![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মাঝে প্রকৃতিকে খুঁজে বেড়নো আমার শখ। মানবতা আমার ধর্ম। কোন অভৌত সম্পর্কে আমি অনুগামী ভক্ত নই। আমার ভালো লাগা রক্ত-মাংসের মানুষের সম্পর্কায়নে। আমি সার্বজনীনতায় বিশ্বাসী।
কেবলি ক্ষয়ে যায় দিন!
মনে পড়ে;--
আমরা দু’জন হেঁটেছিনু সেদিন
পৃথিবীর পথে,
ক্ষণিক হেসে, ক্ষণিক
আবেগের বশে।
হঠাৎ, অবচেতনের চাঁদ
উঠেছিল হেসে,
আমরা দু’জন বাসর ভেবে
হয়েছিলেম একাকার।
আজ তীব্র অনুতাপে;--
ওগো প্রণয়া, তুমি ক্ষমিও মোরে,
করেছি প্রণয় তোমার সনে।
ক্ষমা যদি না-ই করো!
তবে ছেড়ে যেও,
কভু ভুলে নাকো মোরে।
যদি তুমি মনে করো,
সেই দিনের সেই আচরণে
সবচেয়ে সুখী তুমি ভবে
তবে, তাই হোক।
সময়কাল ১৯/৬/২০০
০১ লা জুন, ২০১৬ সকাল ১০:৪৩
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় সাথে থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৪
বিজন রয় বলেছেন: দারুন সুন্দর।