![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক অন্য জেলার কাস্টমার ভাই একটি মাল্টিমিডিয়া (অডিও-ভিডিও) ওয়েব ওয়েব সাইট বানাতে চায়। কম্পিউটার ব্যাবসায়ী হিসাবে আমি কম্পিউটার এর হার্ডওয়্যার সম্পর্কে জানতে চাইলে তাকে হেল্প করতে পারতাম বাট ওয়েব সাইট সম্পর্কে আমার ধারনা কম। তবুও তাকে না করে দেইনি ভবিষ্যতে এই সুবিধা চালু করার কথা ভেবে। তাই যারা (ওয়েব ডিজাইনার) এই লাইনে আছেন তারা যদি একটু বিস্তারিত তথ্য দিয়ে বা তৈরি করে দিতে পারেন তাহলে যোগাযোগ করতে পারেন। আমি প্রফেশনাল চাই না। নতুন হলেও চলবে বাট কম খরচে সুন্দরভাবে করে দেয়াটা মুখ্য।
* ডিজাইন খরচ কত নিবেন ?
* .com ডোমেইন খচর কত পড়বে ?
* এখান থেকে ঢাকার বাইরে করা যাবে কিনা ?
* কত জিবি হোষ্টিং কত করে পড়বে ?
* মোট সব মিলিয়ে কত পড়তে পারে ?
আমাকে মেইল করতে পারেন : [email protected]
আপনি কম খরচে করে দিতে পারলে আমি আপনাকে আরো কাজ দিতে পারবো। আমার প্রায় ওয়েব সাইট তৈরীর জন্য ফোন আসে।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১
গেম চেঞ্জার বলেছেন: আমি আপনাকে মেইল করছি চেক করেন ।
আমি হোস্টিং স্পেস ম্যানেজ করব । যা লাগে আমিই দেব । অ্যাপিআই সিস্টেমে চলবে সাউন্ড ক্লাউডের ন্যায় । মুল ইন্টারফেস আপনার ইচ্ছেমতই হবে । বিস্তারিত ইমেইলে ।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫
অহনাব বলেছেন: ১। প্রথমেই কম খরচে করার চিন্তাটাই বাদ দেন। কারন আজ কম খরচে করবেন কিন্তু পরে এগুলো মেইন্টেন্স করতে অনেক খরচ যাবে।
২। প্রফেশনালদের দিয়ে করাটাই সবচেয়ে ভাল। ভাল সার্ভিস পাবেন, কোডের মান ভাল পাবেন।
* ডিজাইন খরচ কত নিবেন ?
=< মোটামুটি ছোট খাট সাইট হলেও ৩০ হাজার চার্জ করবে। আরো বেশি রিকোয়ারমেন্ট থাকলে ৫০ হাজার থেকে ২-৩ লক্ষ চার্জ করতে পারে। অনেক ক্ষেত্রে বড় মানের সাইট ১০-২০ লক্ষও চার্জ হয়।
* .com ডোমেইন খচর কত পড়বে ?
=< ৮০০ থেকে ১ হাজার টাকা।
* এখান থেকে ঢাকার বাইরে করা যাবে কিনা ?
=< যাওয়ার তো কথা।
* কত জিবি হোষ্টিং কত করে পড়বে ?
=< সাইটের উপর ডিপেন্ড করে। কি পরিমান কনটেন্ট থাকবে কত পরিমান ভিজিটর থাকবে তার উপর। ২ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষও চার্জ হতে পারে হোস্টিং এর। পুরাটাই ডিপেন্ড করে ভিজিটর এবং সাইটের কনটেন্টের উপর।
* মোট সব মিলিয়ে কত পড়তে পারে ?
=< আশা করি বুঝতে পারছেন। আসলে বাংলাদেশী ক্লায়েন্টের কাজ অনেকেই করতে চায় না। মূল কারন কথায় এক কিন্তু কাজে ভিন্ন। খালি রিকোয়ারমেন্ট বাড়াতে থাকে। কিন্তু টাকার খরব নাই। আর সাইটে কি কি কনটেন্ট থাকবে দিতে বললে দেয় না। কি পরিমান যে প্যারা দেয় বলে বোঝানো যাবে না।
আপনার জন্য শুভ কামনা।