নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।

মি.সিম্পলম্যান

সিম্পলভাবে বাচঁতে চাই।

মি.সিম্পলম্যান › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা PhD করতে SSC থেকে Masters এ সবগুলোতেই কি ফার্স্ট ক্লাস এর উপরে নাম্বার থাকতে হবে? আমার তো সবগুলোতে নেই এখন কি হবে, আমার পি.ইচ.ডি\'র স্বপ্ন কি তাহলে শেষ? প্লিজ পরামর্শ চাচ্ছি

৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৩৪

আমার SSC আর Masters এ ফার্স ক্লাস সামান্যর জন্য ছুটে গেছে। শুনেছি সব গুলোতেই ফার্স্ট ক্লাস মার্ক থাকলে PhD এর জন্য আবেদন করা যাবে।
এখন আমার কি আসলে কিছু করার নেই। অনেক ইচ্ছা ছিল ভালো একটা বিষয় নিয়ে পি.এইচ.ডি. করবো কিন্তু আমি আসলে এই PhD নিয়ে অনেক বেশী কনফিউজড। কারো কাছ থেকে পরামর্শ নিয়ে যে, এই ছোট খাট কনফিউশন দূর করবো তেমন হাতের কাছে কেউ নেই।

ব্লগে কি কেউ আছেন আমাকে হেল্প করার মত, পরামর্শ দেয়ার মত।
থাকলে প্লিজ আপনার ফেসবুক আইডি দিন যাতে সরাসরি চ্যাট করে নিতে পারি।
আমার ফেসবুক লিংক https://www.facebook.com/abdullah.ether

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৬

আখেনাটেন বলেছেন: পিএইচডির জন্য প্রথম শ্রেণী সবসময় মেন্ডাটরি না। তবে কিছু ইউনির ক্ষেত্রে বাধ্যতামূলক। রেজাল্ট নিয়ে বেশি দ্বিধা থাকলে দেশে কারো তত্ত্বাবধানে দু-এক বছর রিসার্সে যুক্ত থাকেন। কোনো পাবলিকেশনে নাম উঠানোর চেষ্টা করেন ভালো কোনো জার্নালে।

এরপর যে দেশে যে বিষয়ে পড়তে চান সে দেশের ইউনি প্রফেসরকে আপনার বর্তমান কাজ সম্পর্কে জানান। উনার কাজ নিয়ে উৎসাহ দেখান। এভাবে কাউকে ম্যানেজ করতে পারলে পিএইচডি আ্যডমিশন সহজ হয়ে যাবে। যেহেতু আপনার ফল নিয়ে আপনি সন্তোষ্ট না। তাই এটাই ভালো উপায়।

আর wes সিস্টেমে আপনার ফল কনভার্ট করতে পারেন ইউএসের ভর্তির ক্ষেত্রে। জিআরই ও টোফেল দেন। ভালো করার চেষ্টা করেন। কোথাও না কোথাও এনরোল হতে পারবেন। বেস্ট অব লাক।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:১৪

মি.সিম্পলম্যান বলেছেন: দেশেই করতে চাচ্ছি। বিদেশে করার মত আর্থিক অবস্থা বা পারিবারিক অবস্থা নেই।
অনার্স-মাস্টার্স করেছি ইসলামিক স্টাডিস নিয়ে।
সামাজিক উন্নয়নমুলক কোন সেক্টরে কি করা সম্ভব।
পাবলিকেশনে জার্নাল লিখে ছাপানোর পরামর্শ বা কারো ত্বত্তাবধানে রিসার্স বা শিক্ষকতা এগুলো অনলাইনে ঢাকা ভার্সিটির PhD নোটিশ থেকে আগেই জেনেছি। আমি শিক্ষক নই, আর কয়েকটা জার্নাল লিখলাম ঠিক আছে কিন্তু কিভাবে ভালো কোন পত্রিকায় সেগুলো ছাপাবো এ বিষয়ে জানিনা।
কারো তত্ত্বাবধানে দু-এক বছর রিসার্স এর ব্যাপারে, এক্ষেত্রে কি ঢাকা ইউনিভার্সিটির কোন PhD প্রফেসরের সাথে দেখা করা ও উনার কাছ থেকে পরামর্শ নিব কিনা সেটা একটু জানাবেন।
মাস্টার্স করলে কি সরাসরি PhD করা যায় নাকি আগে MPhil করা লাগবে?
সবচেয়ে ভালো হত যদি আপনার সাথে ফেসবুকে বা ফোনে ৫ মিনিট কথা বলতে পারতাম।
ধন্যবাদ, আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৪

