![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মাঝে প্রকৃতিকে খুঁজে বেড়নো আমার শখ। মানবতা আমার ধর্ম। কোন অভৌত সম্পর্কে আমি অনুগামী ভক্ত নই। আমার ভালো লাগা রক্ত-মাংসের মানুষের সম্পর্কায়নে। আমি সার্বজনীনতায় বিশ্বাসী।
যখন স্বপ্নের দুঃসময়
মোহাম্মদ রাহীম উদ্দিন
শ্যাঁতশ্যাঁতে ভেজা স্বপ্ন আমার
সোহাগ পেতে চায়,
রোদের গায়ে হেলান দিয়ে
তাই আয়েশ লুটতে যায়,
নরম কোমল স্পর্শেও সে
ফসল বুনতে চায়।
মুখোশ পরা স্বপ্নগুলো
কাক শকুনীর ভীড়ে,
উড়ে গেছে খাঁচা ছিঁড়ে
রংধনুটা নিয়ে।
বুনতে গিয়ে রঙ্গীন স্বপ্ন
নকশী কাঁথার ফোঁড়ে,
পালায় ছুটে মনের জোয়ার
পদ্মা নদীর তীরে।
নাড়ীর বাঁধন আজ
ছন্নছাড়া স্বপ্ন বিলাসে,
ফের বাঁধন তাই
স্বপ্ন খোঁজে;
নিশ্চিত মৃত্যু বিষে!
স্ত্রীলোকের হলুদ ফিতায়
কিছু স্বপ্ন আঁকা,
ফেরীওয়ালার টিনের কৌটায়;
তাও বন্দি করে রাখা।
আমার বেড়ার ফাঁক দিয়েও ভাই
স্বপ্ন যায় না দেখা,
জমীদারের গুদাম ঘরে
তা মজুদ করে রাখা।
স্বপ্ন দেখা হয়না আমার
হায়! উঁই পোকার ভয়ে মরি
অন্যের দেখা স্বপ্ন দেখি
তাই স্বপ্ন করি চুরি।।
সময়কাল- ২৬ / ১০ / ২০০৭
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আপনার এই একটা শব্দ (সুন্দর) অনেক মূল্য বহন করে আমার কাছে। ধন্যবাদ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ স্যার। আপনার মতো একজন গুণী ব্লগারের মন্তব্য আমার জন্য পাথেও।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
১১ ই মে, ২০১৬ দুপুর ১২:০২
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: মন্তব্যের জন্য সাধুবাদ। দেরিতে প্রত্যুত্তরের জন্য ক্ষমা প্রার্থী। ভালো থাকবেন, সাথে থাকবেন।
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
রক্তিম দিগন্ত বলেছেন: কবিতাটা ভাল লাগলো।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আপনার ভালো লাগা সূর্যের আলোর রক্তিম রেখায় চিরভাস্বর থাকবে।
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
দেবজ্যোতিকাজল বলেছেন: চুরান্ত ভাল
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: বিনম্র শ্রদ্ধা ও ধন্যবাদ।
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
কেউ নেই বলে নয় বলেছেন: ভালোই, তবে বিলাষ বানান কি বিলাস হবে নাকি নিজেও নিশ্চিত না।
০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: ধন্যবাদ আপনাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
সংশোধন করে নিলাম।
৭| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ১:১২
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা
+
১১ ই মে, ২০১৬ দুপুর ১২:০৪
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: মন্তব্যের জন্য কৃতজ্ঞতা বোধ ও ধন্যবাদ।
নিন্মলিখিত লিখাটি সমাজ সচেতনতায় পড়ুন এবং শেয়ার করুণঃ
http://www.somewhereinblog.net/blog/mrahim04/30112183
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর