন ফাইল শো দিলাম। না ফাইল শো করছে না। হাতের কাছে খুব ভালো একটা পার্টিশন রিকভারী টুল ছিলো EaseUS data recovery. এটা দিয়েও রিকভারের চেষ্টা চালালাম। এটা কিছুই সমস্যা ধরতে পারলো না।যে ফোল্ডার দরকার তা ও খুজে পেলো না।

মেমোরি কার্ড ফরম্যাট দিবো সে উপায় ও নাই, অনেক জরুরী ফাইল রয়েছে ওখানে। এখন কি করলে আমার এই অবস্থা থেকে মুক্তি পাবো তাই ভাবছি।
এটা ডিলিট হয়েও যায়নি আবার ফরম্যাট হয়ে ও যায়নি ।তাই রিকভারী সফটওয়্যার এখানে কিছু করতে পারছেনা।
প্রিয় টেকি ব্লগার ভাইরা,
আপনারা প্লিজ একটা সমাধান দিন !!

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

ভোরের শিশির । বলেছেন: আপনি কি ধরনের সেট ইউজ করেন ????

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

জেয়ন বলেছেন: Recuva দিয়ে একবার ট্রাই করেন। অ্যানড্রয়েড সেট থাকলে MTP mode এ পিসির সাথে কানেক্ট করে দেখতে পারেন। মনে হচ্ছে কার্ডের ফাইল সিস্টেম গেসে, ফাইলগুলা ইন্টাক্ট পাওয়ার চান্স কম।

আপনার কার্ড কোন ফাইল সিস্টেম ইউজ করে, FAT32 না NTFS? If it uses FAT32, then do yourself a favor and use NTFS from next time.

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

আহসানের ব্লগ বলেছেন: :O

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাইরাসের কারনে হয়েছে।

আপাতত -
ফোল্ডার অপশানে গিয়ে - Hide protected operating sys .. আনচেক করুন। সব দেখতে পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.