মি.সিম্পলম্যান বলেছেন: ঠিক কিভাবে কি করবো এমন কোন গাইড লাইন দেওয়ার মত কাউকে খুজে পাচ্ছি না যিনি দেশ থেকে পিএইচডি করছেন।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

মি.সিম্পলম্যান বলেছেন: আমার যদিও ইসলামিক স্টাডিস নিয়ে গ্রাজুয়েশন-মাস্টার্স করা তার পাশাপাশি অনলাইন ও কম্পিউটার সেক্টরে আমার ভালো পড়াশোনা ও ফ্রিল্যান্সিং সাইডের ভালো কাজ জানি। কিন্তু এই বিষয়ে শেখা আমার সম্পূর্ণ অনলাইন ও ইন্টারনেট থেকে। তাই কোন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই।

চাইছিলাম সামাজিক উন্নয়নমূলক কোন বিষয় নিয়ে পিএইচডি করতে যাতে ভবিষ্যতে সেই পড়াশোনা দেশের মানুষের উন্নয়নের কাজে লাগাতে পারি। এছাড়াও পিএইচডি আমার প্রায় এক যুগ আগের স্বপ্ন।
আমি এই পড়াশোনা কোন প্রতিষ্ঠানে কাজ বা চাকুরির জন্য করতে চাচ্ছি না যাস্ট এটা আমার ইচ্ছা বা স্বপ্ন সেটাই পুরন করতে চাচ্ছি। আমি অলরেডি কম্পিউটার এর কিছু কাজ ও অনলাইনের কন্টেন্ট ক্রিয়েটিং এর কিছু কাজ করছি। ভালো চাকুরী ভালো বেতন, টাকা-পয়সা এর কিছুই আমাকে কখনো টানেনি। ইনফ্যাক্ট চাকুরী আমার মত মানুষের জন্য না। আমি ক্রিয়েটিভিটি পছন্দ করি যা চাকুরী ক্ষেত্রে দেখানর সুযোগ খুব সীমিত।

২| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৭

কালীদাস বলেছেন: বাংলাদেশ আর ইউকের দুয়েকটা জায়গায় মেন্ডেটরি, অন্য কোথাও দেখেছি বলে মনে পড়ছেনা এখন। আপনি তো আর সব সাবজেক্টে পিএইচডি করবেন না, এমনকি যে সাবজেক্টে এমএস করেছেন, তার সব কয়টা ব্রাঞ্চেও না; কেবলমাত্র সাবজেক্টের যে সুনির্দিষ্ট ফিল্ডে আপনার ইন্টারেস্ট সেটাতে আপনি রিসার্চ করবেন আপনার পিএইচডিতে। এনিওয়ে, ব্যাচেলরের লাস্ট বছরে, এমএসে ভাল গ্রেড থাকা বেটার; এবং অবশ্য থিসিস/প্রজেক্টে। কারণ এগুলো আপনার ফিল্ড অফ ইন্টারেস্টে আপনার স্ট্রেংথের পরিচায়ক।

এবার আখেনাটেনের কমেন্ট ফলো করতে পারেন, উনি ভাল বুদ্ধি দিয়েছেন। লাস্ট পিস অফ সাজেশন: নর্থ আমেরিকায় গেলে তো কথাই নেই, এর বাইরে অন্য কোথাও গেলে কোর্স ওয়ার্ক আছে এরকম প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করবেন। ফলটা হাতে নাতে টের পাবেন রিসার্চের সময়।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২১

