![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের মাঝে প্রকৃতিকে খুঁজে বেড়নো আমার শখ। মানবতা আমার ধর্ম। কোন অভৌত সম্পর্কে আমি অনুগামী ভক্ত নই। আমার ভালো লাগা রক্ত-মাংসের মানুষের সম্পর্কায়নে। আমি সার্বজনীনতায় বিশ্বাসী।
প্রস্থান
মোহাম্মদ রাহীম উদ্দিন
জীবন ক্যালেন্ডারের নগ্ন বুক হাতড়িয়ে দেখি;-
আমার জীবন থেকে সতেরটি
ভাদরের ক্ষণকাল গেছে ঝরে।
হারিয়ে গেছে সাথে ডোবা থেকে
ডেকে উঠা ব্যাঙের প্রমত্ত কনসার্ট,
হারিয়ে গেছে সে, গেছে থেমে।
হেঁটেছি আমি পৃথিবীর বুকে
সন্ধ্যাকালে গাওয়ার উপযুক্ত
রাগিণী হাতে;
তবুও দেখিনি আমি পার্বতীর মতন
পৃথিবীর সকল কসবী শ্বেতাঙ্গীর বুকে স্তন।
এমনি করে একদিন;
বেদান্ত পুরের তাল পাতাদের দলে
সেই প্রথম ভোরে
চোখ খুলে দেখি হঠাৎ-
নেশা করছিল পৃথিবী
আপন হাতে রেখে নেশার পুরিয়া।
কেন এ পরিণতি?
গেছে কে হারিয়ে?
প্রত্যুত্তরে বল্লে সে;-
কাছেরেই এক নক্ষত্র নাকি
প্রেমেরই ডিভোর্স দিয়েছিল তারে!
কলজে পুরু পৃথিবীর
আজ এই প্রলয়ঙ্করী গোর্কির দিনে,
সেও তো আছে বেঁচে
আজও আদিম হয়ে।
এইতো সেদিন;-
সকল শেফালীর মাথার ’পরে
সূর্য্য সবে উঠেছিল হেসে।
এমনই মরসুমে-
আমারে সুধাল সে
মাকালের বনে;
এইখানে সে শুতে চায়
মাচানের তলে,
আমারে ছেড়ে
তুরানের সনে।
আমার আত্মা আজ তাই মৃত,
সাগরের চেয়েও গভীর
আমার আত্মা আজ,
আমি স্নান করছি তাই
পৃথিবীর নবীন প্রদোষে!
কঙ্গো নদীর তীরে
এই পেশল হাতে গড়েছি পিরামিড,
গড়েছি সাথে তার নারী সিংহ মুর্তি
রেখেছি তারে অমর করে নারীচিহ্ন বাদে।
(সময়কাল- ৮ই জৈষ্ঠ্য ১৪০৫)
২৩ শে মে, ২০১৭ সকাল ১১:৫৮
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:২৬
খালিদ১২২ বলেছেন: আরো ভাল লেখা আশা করছি
২৩ শে মে, ২০১৭ দুপুর ১:৩৩
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: শুভ কামনা রাখবেন যেন আরো ভাল লেখা দিয়ে আপনাদের আশা পুরণ করতে পারি।
ধন্যবাদ।
৩| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:২৭
ধ্রুবক আলো বলেছেন: বেশ দারুন কবিতা। + খুব ভালো লাগলো।
২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৩৮
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: অাপনার অভিনব মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৩০
নাদিম আহসান তুহিন বলেছেন: জটিল জটিল হয়েছে সব কবি সাহেব।
২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৩৯
মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: জটিল কৃতজ্ঞ হলাম আপনার মন্তব্যে।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৭ সকাল ১১:৫০
ওমর আল হাসান বলেছেন: দারুন