![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজ সেবায় বা মানব সেবার ক্ষেত্রে পরিচালিত নানা প্রতিষ্ঠানের শেষে ট্রাস্ট, ফাউন্ডেশন দেখতে পাই। এই দুটোর মেইন পার্থক্য কি?
২| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: সমস্ত ট্রাস্ট বা ফাউন্ডেশন তারা যতই ত্রন দিক, সাহায্য করুক। এর পেছনে তাদের অন্য কারন আছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সহজে বলতে গেলে;
ট্রাস্ট গুলো ১৮৮২ সালের ট্রাস্ট আইনের অধীনে গঠিত হয়। এই ব্যবস্থায় কোনও ব্যক্তি (Executor) বিশ্বাসের ভিত্তিতে তার সম্পদ অন্য এক বা একাধিক ব্যক্তির (Trustees) নিয়ন্ত্রণে দিয়ে দেয় এই উদ্দেশ্যে যে এই সম্পদ তারা (Trustees) নিজেরা ভোগ করবে না বরং Trust Deed এ উল্লেখিত beneficiary দের জন্য trust deed এ উল্লেখিত পদ্ধতিতে ব্যয় করবে তখন একে ট্রাস্ট বলে। দাতব্য উদ্দেশ্য ছাড়াও trust গঠন করা যায়।
আর ফাউন্ডেশন গুলি ১৮৬০ সালের Societies Registration Act এর অধীনে গঠিত হয়। এই ধরণের Society নিবন্ধনের জন্য কম পক্ষে ৭ জনকে memorandum of association এ subscribe করতে হয়। দাতব্য এবং সমাজ কল্যাণ মুলক কাজের জন্য এই ধরণের প্রতিষ্ঠান গঠন করা হয়।