মি.সিম্পলম্যান বলেছেন: তাহলে কি দেশে আর করার কোন চান্স নেই? বিদেশে করার মত আর্থিক অবস্থা বা পারিবারিক অবস্থা নেই।
অনার্স-মাস্টার্স করেছি ইসলামিক স্টাডিস নিয়ে।
সামাজিক উন্নয়নমুলক কোন সেক্টরে কি করা সম্ভব। আর আমি কোন সেক্টর নিয়ে PhD করবো এটা কোথা থেকে জানবো।
পাবলিকেশনে জার্নাল লিখে ছাপানোর পরামর্শ বা কারো ত্বত্তাবধানে রিসার্স বা শিক্ষকতা এগুলো অনলাইনে ঢাকা ভার্সিটির PhD নোটিশ থেকে আগেই জেনেছি। আমি শিক্ষক নই, আর কয়েকটা জার্নাল লিখলাম ঠিক আছে কিন্তু কিভাবে ভালো কোন পত্রিকায় সেগুলো ছাপাবো এ বিষয়ে জানিনা।
কারো তত্ত্বাবধানে দু-এক বছর রিসার্স এর ব্যাপারে, এক্ষেত্রে কি ঢাকা ইউনিভার্সিটির কোন PhD প্রফেসরের সাথে দেখা করা ও উনার কাছ থেকে পরামর্শ নিব কিনা সেটা একটু জানাবেন।
মাস্টার্স করলে কি সরাসরি PhD করা যায় নাকি আগে MPhil করা লাগবে?
PhD সংক্রান্ত সকল বিষয়ে ক্লিয়ার ধারনা নিতে আমি ঢাকার কোথায় বা অনলাইনে কোথায় গিয়ে কথা বলতে পারি সেটা জানালে ভালো হত,
সবচেয়ে ভালো হত যদি আপনার সাথে ফেসবুকে বা ফোনে ৫ মিনিট কথা বলতে পারতাম।
ধন্যবাদ, আপনার কমেন্টের অপেক্ষায় থাকলাম।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৪

মি.সিম্পলম্যান বলেছেন: ঠিক কিভাবে কি করবো এমন কোন গাইড লাইন দেওয়ার মত কাউকে খুজে পাচ্ছি না যিনি দেশ থেকে পিএইচডি করছেন।

৩| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:



কিসের উপর করতে চাচ্ছেন?

৪| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১১

কালীদাস বলেছেন:




পোস্ট করেছি: ১১৯টি
মন্তব্য করেছি: ২৯১টি
মন্তব্য পেয়েছি: ৫০৩টি
ব্লগ লিখেছি: ৬ বছর ১০ মাস
অনুসরণ করছি: ৩ জন
অনুসরণ করছে: ৮ জন

উঁহু!! কম্যুনিকেশন আরও বাড়াতে হবে আপনার। একটা ছোট্ট ইনফো/কমেন্ট বছরের পর বছর চালিয়ে যাওয়া রিসার্চের লাইন পাল্টে দিতে পারে। এমনিতেও আপনাকে প্রচুর মেইল করতে হবে আগে পরে মাঝে।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৩৯

মি.সিম্পলম্যান বলেছেন: ভাইয়া এটা আমার আসল অ্যাকাউন্ট না। এখানে বেশির ভাগ সময়েই হেল্প চাই মুলক পোস্ট করি।
আর আমার যদিও ইসলামিক স্টাডিস নিয়ে গ্রাজুয়েশন-মাস্টার্স করা তার পাশাপাশি অনলাইন ও কম্পিউটার সেক্টরে আমার ভালো পড়াশোনা ও ফ্রিল্যান্সিং সাইডের ভালো কাজ জানি। কিন্তু এই বিষয়ে শেখা আমার সম্পূর্ণ অনলাইন ও ইন্টারনেট থেকে। তাই কোন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই।

