নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বৃহত্তম বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত একজন মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষক আমি। একজন শৌখিন লেখকও বটে। শখের বশে কবিতাও লিখেছি এক সময়। বাংলাদেশের বিভিন্ন জাতীয় ও বিভাগীয় পত্রিকায় এবং ব্লগে ফ্রিল্যান্সার হিসেবে অনিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে লেখালেখি করি।

মোহাম্মদ রাহীম উদ্দিন

মানুষের মাঝে প্রকৃতিকে খুঁজে বেড়নো আমার শখ। মানবতা আমার ধর্ম। কোন অভৌত সম্পর্কে আমি অনুগামী ভক্ত নই। আমার ভালো লাগা রক্ত-মাংসের মানুষের সম্পর্কায়নে। আমি সার্বজনীনতায় বিশ্বাসী।

মোহাম্মদ রাহীম উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

১৯ জুন ২০০০

৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৫৯

কেবলি ক্ষয়ে যায় দিন!

মনে পড়ে;--
আমরা দু’জন হেঁটেছিনু সেদিন
পৃথিবীর পথে,
ক্ষণিক হেসে, ক্ষণিক
আবেগের বশে।

হঠাৎ, অবচেতনের চাঁদ
উঠেছিল হেসে,
আমরা দু’জন বাসর ভেবে
হয়েছিলেম একাকার।

আজ তীব্র অনুতাপে;--
ওগো প্রণয়া, তুমি ক্ষমিও মোরে,
করেছি প্রণয় তোমার সনে।

ক্ষমা যদি না-ই করো!
তবে ছেড়ে যেও,
কভু ভুলে নাকো মোরে।

যদি তুমি মনে করো,
সেই দিনের সেই আচরণে
সবচেয়ে সুখী তুমি ভবে
তবে, তাই হোক।


সময়কাল ১৯/৬/২০০

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৪

বিজন রয় বলেছেন: দারুন সুন্দর।

০১ লা জুন, ২০১৬ সকাল ১০:৪৩

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.