নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃহত্তম বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত একজন মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষক আমি। একজন শৌখিন লেখকও বটে। শখের বশে কবিতাও লিখেছি এক সময়। বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় পত্রিকায় এবং ব্লগে ফ্রিল্যান্সার হিসেবে অনিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে লেখালেখি করি।

মোহাম্মদ রাহীম উদ্দিন

মানুষের মাঝে প্রকৃতিকে খুঁজে বেড়নো আমার শখ। মানবতা আমার ধর্ম। কোন অভৌত সম্পর্কে আমি অনুগামী ভক্ত নই। আমার ভালো লাগা রক্ত-মাংসের মানুষের সম্পর্কায়নে। আমি সার্বজনীনতায় বিশ্বাসী।

মোহাম্মদ রাহীম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

অপ্রিয় সত্য

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২০

অপ্রিয় সত্য
মোহাম্মদ রাহীম উদ্দিন

আমার বয়স তখন ছয়
সবে মাত্র এক ক্যালাস
পাশ দিয়েছি;
একদিন আমার প্রশ্নের উত্তরে
দাদু বললেনঃ-
‘‘তোর বাফে চাঁদর বুড়িরে
নাইওর আইনতো গেইয়ে…।”
দাদুর কাছ থেকে পাওয়া
এই উত্তরই আমি গলাধঃকরণ করেছিলাম।

তারপর নুইয়ে পড়া পৃথিবীর
এই আমি যখন কৈশরের শেষ প্রান্তে
এসে দাঁড়ালাম, তখন চমৎকারভাবে
অনুভব করলাম বাবার অভাব!
প্রশ্নবিদ্ধ আমি তাই শুরু করলাম
মিথ্যে প্রচারঃ-
‘‘আমার বাবা প্রবাসে চাকরিরত।”
সুদূর কি অদূর
তাতে খুব একটা আপত্তি ছিলনা আমার।

কিন্তু আজ যৌবনের প্রথম ধাপে এসে
জানতে পারলাম এক মূল্যবান সত্য-
‘আমার জন্মের প্রথম রাতেই নাকি
আমার প্রতিবাদি মাকে গলাটিপে হত্যা করেছিলেন
আমার যুদ্ধ সৈনিক রাজাকার পিতা।’

(আমার প্রথম বয়সেই মা আমায়
বাস্তবতা শিখিয়েছিলেন, কেননা;-
আমার জন্মের প্রথম প্রহরেই
আমি আমার মাকে
স্বাধীনতা উপহার দিয়েছিলাম!)


সময়কাল 15/12/1999

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছ :D:D:D

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: আপনার ভলো লাগা হোক চলার সঙ্গী সতত। ধন্যবাদ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

কবিতার মূল বিষয় আমাদের অস্তিত্বের কথা বলে।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩১

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: শুভ সকাল স্যার। সকাল বেলা সবার অাগে আপনাকে দেখতে পেয়ে ভালো লাগলো।
http://www.somewhereinblog.net/blog/mrahim04/30095674 বাংলাদেশ পুলিশঃ প্রেক্ষাপট লেখাটাতে আপনার জ্ঞানগুরু মন্তব্য প্রত্যাশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.