চাইছিলাম সামাজিক উন্নয়নমূলক কোন বিষয় নিয়ে পিএইচডি করতে যাতে ভবিষ্যতে সেই পড়াশোনা দেশের মানুষের উন্নয়নের কাজে লাগাতে পারি। এছাড়াও পিএইচডি আমার প্রায় এক যুগ আগের স্বপ্ন।
আমি এই পড়াশোনা কোন প্রতিষ্ঠানে কাজ বা চাকুরির জন্য করতে চাচ্ছি না যাস্ট এটা আমার ইচ্ছা বা স্বপ্ন সেটাই পুরন করতে চাচ্ছি। আমি অলরেডি কম্পিউটার এর কিছু কাজ ও অনলাইনের কন্টেন্ট ক্রিয়েটিং এর কিছু কাজ করছি। ভালো চাকুরী ভালো বেতন, টাকা-পয়সা এর কিছুই আমাকে কখনো টানেনি। ইনফ্যাক্ট চাকুরী আমার মত মানুষের জন্য না। আমি ক্রিয়েটিভিটি পছন্দ করি যা চাকুরী ক্ষেত্রে দেখানর সুযোগ খুব সীমিত।

৫| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রথমতঃ পি,এইচ,ডি-তে ওভারওল ফার্স্ট ক্লাস থাকা'র দরকার নেই সব দেশে।

দ্বিতীয়তঃ আপনি যে বিষয়ের পর পি,এইচ,ডি করতে চান, সেই পার্টিকুলার বিষয়ে আপনার নাম্বারটা জরুরী। ভালো নাম্বার না থাকলে, জব এক্সপেরিয়েন্স বা রিসার্চ প্যাপার থাকলে তা পুষিয়ে যায় বলে জানি।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৩

মি.সিম্পলম্যান বলেছেন: আমিও আপনার মত জানি কিন্তু ঠিক কিভাবে কি করবো এমন কোন গাইড লাইন দেওয়ার মত কাউকে খুজে পাচ্ছি না যিনি দেশ থেকে পিএইচডি করছেন।

৬| ৩০ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৮

শামচুল হক বলেছেন: আখানটেক এবং কালীদাস ভালো উপদেশ দিয়েছেন।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪১

মি.সিম্পলম্যান বলেছেন: উপদেশের পাশাপাশি এই মুহূর্তে আমার সন্দেশের ও দরকার :) কিন্তু সন্দেশ ওয়ালা বা তার দোকান কোথায় এটা জানিনা। :) কমেন্টের জন্য ধন্যবাদ

৭| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৭

সুমন কর বলেছেন: মন্তব্য ২-এ উপদেশ যথার্থ।

৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৪১

মি.সিম্পলম্যান বলেছেন: উপদেশের পাশাপাশি এই মুহূর্তে আমার সন্দেশের ও দরকার :) কিন্তু সন্দেশ ওয়ালা বা তার দোকান কোথায় এটা জানিনা। :)

৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১১:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আপনার ইমেইল এড্রেসটা ও কন্টাক্ট নাম্বার দিয়ে মডারেটরের সাথে যোগাযোগ করুন। বলুন যে এখান থেকে আমি আগ্রহী হয়েছি আপনাকে একজনের সাথে কন্টাক্ট করিয়ে দেওয়ার ব্যাপারে। পারলে আমার এই মন্তব্যের একটি স্ক্রিন শট দিন উনাদেরকে।

উনারা নিশ্চয়ই আমার কন্টাক্ট নাম্বার/ইমেইল এড্রেসটি আপনাকে দিবেন।

শুভেচ্ছা থাকলো।

৩১ শে মার্চ, ২০১৮ সকাল ৭:০৫

মি.সিম্পলম্যান বলেছেন: ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি আপনার কমেন্ট পেয়ে।
আপনি যেভাবে বলেছেন সেভাবে করে দেখছি। ফল না পেলে। এখানে কমেন্ট করে জানাব ।

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৬

মি.সিম্পলম্যান বলেছেন: দুদিন হল মডারেটরদের কোন রিপ্লাই পেলাম না। ব্লগে ডানে উপরে " সহযোগিতা " অপশনে গিয়ে আপনার সমস্যা জানানে গিয়ে মডারেটরদের সাথে যোগাযোগের জন্য মেসেজ করেছিলাম।
এখন আমার করনীয় কি ভাইয়া/স্যার ?
আমি কিভাবে আপনার থেকে হেল্প পেতে পারি?
আমার মেইলঃ [email protected]
ফেসবুকঃ https://www.facebook.com/abdullah.ether

