![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মাঝে প্রকৃতিকে খুঁজে বেড়নো আমার শখ। মানবতা আমার ধর্ম। কোন অভৌত সম্পর্কে আমি অনুগামী ভক্ত নই। আমার ভালো লাগা রক্ত-মাংসের মানুষের সম্পর্কায়নে। আমি সার্বজনীনতায় বিশ্বাসী।
জীব রূপে এসেছি আমি পৃথিবীতে
প্রাগৌতিহাসিক যুগে;
তবু উলঙ্গ দেহে হাঁটিনি সূর্যালোকে
দারুচিনি দ্বীপটির তীরে কভু।
সাগরের বুক থেকে নিয়েছি হাতড়িয়ে
স্যাঁত স্যাঁতে ঝিণুক কত শত,
ভেজা পায়ে ফিরেছি ঘরে-
আমার পদচিহ্ন তবু সাগরের বুকে।
অতঃপর দেখিনি আমি
কিভাবে নক্ষত্রেরা অন্ন তুলে নেয়
তাদেরেই অন্ননালীতে!
যা জেনেছি - যা শিখেছি;-
বীভৎস পৃথিবী হারিয়েছে
তার ধীশক্তি সেই কবে!
এখন পৃথিবীর বাতিগুলো জ্বলে
ভিন্ন কেরোসিনে।
আজ পৃথিবীর এই দূর্দিনে
সকল দেবতারা যখন ব্যস্ত
তাদের দ্বিতীয় লিঙ্গ নিয়ে,
আপন মদের গেলাসে।
তখন হৃদয়ের হেট খুলে
সকল দেবতাদের তাক লাগিয়ে,
এসো মোরা দুটি জীব লিপ্ত হই গভীর প্রণয়ে
ড্রোসোফিলা প্রাণীটির মতো করে
অনবদ্য এই পৃথিবীর বুকে।
তবুও তুমি জাগো-
তোমার হৃদয় শ্মশানের বুক চিড়ে
পৃথিবীর দেবতাদের মতো
দ্বিতীয় কোন লিঙ্গ নিয়ে!
---------------------------------
সময়কাল ২৪ শে বৈশাখ ১৪০৫
©somewhere in net ltd.