নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।

মি.সিম্পলম্যান

সিম্পলভাবে বাচঁতে চাই।

মি.সিম্পলম্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগে কেউ কি আছেন যিনি ট্রেনে করে ঢাকা থেকে মুম্বাই গিয়েছেন, প্লিজ কিভাবে যাবো একটু বলবেন

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আমার এক ভাই বাংলাদেশে আসার সময় পুনা থেকে (মুম্বাইয়ের নিকটে) ফ্লাইটে প্রথমে কলকাতা তারপরে আবার ফ্লাইট বদলে ঢাকা এয়ারপোর্টে এসেছে ৯,৮০০ রুপি খরচ করে। এখন যাবার সময় ট্রেনে যেতে চাচ্ছেন যাতে অনেক কম খরচে যেতে পারেন। কিন্তু যদি আবার বেশী ঝামেলা পোহাতে হয় সেটাও ভাবছেন।

ব্লগে কেউ কি আছেন যিনি ট্রেনে ঢাকা থেকে মুম্বাই গিয়েছেন, যদি থেকে থাকেন তাহলে প্লিজ কিভাবে যেতে হবে , কেমন খরচ পড়বে, কত দিন লাগবে ইত্যাদি কমেন্টে জানান।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বাংলাদেশ থেকে অতি অল্প খরচে দিল্লী যাওয়ার রুট হলঃ ঢাকা থেকে যশোহর হয়ে বেনাপল; ভাড়া ছয়শত টাকা'র মধ্যে হয়ে যাবে। ... চাইলে কলকাতা থেকে বিমানেও মুম্বাই যেতে পারেন, ইন্ডিয়ার ডোমেস্টিক এয়ার লাইন্সে মোটামুটি কম খরচে (একটু আগে থেকে টিকেট করে রাখলে অনেক কমে পাওয়া যায়) কলকাতা থেকে মুম্বাই, ৪,৫০০-৫,০০০ টাকায় যাওয়া যায়। ... দিন ০১ঃ কলকাতা থেকে রাতের যে কোন ট্রেনে রওনা হয়ে যান মুম্বাইয়ের উদ্দেশ্যে।

ঢাকা-কলকাতা-ঢাকা (১,০০০X২)= ২,০০০ টাকা।
কলকাতা-মুম্বাই-কলকাতা (৮০০ রুপী হিসেবে ১,০০০X২)= ২,০০০ টাকা।
হোটেল ভাড়া দুই রাত (৮০০ রুপী হিসেবে ১,০০০X২)= ২,০০০ টাকা।
খাবার ০৭ দিন, প্রতিদিন (২৫০ রুপী হিসেবে ৩০০X৭)= ২,১০০ টাকা।
মুম্বাই দর্শন এবং এলিফ্যান্ট আইল্যান্ড ভ্রমণ ১,৫০০ টাকা।
অন্যান্য (ইমারজেন্সি মানি সহ) ১,৪০০ টাকা।
বর্ডার স্পিডমানি এবং ট্রাভেল ট্যাক্স ১,০০০ টাকা।
সর্বমোটঃ ১২,০০০ টাকা।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭

মি.সিম্পলম্যান বলেছেন: স্যার, আপনি বলেছেন- ঢাকা থেকে যশোহর হয়ে বেনাপল
কিন্তু সেটা কিভাবে যাবো সেটা বলেননি। কমলাপুরের ট্রেনে নাকি গাবতুলির যশোরের বাসে উঠে ওখান থেকে বেনাপলের বাস। আমি আরেকটু ক্লিয়ার হবার জন্য জিজ্ঞেস করছি। যদি পসিবল হয় আপনার ফোন নাম্বার দিলে কথা বলে ব্যাপার গুলো আরও ক্লিয়ার হতাম।
ধন্যবাদ

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

রাজীব নুর বলেছেন: স্যরি। আমি এই ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারবো না।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪

ব্রেইন সিক শহিদুল বলেছেন: হুম ভাই আমি গত বছর গিয়েছিলাম।ট্রেনে করে ঢাকা থেকে মুম্বাই।আমি আপনাকে সাহায্য করতে পারি।

৪| ২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৫

ব্রেইন সিক শহিদুল বলেছেন: হুম ভাই আমি গত বছর গিয়েছিলাম।ট্রেনে করে ঢাকা থেকে মুম্বাই।আমি আপনাকে সাহায্য করতে পারি।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৫

ফিসফাস বলেছেন: দেখে নিন।দেখে নিন।

দেখে নিন।দেখে নিন।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনি বলেছেন- ঢাকা থেকে যশোহর হয়ে বেনাপল, কিন্তু সেটা কিভাবে যাবো সেটা বলেননি। কমলাপুরের ট্রেনে নাকি গাবতুলির যশোরের বাসে উঠে ওখান থেকে বেনাপলের বাস।

গাবতলী থেকে হানিফ এন্টারপ্রাইজের বাস কিংবা শ্যমলী পরিবহনে করে গাবতলী থেকে বেনাপোল যেতে পারেন।

ঢাকা থেকে বেনাপোল
ভারতের সীমান্ত পাড়ি দিতে যশোরে না নেমে সরাসরি বেনাপোলেও যেতে পারেন। এ পথে হানিফ, একে ট্রাভেলস, এস আলম, ঈগল এবং সোহাগ পরিবহন নিয়মিত সেবা দিয়ে থাকে। এসি ছাড়া এগুলোতে জনপ্রতি ভাড়া পড়বে ৫ থেকে ৬০০ টাকা পর্যন্ত। এ ছাড়া আরামদায়ক সেবা পেতে সোহাগ কিংবা গ্রীন লাইনে খরচ হবে ১২৫০ টাকা থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত।
ঢাকা থেকে কলকাতা
ভারতের কলকাতায় সরাসরি যাতায়াত করতে চাইলে উঠে পড়তে পারেন মৈত্রী পরিবহনে। জনপ্রতি এর ভাড়া ১ হাজার ৩৫০ টাকা। এ ছাড়া শ্যামলী, সোহাগ এবং গ্রীন লাইনও এ পথে আরামদায়ক সেবা দিয়ে আসছে। ভাড়া পড়বে জনপ্রতি ১৩ থেকে ১৭০০ টাকা পর্যন্ত। আর এসি ছাড়া যেতে চাইলে সোহাগ পরিবহনে খরচ হবে ৬৭০ টাকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.