৯| ৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৪:৩৪

কালীদাস বলেছেন: স্যরি, পারসোনাল যোগাযোগের চেয়ে এখানে কম্যুনিকেট করাটা প্রেফার করছি, এমনিতেও ফেসবুক ইউজ করিনা। দেখি আপনার ক্যোয়েরির রিপ্লাই কতটা দিতে পারি।

তাহলে কি দেশে আর করার কোন চান্স নেই? বিদেশে করার মত আর্থিক অবস্থা বা পারিবারিক অবস্থা নেই।
অনার্স-মাস্টার্স করেছি ইসলামিক স্টাডিস নিয়ে।
সামাজিক উন্নয়নমুলক কোন সেক্টরে কি করা সম্ভব। আর আমি কোন সেক্টর নিয়ে PhD করবো এটা কোথা থেকে জানবো।

আপনি পিএইচডি করবেন সেই সাবজেক্টে/ফিল্ডে, যেটাতে আপনার এমএস লেভেলে বা হায়ার লেভেলে রিসার্চ এক্সপেরিয়েন্স আছে/ ভাল ব্যাকগ্রাউন্ড আছে। সুপারভাইজর একটা বড় ফ্যাক্ট, আপনার রিসার্চের এইম ফিক্স করতে, গাইড করতে।

পাবলিকেশনে জার্নাল লিখে ছাপানোর পরামর্শ বা কারো ত্বত্তাবধানে রিসার্স বা শিক্ষকতা এগুলো অনলাইনে ঢাকা ভার্সিটির PhD নোটিশ থেকে আগেই জেনেছি। আমি শিক্ষক নই, আর কয়েকটা জার্নাল লিখলাম ঠিক আছে কিন্তু কিভাবে ভালো কোন পত্রিকায় সেগুলো ছাপাবো এ বিষয়ে জানিনা।
কারো তত্ত্বাবধানে দু-এক বছর রিসার্স এর ব্যাপারে, এক্ষেত্রে কি ঢাকা ইউনিভার্সিটির কোন PhD প্রফেসরের সাথে দেখা করা ও উনার কাছ থেকে পরামর্শ নিব কিনা সেটা একটু জানাবেন।

পাবলিকেশনের কনসেপ্টটা আপনার ক্লিয়ার না। জার্নাল ঘাটুন, দেখুন কিভাবে আর্টিকেল লিখতে হয় জার্নালে। পেপারের আর্টিকেল আর সায়েন্টিফিক পাবলিকেশন এক জিনিষ না। আসলেই ভাল হয় আপনি যদি আপনার নিজের কোন টিচারের সাথে ফেস টু ফেস কথা বলে আপনার কারেন্ট স্ট্যাটাস এভালুয়েট করতে পারেন।


মাস্টার্স করলে কি সরাসরি PhD করা যায় নাকি আগে MPhil করা লাগবে?
PhD সংক্রান্ত সকল বিষয়ে ক্লিয়ার ধারনা নিতে আমি ঢাকার কোথায় বা অনলাইনে কোথায় গিয়ে কথা বলতে পারি সেটা জানালে ভালো হত,

ঢাকা ভার্সিটিতে পিএইচডির সার্কুলারগুলো যখন দেখতাম, সেখানে মাস্টার্সের পর পাবলিকেশন থাকলে সরাসরি পিএইডিতে এনরোল করা যেত। না থাকলে এমফিল প্রয়োজন।

আরও প্রশ্ন করতে পারেন, কোন পয়েন্টে কনফিউশন থাকলে।

১০| ৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৫:৩১

কালীদাস বলেছেন: ওহ বলতে ভুলে গিয়েছিলাম কেন আপনার নিজের টিচারদের সাথে কথা বলতে বলেছি। কোন ডিসক্রিমিনেট করছিনা এই স্টেটমেন্টে, দেশের পাবলিক ভার্সিটিগুলোর পিএইচডি ফেলোদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ন্যাশনাল ইউনির টিচাররা; পার্টটাইমে পিএইচডি করার জন্য তারা এই সার্কুলারগুলোর খবর/রিক্যোয়ারমেন্ট সম্পর্কেও ভাল আইডিয়া রাখেন। আর আপনার নিজের সাবজেক্টে পাবলিক ভার্সিটির পন্ডিতদের সাথে যোগাযোগ থাকলে তো আরও ভাল, সরাসরি ইনফো পাবেন।

