![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা, ওয়াইফাই রাওটার দিয়ে কি ডেডিকেটেড স্পীড সেট করা যায়।
যেমন একটা 10 MBPS এর লাইন দু'জনে চালাবো 5MB করে।
এক্ষেত্রে কেউ কিছু ডাউনলোড দিলে সে অন্যের স্পীড টেনে নিবে না।
অর্থাৎ 5 MB স্পিডের বেশী বা কম কোনটাই পাবে না।
প্লীজ কারো জানা থাকলে একটু কমেন্ট করে জানান। ধন্যবাদ
২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০২
মি.সিম্পলম্যান বলেছেন: এখনো কোনটা কিনি নাই, যদি এমনটা করা পসিবল হয় তাহলে TP Link এর ১৫০০ টাকার রাঊটার কিনতে পারি। আপনার কোন সাজেস্ট থাকলে বলতে পারেন।
তবে আমি কিন্তু লিমিট করার কথা বলিনি, বলেছি ডেডিকেটেড স্পীড এর কথা, অর্থাৎ একে অন্যের স্পীড নিয়ে টানাটানি করতে হবে না, যে যারটা ইউজ করতে পারবে
এমনটা করা কি পসিবল, যদি পসিবল হয় তাহলে কোন সেটিংস এ গিয়ে করা লাগবে ?
২| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
শফিউল আলম চৌধূরী বলেছেন: হুম, টিপি লিংকের বর্তমানের সব গুলাতেই করা যায় (আমার দেখা যদ্দুর আরকি)। আর আপনি যদি একজনকে ৫মেগায় লিমিট করে দেন, তো ২জনকে ৫ - ৫ করে দিলে আর কেউ কারওটা নিয়ে টানাটানি করতে পারবে না। এটাকে আপনি যদি ডেডিকেটেড মনে করেন, তাইলে তাই।
রাউটার কিনেন, একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন; ইন শা আল্লাহ।
৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৯
রাজীব নুর বলেছেন: না জানি না।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০০
শফিউল আলম চৌধূরী বলেছেন: বেশীরভাগ রাউটারেই সিষ্টেম আছে। রুলস/কিউএসএস/আইপি স্পিড লিমিট....ইত্যাদি বহু নামে থাকে। আপনার রাউটার কোনটা?