৩১ শে মার্চ, ২০১৮ ভোর ৬:৫৪

মি.সিম্পলম্যান বলেছেন: ধন্যবাদ। আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি। আমাদের ইসলামিক স্টাডিস ডিপার্টমেন্টে যে কজন টিচার আছেন তাদের কেউ পিএইচডি না। তার পরেও তাদের কাছে হেল্প চাইছিলাম আরও প্রায় বছর দেড়েক আগে। তারা অন্য ডিপার্টমেন্টের একজন টিচারের কাছে যেয়ে দেখা করতে বলেন। দুই দিন যেয়েও তাকে পাইনি। আর তিনি হচ্ছেন Sociology ডিপার্টমেন্টের। তারপরে আর যাওয়া হয়নি। হুম দেখি আরেকবার যেয়ে কোন হেল্প পাই কিনা।

(অন্য ডিপার্টমেন্টের টিচারদের কথা বলতে পারবো না তবে) আমাদের ডিপার্টমেন্টে সত্যি বলতে কি, দুই একজন বাদে কিছু টিচারদের ভাবসাব বরাবরই আনফ্রেন্ডলি অতিমাত্রায় শিক্ষকসুলভ। সরকারী চাকুরী তো গায়ে কেমন জানি বাতাস লাগায় না ছাত্রদের ক্যারিয়ার নিয়ে কোন কেয়ার নেই। এমন অনেক এক্সাম দিয়েছি যার রেজাল্ট দিনের পর দিন চেয়েছি, কিন্তু ওই পরিক্ষা নেওয়া পর্যন্তই খাতা তারা দেখার প্রয়োজন ও মনে করেননি তারা। তারা একজন মাস্টার্স পাশ ম্যাচিউর ছাত্রদের সাথে SSC স্টুডেন্টের মত পোলাপান ভেবে ব্যাবহার করে। মোটকথা আমার নিজের ডিপার্টমেন্টে হেল্প করার মোট কেউ নেই। তাই অনলাইনে চেষ্টা করছি ভালো কোন পরামর্শক/বড় ভাই খোঁজার যে অন্তত দেশ থেকে পিএইচডি করছেন আর আমাকে মোটামুটি কি করতে হবে সেই ব্যাপারে পথ দেখাবে। আপনার কস্টের জন্য ধন্যবাদ। But, i really need someone with whom i can talk...........
মে বি সত্যপথিক শাইয়্যান (৮ নং কমেন্টর) আমাকে হেল্প করতে পারবেন............ অন্তত উনার কমেন্টে তো তেমনটাই মনে হচ্ছে। আর আপনি চাইলে আমাকে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখতে পারেন আমার ফেসবুকে.........

আচ্ছা আরেকটা কথা আপনি কোথায় কিসের উপরে PhD করছেন বা করে ফেলেছেন। এখন কি করছেন?

১১| ৩১ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৫

কালীদাস বলেছেন: ন্যাশনাল ইউনির টিচারদের এই বিহেভগুলো আমার কখনই পছন্দ ছিল না, অনেকের মাঝেই আছে এই নেচার প্রকটভাবে। হাসি পায় যখন করিডরে এনাদের কাউকে কাউকে ঘুরঘুর করতে দেখি কোনমতে একটা এমফিল প্রোগ্রামে এনরোলড হওয়ার জন্য। আমি এখন স্টাডি লিভে বাইরে আছি, পিএইচডি প্রায় শেষের দিকে; আশা করি আমার পেশা সম্পর্কেও খানিকটা আইডিয়াও পেয়েছেন অলরেডি ;) আমি আপনার সাবজেক্টের ধারেকাছেও না, কাজেই সাবজেক্ট নিয়ে আপনাকে খুব ভাল সাজেশন দিতে পারব না :( ফেসবুক ইউজ করি না। আপনার সাবজেক্টে পুরনো কাউকে পেলে ট্রাই করে দেখতে পারেন। আপনার টিচাররা কেউ যদি আপনাকে সোশলজি ডিপার্টমেন্টে সাজেস্ট করে থাকে, তাহলে আপনার ইন্টারেস্ট হয়ত ওনাদের সাথে মিলতে পারে ধারণা থেকেই সেটা ওনারা বলেছেন। স্যরি ম্যান, লেগে থাকতে হবে; কচ্ছপের কামড়ের মত, এত অল্পতেই আশা হারালে চলবে না। প্রচুর ধৈর্য্য এবং ব্যাপক খাটার জন্য রেডি থাকতে হবে জাস্ট স্টার্ট করার জন্য এবং সফল হবার জন্য।

তবে আপনার সাথে কনভার্সেশনে আমার ইনিশিয়াল রিকমেন্ডেশন হচ্ছে; আপনি প্রথমে এমফিলের জন্য ট্রাই করুন, রিসার্চ কি কিছুটা শিখুন এরপর পিএইচডির জন্য লাগুন। গুডলাক :)

৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

মি.সিম্পলম্যান বলেছেন: মে বি ...... আপনি ইউনিভার্সিটির শিক্ষক/প্রফেসর বা শিক্ষা মন্ত্রনালয়ের কেউ। :) যদিও আমি সিওর না। করিডোরে ঘোরাফেরা দেখে যাস্ট আইডিয়া করে নিলাম।
হুম, যাব! ঢাকা ভার্সিটি ও কলেজ দুটোতেই যাব। কচ্ছপের মত কামড়ে ধরে থাকব আমার স্বপ্নকে।
দেখি নিয়তি কোথায় নেয়। রেজাল্ট যেহেতু সব ফার্স্ট ক্লাস না তাই একটু আক্ষেপ।
জেনারেলের ছাত্র হিসাবে বেশী খারাপ ছিলাম না তবে ইচ্ছা করেই ইসলামিক স্টাডিস প্রথম চয়েস নিয়েছিলাম।(ঐযে বলেছিলাম না, চাকরীর আর সার্টিফিকেটের চিন্তা নিয়ে পড়াশোনা করিনি)। আর ভালোই চলছিলো Untill আরবি লেখা ও কুরআন ট্রান্সলেট করা বিষয়ক সাবজেক্ট এসে যাওয়াতে রেজাল্ট Fall করেছে। যাই হোক আমি এখনো হোপ ফুল।
ধন্যবাদ আপনার সুন্দর কতগুলো পরামর্শের জন্য।

১২| ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

মি.সিম্পলম্যান বলেছেন: মে বি ...... আপনি ইউনিভার্সিটির শিক্ষক/প্রফেসর বা শিক্ষা মন্ত্রনালয়ের কেউ। :) যদিও আমি সিওর না। করিডোরে ঘোরাফেরা দেখে যাস্ট আইডিয়া করে নিলাম।
হুম, যাব! ঢাকা ভার্সিটি ও কলেজ দুটোতেই যাব। কচ্ছপের মত কামড়ে ধরে থাকব আমার স্বপ্নকে।
দেখি নিয়তি কোথায় নেয়। রেজাল্ট যেহেতু সব ফার্স্ট ক্লাস না তাই একটু আক্ষেপ।
জেনারেলের ছাত্র হিসাবে বেশী খারাপ ছিলাম না তবে ইচ্ছা করেই ইসলামিক স্টাডিস প্রথম চয়েস নিয়েছিলাম।(ঐযে বলেছিলাম না, চাকরীর আর সার্টিফিকেটের চিন্তা নিয়ে পড়াশোনা করিনি)। আর ভালোই চলছিলো Untill আরবি লেখা ও কুরআন ট্রান্সলেট করা বিষয়ক সাবজেক্ট এসে যাওয়াতে রেজাল্ট Fall করেছে। যাই হোক আমি এখনো হোপ ফুল।
ধন্যবাদ আপনার সুন্দর কতগুলো পরামর্শের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.